নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নন্দঘোষ

সব দোষ নন্দঘোষ........।

ইভেন

সব দোষ নন্দঘোষ..................

ইভেন › বিস্তারিত পোস্টঃ

লিনোভো ল্যাপটপে উইন্ডোজ ৭ সেট আপ।

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১০

BRAND: LENOVO
MODEL: G40
OPERATING SYSTEM: WINDOWS 8.1
HARD DISK: 500 GB

উপরোক্ত ল্যাপটপটি কিনে আমি যখন প্রথম চালু করি, দেখলাম ভিতরে মাত্র ২ টা ড্রাইভ আছে।

1. Drive C: 475 GB
2. Dirve D: 25 GB

তারপর আমি My Computer>Manage>Disk Management এরপর Drive C কে Shrink volume এর মাধ্যমে 212 GB কমিয়ে নিয়ে আসি, কিন্তু আমি চাচ্ছি এখান থেকে আর ও মেমোরি কমাতে কিন্তু Shrink volume এর মাধ্যমে আর হচ্ছে না।

দয়া করে কেউ কি একটু মন্তব্য করবেন।


পরে Windows 7 ‍সেট আপ দেয়ার জন্য চেষ্টা করি অনেক বার, কিন্তু BIOS সেট আপ করতে পারিনি কারন BIOS এর জন্য যে Key গুলো আছে এর কোন টাই কাজ করে না এবং restart হওয়ার সময় ও display তে কোন কিছু দেখা যায় না।

সবচেয়ে ভাল লাগবে যদি সেই রকম কোন সমাধান পাই ব্লগে থাকা কারে‍া কাছ দিয়ে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আমি জি৫১০এস ব্যবহার করি। প্রায় একই সমস্যায় পড়েছিলাম। চালুর সময় এফ ওয়ান বা টু চাপুন। বায়োস থেকে লিগেসি ড্রাইভকে বুট হিসেবে সেট করুন। আমার এটা বের করতে কয়েকদিন সময় লেগেছিলো। কেনো যেনো এখন ঠিক মনে করতে পারছিনা যে কিভাবে প্রথমবার বায়োসে ঢুকেছিলাম। এখন এফ ওয়ান টু দিয়েই ঢুকতে পারছি। ওহ, রিকভারী কি থাকলে চালু করেই ওটা চেপে দেখুন। আমারটাতে লাইসেন্সড ৮.১ ছিলো, বর্তমান ৭ চালাচ্ছি।

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৬

ইভেন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আমি ঠিক করে ফেলেছি অনলাইন থেকে তথ্য সংগ্রহ করে। এতে অবশ্য আমার অনেক সময় ব্যয় হয়েছে।

Boot করা: Press NOVO Key (দেখুন ল্যাপটপের বাম অথবা ডান পাশে অথবা সুইচ অন কি এর আশে পাশে ছোট্ট এক বাটন আছে।) এবার মনিটরে LENOVO লেখা আসলে F1 or F2 or F12 or F12 চাপুন। এবার আপনার বায়োস ইউটিলিটি ওপেন হবে।

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৯

কামরুল ইসলাম রুবেল বলেছেন: যদি কোনক্রমেই সলভ করতে না পারেন তাহলে বনানী আমার অফিসে চলে আসুন, চেষ্টা করব সলভ করে দেয়ার। অবশ্যই ফ্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.