নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

সিগারেট ১৭০ টাকা প‌্যাকেট!!!

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

বেনসন অ্যান্ড হেজেস প‌্যাকেট বিক্রি করছে ১৭০ টাকা। আর সিঙ্গেল শলাকা বিক্রি করছে ৯ টাকা। মালবোরো প‌্যাকেট প‌্যাকেট বিক্রি করছে ১৭০ টাকা। আর সিঙ্গেল শলাকা বিক্রি করছে ৯ টাকা। অন্যান্য সিগারেটের বেলায়ও একইভাবে দাম বাড়িয়েছে দুশমন কালোবাজারী সিন্ডকেট। এই কালোবাজারীদের অপ্রদর্শিত টাকা যাকে বলা হয় ব্ল্যাকমানি তা আবার সাদা করার জন্য বাজেটে ওকালতি আছে। মানে আপনি কালো টাকা বানাতো পারবেন যতো খুশি। আবার কালো টাকা কিছু কর ভিক্ষা দিয়ে জায়েজও করতে পারবেন। তাহলে রাষ্ট্রে আইনের শাসন বিভাবে হবে?

পাবলিক ট্রেডেট সিগারেট প্রস্তুতকারী কোম্পানির জন্য বর্তমান কর ৩৫% থেকে ৫% বাড়িয়ে বাজেটে করা হয়েছে ৪০%। আর নন-পাবলিক ট্রেডেট সিগারেট প্রস্তুতকারী কোম্পানির জন্য বর্তমান কর ৪২.৫% থেকে ২.৫% বাড়িয়ে বাজেটে করা হয়েছে ৪৫%। বাজেটের হিসেব অনুযায়ী এক প‌্যাকেট সিগারেটের দাম বাড়বে ব্যানসন অ্যান্ড হেজেসের ক্ষেত্রে ৫% অর্থ্যাৎ প‌্যাকেটের গায়ে লেখা ১৪৩ টাকার সঙ্গে ৫% মানে ৭.১৫ পয়সা। মানে নতুন মূল্য দাঁড়াবে ১৫০.১৫ টাকা। আর তা কার্যকর হবে ১ লা জুলাই ২০১৩ থেকে। আর কালোবাজারী ব্যবসায়ীরা গতকাল থেকে ১৭০ টাকা নিচ্ছেন। এই বাড়তি ২০ টাকা কি ওদের গোয়ার মধ্যে থেকে আসে শুয়ারের বাচ্চারা!!!!

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

অপরাজেয়আমি বলেছেন: এই বাড়তি ২০ টাকা কি ওদের গোয়ার মধ্যে থেকে আসে শুয়ারের বাচ্চারা!!!!

২| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০২

আমরা সোচ্চার বলেছেন: ১৭০ টাকা দিয়ে এই সব গোবর খাওয়ারই-বা দরকার কি?

৩| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: সিগারেটের দাম প্রতি প্যাকেট দুই হাজার টাকা হইলে আমি খুশি =p~ =p~ =p~

৪| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

অলস_ছেলে বলেছেন: তোরা সিগারেট খাইয়া নিজেও মরবি, আমাদের ও মারবি। ২০০০টাকা প্যাকেট হইলে আমিও খুশি =p~

৫| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

হিংস্র ঈগল বলেছেন: যেই দেশের মানুষ ফরমালিন দেওয়া মাছ খায়, যেই দেশে পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ হয়ে পড়ে, সেই দেশে সিগারেট নিয়ে সুশীলদের আদিখেত্ততা আসলেই হাস্যকর। উপরে কিছু সুশীলের কমেন্ট দেখে সেরকমই মনে হচ্ছে। আমাদের সিগারেট খাওয়া নিয়ে আবালের মত কমেন্ট করবে আর গার্লফ্রেন্ডের সাথে সারারাত মোবাইলে গ্যাজাবে কিন্তু তখন টাকা খরচের কথা মনে থাকে না।

