![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের যেকোনো লেখা সম্পূর্ন পড়ে তারপর মন্তব্য করবেন আর যারা পুরো লেখা পড়ে না তাদের কোন মন্তব্য দেয়ার প্রয়োজন নেই। কারণ কোনো কিছু বিন্তারিত না পড়ে কিছু লিখলে বেশির ভাগই ভূল হওয়ার সসম্ভাবনা থাকে। এবং ই-মেইল করতে [email protected]
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
এ্যানড্রোমিডা বলেছেন: সাস্তিটা কম হইয়া গেছে। শুওর টারে চামড়া ছাড়াইয়া মারা উচিত ছিলো। ফাসি এদের জন্য কম।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
খাটাস বলেছেন: রাজাকারের ফাঁসি চাই। ফাঁসি হয়েছে। বাকি সব রাজাকারের ফাঁসি চাই। জামাত শিবির রাজনিতি বন্ধ করা হোক। কিন্তু আমাদের অনুভুতি কারও রাজনিতির পুঁজি হোক, টা চাই না। কোন নাটক চাই না। রাজাকার মুক্ত আমার প্রাণের বাংলদেশ কে দেখতে চাই।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
পেন্সিল চোর বলেছেন: অবশ্যই ভালো লাগছে।অনেক আনন্দ লাগছে।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
হাঁড় = ঘাঁড় বলেছেন: মতামতের কি আছে?
একটা দুইটা খুন করে নাই, ঝুলব।
আবার মতামত কি?
আর কোন মতামত থাকলে টেংড়ি ভাইঙ্গা মগবাজার পাটাইতে অইব।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পক্ষ নিলে
রক্ষা নাই
জয় বাংলা।