নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নন্দঘোষ

সব দোষ নন্দঘোষ........।

ইভেন

সব দোষ নন্দঘোষ..................

ইভেন › বিস্তারিত পোস্টঃ

ই ভিসা চালু করল ভারত, তালিকায় জায়গা পায়নি বন্ধু রাষ্ট্র বাংলাদেশ।

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

বাংলাদেশ ভারতের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র বলে ছোট্ট বেলা থেকে শুনে আসছি। এবং বিশ্ব মানচিত্রে ও দেখা যায় ভারতের পেটের ভিতর বাংলাদেশের অবস্থান। অথচ ভারত যখন কোন সুবিধা দেয়, বঞ্চিত হয় এই প্রতিবেশী ও বন্ধু।



যতদুর শুনি ভারতের সাথে আমাদের দেশের রাজনৈতিক সর্ম্পকও দহরম-মহরম। কিন্তু ভারত যখন বিশ্বের ৪৩ টি দেশকে অন এ্যারাভ্যাল ভিসা সুবিধা দেয়, বাংলাদেশের কেন স্থান হয় না।



যতদুর জানি বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক লোক ভারত ভ্রমণ করে। তবে কেন আমরা এই সুবিধা থেকে বঞ্চিত।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

ইমরান হক সজীব বলেছেন: অবাক হচ্ছি না । বাংলাদেশের অধিকাংশ মানুষ কুসংকারাচ্ছন্ন জঙ্গিভাবাপন্ন । আমি ভারতের প্রধানমন্ত্রী হলে আমিও এই সুবিধা বাংলাদেশ কে দিতাম না । আগে দেশের মানুষ প্রগতিশীল জঙ্গি ধর্মান্ধতা মুক্ত চিন্তার অধিকারী হোক তারপর এই অভিযোগ যুক্তিযুক্ত হয় ।

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

ইভেন বলেছেন: ছোট্ট একটি ভুখন্ড এর অধিবাসি আমরা। তাই ইচ্ছে করলে আমাদের অনেক কিছুই করা যায়।

”বাংলাদেশের অধিকাংশ মানুষ কুসংকারাচ্ছন্ন জঙ্গিভাবাপন্ন“

কোথায় পেলেন ভাই এমন ধারনা

বাংলাদেশ আপনা লাগতা হ্যায় - নরেন্দ্র মোদি

http://www.banglanews24.com/beta/printpage/page/344238.html

২| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২২

মোঃ নয়িমুল ইসলাম বলেছেন: সবাই সার্থপর

২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

ইভেন বলেছেন: এটা নৈতিক দায়িত্ববোধ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনারা যত ভাবেন, ভারত কিন্তু বাংলাদেশকে কোনভাবেই বন্ধু রাষ্ট্র ভাবেনা। যে দেশে ক্ষমতার পালাবদল তাদের চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে, সে দেশ তো চাকরের চেয়েও অধম। চাকরের ভাল না লাগলে চাকরি ছেড়ে দেবার অধিকার আছে, কিন্তু কপালপোড়া এই দেশের মানুষের অধিকার নেই নিজ দেশের সরকার নিজেরা নির্বাচিত করার। এরকম নিচু শ্রেণীর জাতিকে তারা সম্মান জানাবে কোন যুক্তিতে?

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

ইভেন বলেছেন: হুম সবই বুজি (:

৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাঈজিদের মানুষ ব্যবহার করে, কিন্তু স্ত্রীর অধীকার কি দেয়!!!!!

বর্তশান নতজানু ভারতপন্থী সরকার তো এরপরও লজ্জ্বা পাবে না!!!

বরং গলা ফাটিয়েই বলবে- উপরের ভাদার মতো -আমরাই ভাল না!! ছিঃ ধিক!


৫| ২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

শাহ আজিজ বলেছেন: আপনার টাইটেলে বিভ্রান্তি রয়ে গেছে যেটা ইমেজ না দেখলে বুঝতে পারতাম না।
এটি একটি আগমনী ভিসার যোগ্য রাষ্ট্র তালিকা। অর্থাৎ আপনি ভারতের যে কোন এয়ারপোর্টে এলেই আপনাকে ভিসা দেওয়া হবে । আমরা একসময় ব্যাঙ্কক, সিঙ্গাপুর এবং হংকং গেলে এই সুবিধা পেতাম। এর সঙ্গে ই ভিসা বা ম্যানুয়ালের কোন সম্পর্ক নেই।

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

ইভেন বলেছেন: ই ভিসা কি?

