নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

একটু আরাম দেন চোপাগুলিরে

০৬ ই জুন, ২০২০ রাত ২:১৩





সিজোফ্রেনিয়ায় ভুগে ভুগে রোদেরা হারায় গেলে পর মেঘেদের হাউকাউ
শুনতে শুনতে কানে লাইগা যায় তালা ,
আর সকলেই তখন সিজোফ্রেনিক হয়া যাই।
তবুও আপনেরা এত হাসেন, নাচেন, গান গান,
চিল্লান ক্যান ভাইসব? ক্যান চিল্লান?
.
ইন্ডিয়া পানি দিলোনা ক্যান, ট্রাম্পে কি কালা ধলা লইয়া গ্যাঞ্জাম করতাছে,
আর নাইলে এরদোগান ক্যাম্নে মুসলমানের নেতা হইয়া কি বালডা কইরা ফালাইলো,
মোদি কবে কোন দাঙ্গা লাগাইছে, এনআরসি লইয়া কি করতেছে,
এইগুলান লইয়া আপনেরা এত চিল্লায়েন না, থামেন ভাইসব।
অন্যের মাথায় কাপড় দিতে নামছেন, নিজের পাছাখান যে উদাম হইয়া আছে,
সেইটা খেয়াল কইরা দেখছেন?
.
ভাইসব চোপাগুলিরে একটু আরাম দেন, একটু জিরায়া লন, থামেন।
ইবোলা, করোনা, ডেঙ্গু হাবিজাবি প্যান্ডেমিক লইয়া আপনেরা বড় বড় লেকচার ছাড়েন,
ছাড়তেই পারেন আমার কী, ছাড়েন!
এইসব প্যান্ডেমিক লইয়া হাউকাউ করতে করতে মইরা যাইতাছেন,
আর মানসিক প্যান্ডেমিক লইয়া বছরের পর বছর কেমন ক্যালাইতেছেন,
ভাবেন একবার! ভাবেন ভাইসব, ভাবা প্র‍্যাক্টিস করেন!
.
ভাইসব ভাইসব ভাইসব, একটু জিরায়া লন, একটু ভাবা প্র‍্যাক্টিস করেন,
দেশ, জাতি, ভাষা এত বড় বড় দামী দামী বুদ্ধিজীবির জাবর কাটা জিনিসপাতি লইয়া
যে রক্তটক্ত দিয়া ম্যাসাকার কইরা ফালাইলেন,
একবার ভাবেন তো ভাত-রুটি, সামান্য চিকিৎসা, নিরাপত্তার দাবী লইয়া
কয়বার কান ঝালাপালা করছেন শাসকদের?
ভাইসব, এইবার একটু দম ধইরা খাড়ায় থাকেন,
আরাম দেন চোপাগুলিরে,
চীন, জাপান, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান কি করতে পারতো, ক্যান পারতোনা,
করোনা নাকি ইবোলা, কে ভালো বেশি, কে খারাপ,
হইছে ভাইসব, অনেক হইছে, এইবার থামেন,
চোপাটারে আরাম দেন
থামেন ভাইসব, জিরায়া লন,
শোনেন ভাইসব, শোনেন,
ভাইসব, ভাইসব, ভাইসব,,,,,, এইবার থামেন কইলাম!

০৫-০৬-২০২০
হবিগঞ্জ

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২০ রাত ২:২০

মানতাশা বলেছেন: @রেজাউল করিম সাগর কি লিখছেন?

০৬ ই জুন, ২০২০ রাত ২:২৬

রেজাউল করিম সাগর বলেছেন: প্রলাপ

২| ০৬ ই জুন, ২০২০ রাত ২:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: জিরানো যাইব না। ইন্টারনেট আসায় আমাগো দায়িত্ববোধ এর জ্ঞান দুইটাই বাইরা গেছে। রাস্তার কলার খোসা থেকে শুরু করে মহাকাশ স্টেশন সব বিষয়েই আমাগো মতামত আছে।

০৬ ই জুন, ২০২০ রাত ২:৩৮

রেজাউল করিম সাগর বলেছেন: খালি মতামত! এক একজন নানান বিষয়ে বিশেষ-অজ্ঞ । বিশ্ব উদ্ধারকারী হাউকাউয়ের তলে পেটের ভাতের দাবী চাপা পড়ে!

৩| ০৬ ই জুন, ২০২০ ভোর ৫:০৫

নেওয়াজ আলি বলেছেন: জিরাইলে ট্রাম্প পালাই যাবো। ... বড় দেশ প্রেমিক ।

০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

রেজাউল করিম সাগর বলেছেন: সেইটাই

৪| ০৬ ই জুন, ২০২০ ভোর ৬:৫১

সেলিম আনোয়ার বলেছেন: জিরান নাই কপালে।

০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

রেজাউল করিম সাগর বলেছেন: কোয়ারেন্টিনেও নাই

৫| ০৬ ই জুন, ২০২০ সকাল ৯:৩৯

আমি সাজিদ বলেছেন: ডাহা সত্যি কথা বলেছেন।

০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

রেজাউল করিম সাগর বলেছেন: সত্যের সাথে ডাহা শব্দটা প্রথম শুনলাম!

৬| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

রেজাউল করিম সাগর বলেছেন: মোটামোটি জিরাইতেছে সবাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.