নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নন্দঘোষ

সব দোষ নন্দঘোষ........।

ইভেন

সব দোষ নন্দঘোষ..................

ইভেন › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপয়েটমেন্ট

২২ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৪

আমি অনলাইনে গিয়ে ফরম পুরন করেছি এবং একদম শেষে যখন অ্যাপয়েটমেন্ট নেয়ার জায়গা আসে তখন ওখানে নো অ্যাপয়েটমেন্ট লেখা ছিল। এখন আমি অ্যাপয়েটমেন্ট নেয়ার জন্য চেষ্টা করব কিন্তু পারছি না কারন কিভাবে সরাসরি অ্যাপয়েটমেন্টে যেতে হয় জানিনা।



আমি পুরোনো অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করেই অ্যাপয়েটমেন্ট নিতে চাচ্ছি।



দয়া করে কেহ কি আমাকে লিংক দিয়ে সাহায্য করতে পারবেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ সকাল ১০:০৭

লবকুশ বলেছেন: ওরা একটা সিন্ডিকেটের মতন করেছে। এখন ট্রাভেলস কোম্পানীর সহায়তা ছাড়া এই এ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আপনি কোন ট্রাভেলস কোম্পানীর সাথে যোগাযোগ করুন। আপনার ১০০০-২০০০ টাকা যাবে, কিন্তু কিছুই করার নেই।

২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪০

ইভেন বলেছেন: কিন্তু কেন?

আমিতো ভাই লিংকটা চাচ্ছি শুধু।

২| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৯

লুৎফুল ইসলাম বলেছেন: আ মিও ভিসার জন্য চেষ্টা করেছি নিজে নিজে কোন লাভ নাই।সব জায়গায় সিন্ডিকেট।তবে ফরম পূরণ করার পর এপয়েন্টমেন্ট ডেটের জন্য এক জনের সাথে কথা বলেছি তাকে ৪০০ টাকা দেব ডেট করে দেওয়ার জন্য।সময় চেয়েছে ১ সপ্তাহ।দেখা যাক কি হয়? টাকা ডেট পাওয়ার পর।আপনি কি ওয়েব ফাইল তৈরী করেছেন,যদি না করে থাকেন তাহলে ওয়েব ফাইল তৈরী করুন আগে তারপর ভিসার ডেট,ফাইল তৈরী থাকলে ওয়েট করুন,আমার কাজ হলে আপনাকে বলবো।আমার মেইল ন [email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.