নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
হঠাৎ কোথা খেকে এসে আজগুবি ব্যাপার নিয়া তর্ক শুরু করছে? এই মুখোশধারী মালডারে আপনারা কেউ চেনেন? এসব অপদার্থের সঙ্গে কুতর্ক করার খায়েস আমার নাই।.যাই...
২| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৪১
পাস্ট পারফেক্ট বলেছেন: আপ্নে কি ঘটক পাখি ভাই য়ের আত্মীয়?
৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৬
রিয়াজ৩৬ বলেছেন: শামা মাইয়াটা কিন্তু পেন্টি শুকাইতো উস্তাদ। হে, প্রায়ই নেতাগো দিয়া নিজের পেন্টি শুকায়
৪| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮
শামা বলেছেন: হা হা ভাবতে ভালই লাগছে,,,!! আমাকে নিয়েও ব্লগে পোস্ট হয়!!!
হঠাৎ কোথা খেকে এসে আজগুবি ব্যাপার নিয়া তর্ক শুরু করছে?
এই হচ্ছি আমি.....!!
পোস্ট করেছেন: ১৩৭টি
মন্তব্য করেছেন: ১০০২টি
মন্তব্য পেয়েছেন: ১৫৬২টি
ব্লগ লিখেছেন: ৪ বছর ১০ মাস
ব্লগটি মোট ১৯৩৭০ বার দেখা হয়েছে
আর জনাব রেজা ঘটক,,
হচ্ছে..
পোস্ট করেছেন: ১৯৬টি
মন্তব্য করেছেন: ৬৯৬টি
মন্তব্য পেয়েছেন: ২০৬৯টি
ব্লগ লিখেছেন: ৫ বছর ৪ মাস
ব্লগটি মোট ৪৩৭৯৭ বার দেখা হয়েছে
এবার বলুন কে উড়ে এসে জুড়ে বসছে..!!!
এই মুখোশধারী মালডারে আপনারা কেউ চেনেন?
শব্দট চয়ন দেখেন???
কে মুখোশধারী???
রেজা ঘটক সব সময় শিরোনাম দেওয়ার সময় সাথে নিজের নামটাও দিয়ে দেয়, তাই ভেবেছিলাম , নতুন কোন বুদ্ধিজীবীর আগমন ঘটে চলছে,,,,!! পরে তার মাত্র ২ টা পোস্টে ২ টা মন্তব্য করেছি, তাতেই ব্লগ ছেড়ে পালানোর ঘোষনা দিয়েছে.....! তাহলে বুঝেন...!! কে মতলববাজ....!!!!
৫| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯
শামা বলেছেন: রিয়াজ ৩৬.... জনাব আপনার মাকে একটু জিগান..! আপনার পরিচয় টা আসলেই ৩৬ কিনা?????
৬| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:০১
শামা বলেছেন: হ্যা, জামাত শিবির ঘৃনা করি,,, তাই ছাগুরা তফাত যান,,,,!!!
জনাব রেজা ঘটক....!! আর কিছু বললাম না...!!!
৭| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:০৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: শামা @ রিয়াজ৩৬ কেনো ঘষে আমি জানি। এদের বেশি পাত্তা দিয়েন না।
৮| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫১
প্রত্যাবর্তন@ বলেছেন: রেজা ঘটক আপনার সুশীলীয় মুখোশ খুলে যাচ্ছে কিন্তু । কি শব্দচয়ন যে কিনা অন্যের মুখোশের ব্যাপারে খুব বাতিকগ্রস্থ
৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:০১
একজন ঘূণপোকা বলেছেন: ঘোটক ও রিয়াজ৩৬ আপনাদের শব্দ চয়ন খুব ই খারাপ। প্রাথমিক শিক্ষার অভাব আছে দেখি। আর ঘটক কালকে তুমি তোমার ঢাকা ইউনির সার্টিফিকিটের স্ক্যান কপি আপলোড দিবা। নাইলে ঢাবির মান সন্মান নিয়ে মজা করার ফল বুজাইয়া দিমু।
১০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:১৪
প্রত্যাবর্তন@ বলেছেন: আমার আগের কমেন্টে একটু ভুল আছে । কমেন্টের শেষে আইডি দিতে ভুলে গেছিলাম । সঠিক কমেন্টটি হবে ঃ
রেজা ঘটক আপনার সুশীলীয় মুখোশ খুলে যাচ্ছে কিন্তু । কি শব্দচয়ন যে কিনা অন্যের মুখোশের ব্যাপারে খুব বাতিকগ্রস্থ - প্রত্যাবর্তন@
১১| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫
আমি তুমি আমরা বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: ঘোটক ও রিয়াজ৩৬ আপনাদের শব্দ চয়ন খুব ই খারাপ। প্রাথমিক শিক্ষার অভাব আছে দেখি। আর ঘটক কালকে তুমি তোমার ঢাকা ইউনির সার্টিফিকিটের স্ক্যান কপি আপলোড দিবা। নাইলে ঢাবির মান সন্মান নিয়ে মজা করার ফল বুজাইয়া দিমু।
১২| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০০
আল ইফরান বলেছেন: ব্লগারদের ভাষার ব্যবহার দেখলে আসলেই মাঝে মাঝে মনে হয় এই ব্লগে সত্যিই নিলক্ষেতের ফটোকপি আর কম্পিউটার দোকানদাররাও ব্লগিং করে
১৩| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩
চুক্কা বাঙ্গী বলেছেন: আপনার লেখার ফরমেটটা ঠিক হয় নাই। এভাবে লিখবেন-
শামা নামে সামুতে এই ব্লগার টা কে? রেজা ঘটক
হঠাৎ কোথা খেকে এসে রেজা ঘটক আজগুবি ব্যাপার নিয়া রেজা ঘটক তর্ক শুরু করছে? এই মুখোশধারী রেজা ঘটক মালডারে আপনারা কেউ চেনেন? এসব রেজা ঘটক অপদার্থের সঙ্গে কুতর্ক করার খায়েস আমার নাই।.যাই... রেজা ঘটক
১৪| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮
মোমেরমানুষ৭১ বলেছেন: রেজা ঘটক একজন বুদ্ধিজীবী টাইপের ভাবতাম, এখন তার নারীদের ও বিরুদ্ধ মতামতের প্রতি শব্দচয়ন কে কোন ভাবেই ভাল ভাবে দেখার অবকাশ নেই, এ হল নব্য মুখোশধারী জ্ঞানপাপীদের একজন। এ মুখোশধারী ইভটেজারের পোস্ট কিভাবে নির্বাচিত পাতায় ও স্টিকি পোস্ট হয় এর ব্যখ্যা খুজে পাই না
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:০৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: শামাকে চিনি। ভালো কবিতা লেখে। শুধু শুধু মুখোশধারী বলার কারন কি? এখানে অনেকেই ছদ্মনামে লেখে, একারনে কোনো বিষয়ে দ্বিমত করলে মুখোশধারী হয়ে যাবে এমনটা কেনো?