নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষ্ণচূড়ার ডালে বসে কিচির মিচির

হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ

মো রেজাউল করিম

যুক্তি আর পাল্টা যুক্তির কাটাকুটিতে জন্ম হোক বিশুদ্ধ স্বপ্নের !

মো রেজাউল করিম › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যতের ক্রিকেট বিশ্বকাপ

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৬

খুব বেশী দিন পরের কথা নয়। ক্রিকেট বিশ্বকাপ চলছে।



দলগুলোকে প্রথম পর্যায়ে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ- গ্রুপ, ই-গ্রুপ আর আই গ্রুপ। প্রতি গ্রুপে একটি করে দল!



গ্রুপ পর্যায়ের খেলা তিনদিনেই শেষ। ম্যাচ ফিকচার হবে এই রকম-



ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (ই গ্রুপ – এ গ্রুপ)

অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া (এ গ্রুপ – আই গ্রুপ)

ইন্ডিয়া বনাম ইংল্যান্ড (আই গ্রুপ – ই গ্রুপ)



অন্যান্য খেলার বিশ্বকাপে আগে অন্তঃগ্রুপ, মানে গ্রুপের ভেতরের দলগুলোর মাঝে খেলা হয়। তারপর, গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ দ্বিতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। কিন্তু, ক্রিকেট বিশ্বকাপে ঘটনা ঘটবে অন্যরকম ও অভিনব। অংশগ্রহণকারী দলের অভাবে অন্তঃগ্রুপ নয়, খেলা হবে আন্তঃগ্রুপ। এক গ্রুপের সাথে আরেক গ্রুপের খেলা! সো এক্সসাইটিং!



গ্রুপ পর্যায় থেকে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে দুটি দল সরাসরি উঠে যাবে ফাইনালে। আর, তৃতীয় দলটি হবে তৃতীয়! ব্রাভো!



চতুর্থ দিন বিরতি।

পঞ্চম দিনে হবে স্নায়ুক্ষরী ফাইনাল!



ক্রিকেট জ্বরে আক্রান্ত হবে পুরো ক্রিকেট বিশ্ব। (শব্দার্থ। “ক্রিকেট বিশ্ব – ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া”)



পাদটীকাঃ

কয়েক বছর আগে, ফিফার প্রেসিডেন্ট ক্রিকেট বিশ্বকাপ নিয়ে এমন একটা মন্তব্য করেছিলেন, “দশ দল মিলে বিশ্বকাপ খেলে, সেটাও আবার বিশ্বকাপ?”



যখন তিন দল মিলে বিশ্বকাপ খেলবে, তখন তার তার মন্তব্যটা কি হতে পারে সেটাই এখন ভাবনার বিষয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৭

মুহাম্মদ তৌহিদ বলেছেন: ফিফা সভাপতির একটা কোক পাওনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.