৬| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বাংলাদেশী দালাল বলেছেন: @হিংস্র ঈগল এতো খেপলেন কেন। যারা খায় না তারা তো খুশি হইবই।

=p~ =p~ =p~

৭| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

অনেকের মধ্যে একজন বলেছেন: অলস_ছেলে বলেছেন: তোরা সিগারেট খাইয়া নিজেও মরবি, আমাদের ও মারবি। ২০০০টাকা প্যাকেট হইলে আমিও খুশি

সাদা মনের মানুষ বলেছেন: সিগারেটের দাম প্রতি প্যাকেট দুই হাজার টাকা হইলে আমি খুশি

আমরা সোচ্চার বলেছেন: ১৭০ টাকা দিয়ে এই সব গোবর খাওয়ারই-বা দরকার কি?

@হিংস্র ঈগল আপনি একটা ভেজেটেরিয়ান ছাগু. নাইলে এই কথা গুলা বলতেন না।

৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ৮:০০

কায়সার ইয়াসিন বলেছেন: ভাই বেনশন তো আমি ৮ টাকাই খায়

৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ৮:৩৯

মিত্রাক্ষর বলেছেন: খুচরা হিসেবে হারামিরা সেল দেয় ৯ টাকা করে আর প্যাকেট ১৭০ থেকে ১৭৫ টাকা চায়। অনেকে আবার প্যাকেট দিতেও চায়না।
হারামিরা স্টক করে দাম বাড়ায়। আমার পরিচিত এক ছোট ভাই ৪ লাখ টাকার বিড়ি স্টক করেছে।
সিন্ডিকেটবাজরা প্রতি বছরই এসব করে থাকে।
দেখার যেন কেউ নেই।

১০| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৩

কালীদাস বলেছেন:
@হিংস্র ঈগল: জানি না কেন এত রাগছেন সবার উপর। আমি পারসোনালি খুশি হই কেউ কোন কারণে স্মোক করতে না পারলে, সেটা তার সো কলড অপচয়ের জন্য না, সে মারা যাবি কিনা তার জন্যও না। আমার ভাল লাগার কারণ হচ্ছে, ইনডাইরেক্ট স্মোকিং এফেক্ট থেকে একজনও যদি রেহাই পায় সেটা। আমি স্যরি এভাবে বলার জন্য, কিন্তু সত্যি সত্যিই বাংলাদেশের অনেক স্মোকারের সিভিক সেন্স নেই যে পাশের কারও জন্য স্মোকিং এর জন্য সমস্যা হতে পারে।

১১| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
১৭০ টাকাই হউক আর ২০০! সিগারেট খাওয়া মনে হয় বন্ধ হবে! তয় বাজেটের নাম করে যেসব হারামীরা আমাদের লুটে যাচ্ছে তাদের গদাম।

আমি অবশ্য এখনো আগের দামেই কিনতে পারছি।

১২| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:২৩

অবাধ্য সৈনিক বলেছেন: অপরাজেয়আমি বলেছেন: এই বাড়তি ২০ টাকা কি ওদের গোয়ার মধ্যে থেকে আসে শুয়ারের বাচ্চারা!!!! :-& B:-)

হিংস্র ঈগল বলেছেন: যেই দেশের মানুষ ফরমালিন দেওয়া মাছ খায়, যেই দেশে পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ হয়ে পড়ে, সেই দেশে সিগারেট নিয়ে সুশীলদের আদিখেত্ততা আসলেই হাস্যকর। উপরে কিছু সুশীলের কমেন্ট দেখে সেরকমই মনে হচ্ছে। আমাদের সিগারেট খাওয়া নিয়ে আবালের মত কমেন্ট করবে আর গার্লফ্রেন্ডের সাথে সারারাত মোবাইলে গ্যাজাবে কিন্তু তখন টাকা খরচের কথা মনে থাকে না। B-)) B-)) :#)

১৩| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:১৪

হিংস্র ঈগল বলেছেন: @অনেকের মধ্যে একজনঃ আপনি একটা তৃণভোজী ভাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.