![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি আর পাল্টা যুক্তির কাটাকুটিতে জন্ম হোক বিশুদ্ধ স্বপ্নের !
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে সারা দেশ যখন উত্তাল, তখন চলমান দাবীর প্রতি সংহতি জানাতে গত ০৮ মার্চ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীরা মিলে ক্যাম্পাসের রাস্তায় আঁকা শুরু করেন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সড়ক-আল্পনা(Road Painting)। বিশ্বের দীর্ঘতম এই সড়ক-আল্পনার বিভিন্ন ছবি ও তথ্য নিয়ে সম্প্রতি একটি একটি pdf ফাইল প্রকাশ করা হয়েছে । pdf-টি সড়ক-আল্পনা সম্পর্কিত ৮২ টি ছবি আর ৫৮ টি ফেসবুক পোস্ট দিয়ে সাজানো হয়েছে । সাথে আছে শাবি’র সড়ক-আল্পনার নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর, ভিডিও ও ব্লগের লিংক । আগ্রহীরা পড়ে দেখতে পারেন । আশা করি ভালো লাগবে ।
ফাইলের নামঃ শাবি’র রাস্তায় রং-তুলির চিৎকার
ফাইল সাইজঃ 15.3 MB
সরাসরি পড়তে পারেন এই লিংকে গিয়ে - Click This Link
ডাউনলোড করতে এই লিংকে গিয়ে বামে File এ ক্লিক করে ডাউনলোড করুন অথবা লিংকটি ওপেন থাকা অবস্থায় Ctrl+S চাপুন ।
সকল যুদ্ধাপরাধী নিপাত যাক । জয় বাংলা ।
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১২
রেজওয়ান তানিম বলেছেন: চমৎকার কাজ
৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯
সাউন্ডবক্স বলেছেন: Sundor
৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১২
যোগী বলেছেন:
দারুন কাজ, নো ডাউট!
৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ। যে ফ্লিকারে স্লাইডগুলো বানিয়েছে, সেও অসাধারণ কাজ করেছে। থ্যাংস ফর শেয়ারিং।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১১
অনার্য পথিক বলেছেন: জয় বাংলা তো যুদ্ধাপরাধীদের বাচিয়ে দিচ্ছে। যুদ্ধাপরাধীর বিচার চাই, প্রতিশোধ নয়। জয় হোক মানুষের।