৬| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৭

পদ্মা_েমঘনা বলেছেন: যারা চাওয়ার আগেই সব আপনাকে দিয়ে দেয়ার জন্য রেডি তাদের আবার দেয়ার দরকার কি! ব্লগও দালালে ভরে যাচ্ছে! রাজনীতিতে দালালী চলে ক্ষমতার জন্য, এরা দালালী করে কি পায় জানতে ইচ্ছা করে! দালালী কোন পর্যায়ে পৌঁছলে উপরের মন্তব্যকারীর মত কমেন্ট করা যায়, ভাবতেই ঘেন্না হয়! উপরের মন্তব্য দেখার পর থেকেই ভাবছি, এই যখন অবস্থা তখন কিভাবে একটা আত্মনির্ভরশীল, আত্মমর্যাদা বোধ সম্পন্ন জাতি হিসেবে দেশ গড়ে উঠবে!

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

ইভেন বলেছেন: হুম।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৬

ইমরান হক সজীব বলেছেন: জনাব, কোথাও থেকে তো জানার প্রয়োজন নেই । আমার আত্মীয় পরিবার পরিজন পাড়া প্রতিবেশী যা দেখি তার অধিকাংশই কুসংস্কারাচ্ছন্ন । আর এরাই তো জঙ্গিভাবাপন্ন লোককে ভোট দিয়ে ক্ষমতাই আনবে ।

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

ইভেন বলেছেন: জনাব আপনি কি মার্কিন যুক্তরাষ্টের আধিবাসী যে সবাই কে জঙ্গি মনে হয়।

"আমার আত্মীয় পরিবার পরিজন পাড়া প্রতিবেশী যা দেখি তার অধিকাংশই কুসংস্কারাচ্ছন্ন"

তবে আপনি কি?

৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: বাংলাদেশ তো বন্ধু রাস্ট্র না ।।
গোলাম রাস্ট্র ,আর গোলাম দের জন্য সম্মান জনক কিছু থাকে না

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১১

ইভেন বলেছেন: আমরা এত পচা নই তো....

৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

শাহ আজিজ বলেছেন: ইলেক্ট্রনিক ভিসা !!

কিন্তু আপনার ভিতরের কন্টেন্ট হচ্ছে "ভিসা অন আরাইভাল"

আশা করি বুঝাতে পেরেছি।

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

ইভেন বলেছেন: মুছে দিলাম ছবি.....

১০| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৭

সবুজ স্বপ্ন বলেছেন: ওয়েট করে দেখি হয়ত অচিরেই বাংলাদেশও এ তালিকায় যুক্ত হবে। আর সবকিছুতেই দালালি কথাটা আনা ঠিক না। যাদের এতই অনিহা তাদের অদেশে না যাওয়াই ঠিক হবে

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১১

ইভেন বলেছেন: মনে হয় না।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

খেলাঘর বলেছেন:


ভিসার ব্যাপা্রটা অনেক কিছুর সাথে জড়িত; নিশ্চয়ই কোন কারণে বাংলাদেশের সাথে কার্যকরী করতে দেরী হচ্ছে; মনে হয়, টেকনোলোজিক্যাল কারন

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

ভোরের সূর্য বলেছেন: @খেলাঘরের সাথে একমত।

আর একতরফা আমরা ভারত কে দোষ দিতে চাইনা। অন্তত এ বিষয়ে কেননা ভিসা অনেক কিছুর উপর নির্ভর করে। বিশেষ করে নিরাপত্তা। লক্ষ্য করে দেখবেন যে ৪৩টি দেশ কে অন এরাইভ্যাল ভিসার সুবিধা দেয়া হয়েছে সেগুলোর সাথে ভারতের কোন সীমান্ত নাই। আর বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের উল্লেখযোগ্য সীমান্তবর্তী দেশ তাই একটু বেশী নজরদারী করা হয় কেননা এমনিতেই ভিসা ছাড়াই সীমান্তে বহু মানুষ অবৈধ ভাবে পারাপার হয়। এছাড়া বাংলাদেশের সন্ত্রাসীরা অপরাধ করেই সাথে সাথেই বৈধ এবং অবৈধ পথে ভারত চলে যায় যার ফলে সেদেশেও সমস্যা হয় আবার আমরাও অপরাধীকে ধরতে পারিনা তার বড় উদাহরণ হল নারায়নগঞ্জের সেভেন মার্ডার এর মূল হোতা নূর হোসেন।

তবে হ্যা কম বেশী আমরা সবাই জানি যে ভারত আসলেই আমাদের সাথে বন্ধুত্বের কথা বলে অনেকটা বিমাতা সুলভ আচরণ করে। কিন্তু আশা করবো যে অন্তত যারা ভিসা পাবার যোগ্য তারা যেন সহজেই ভিসা পায়। মানে ভিসা নিয়ে এখন যা হচ্ছে সেটা যেন না হয়। ভিসা পদ্ধতি সহজ করা উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.