নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

নতুন ভোরের অপেক্ষা

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৫

হেমন্তের নতুন একটি ভোর এসে অনেক আশার বার্তা দিয়ে যায়,
অনেক আসার খবরটুকু পেতেও অপেক্ষা করেছি ঢের,
কতগুলো বিনিদ্র রাত পেরিয়ে দেখি একদল বোকা টিয়েপাখি,
চোখেমুখে, কণ্ঠের ঐকতানে দিব্যি প্রাজ্ঞতার ছাপ নিয়ে জাগে,
যেন রাতজাগা পাখিদের উপহাস করে,অশ্রাব্য ভাষায়
গালাগাল করে আমাকে। সারারাতের রতিক্লান্ত শুভ্র,এলানো
দোলনচাপারাও হেমন্তের ভোরে,শিশিরের স্পর্শে,
কোমল রোদের মিষ্টি চুমু পেয়ে তীব্র সজীব গন্ধ ছড়ায়,
বাতাসকে যৌনতার অশ্লীল সুবাসে ভরিয়ে দেয়,
ওরাও আমার রাতজাগাকে, বাতাসের ঘ্রাণ-চিঠিতে ভর করে
নামে-বেনামে,তীব্র তাচ্ছিল্য করে পাঠ করে চলে অজস্র
অবহেলায় ভেজা স্ত্রোত। দুজন নেশাখোর ,মাতাল সিগারেট ফুকে
আর ভাবে নিকোটিনের সাদা ধোয়ার সাথে সাথে
হেমন্তের অপার্থিব কুয়াশার জন্য তাদের সিগারেটই একমাত্র উৎস!
আমাকে দেখে ওরা বদ্ধ উন্মাদ ভাবছে কিনা বলতে পারিনা
স্বাভাবিক ভাবছেনা, নেশাতুর চোখে রাজাটাজা ভেবে বসাটা
অসম্ভব নয় - সে যাক। একটি নতুন ভোর দেখবো বলে
বিনিদ্র কাটাই রাত বৃক্ষের মত স্থির-নিশ্চল,
অথচ আমাকে বারবার হতাশ করে দিয়ে প্রতিটি অন্ধকার,শ্বাপদ
রাতের পর নামে - সেই পুরনো ভোর!
আর ঘুমানো হয়না আমার, আরো একটি ভোরের অপেক্ষায়।
২৮-১০-১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.