| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেজা ঘটক
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
নির্বাচনী বইতরণী পারাতে বাংলাদেশের সাধারণ মানুষকে লাগবে। জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের রাজনীতি এখনই বন্ধ করতে হবে। নইলে জাতিকে নিয়ে আওয়ামী লীগের তামাশা আর ভোটের রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না। আজ থেকে আমি আর ভোট কেন্দ্রে যাবো না। ক্ষমতার লোভে এদের বিবেক মরে গেছে। যুদ্ধাপরাধীর প্রধান আসামি'র বিচারের রায় কিভাবে ৯০ বছরের কারাদণ্ড হয়!!! এই তামাশার বিচার বন্ধ কর। বাংলার সাধারণ মানুষ রাস্তায় নামলে কোনো শাসক আর ক্ষমতায় থাকতে পারবে না। আওয়ামী লীগ আবারো প্রমাণ করলো, তারা ক্ষমতার লোভে জাতিকে নিয়ে তামাশা খেলছে। মানি না তোমাদের এই তামাশা। তোমাদের এই কুরাজনীতি মানি না। আগামী নির্বাচনের মূলা আমরা আর নেবো না। আমরা মূলা চিনে ফেলেছি। সো, সাধু সাবধান। ধর্ম ব্যবসায়ী আর আওয়ামী লীগের মধ্যে আসলেই কোনো পার্থক্য নেই...
২|
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫১
অেসন বলেছেন: এই রায় অপ্রত্যাশিত নয়। সাঈদীর রায়ের পর দেশে যে অরাজকতা সৃষ্টিতে
জামাত সক্ষম হয়েছিল তাতে আওয়ামী লীগ ভয় পেয়েছে। তাছাড়া ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের পর ধারনা হয়েছে, গনজাগরন মঞ্চ আর যুদ্ধাপরাধের বিচার এই পরাজয়ের কারন।
৩|
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫১
অেসন বলেছেন: এই রায় অপ্রত্যাশিত নয়। সাঈদীর রায়ের পর দেশে যে অরাজকতা সৃষ্টিতে
জামাত সক্ষম হয়েছিল তাতে আওয়ামী লীগ ভয় পেয়েছে। তাছাড়া ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের পর ধারনা হয়েছে, গনজাগরন মঞ্চ আর যুদ্ধাপরাধের বিচার এই পরাজয়ের কারন।
৪|
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭
এ জাফর বলেছেন: আমরা ও এই রায় মানি না। উনার তো বেকসুর খালাস পাওয়ার কথা!
৫|
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬
কাফের বলেছেন: বাংলার মানুষের কইলজার মধ্যে আঘাত দিছে আওয়ামী লীগ!!
রাজাকার শিরমনি গু-আজমের
এ রায় মানি না!!
৬|
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১০
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: থু থু মারি আওয়ামী লীগের উপর। ওরা কি ভাবছে এই মুলা ঝুলিয়ে পরবর্তী নির্বাচন জিতবে?? মরে গেলেও ওদের আর ভোট দিব না
৭|
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্ষমতার লোভে এদের বিবেক মরে গেছে। যুদ্ধাপরাধীর প্রধান আসামি'র বিচারের রায় কিভাবে ৯০ বছরের কারাদণ্ড হয়!!! এই তামাশার বিচার বন্ধ কর। বাংলার সাধারণ মানুষ রাস্তায় নামলে কোনো শাসক আর ক্ষমতায় থাকতে পারবে না। আওয়ামী লীগ আবারো প্রমাণ করলো, তারা ক্ষমতার লোভে জাতিকে নিয়ে তামাশা খেলছে। মানি না তোমাদের এই তামাশা।
----
ভন্ড ভন্ড ভন্ড...
সর্বকালে সর্বশ্রেষ্ঠ ভন্ড - হাম্বালীগ!!!!
একি প্রহসন?
চুনোপুটি সাইদির হল ফাসি...
রাঘব বোয়াল কাদের মোল্লা পায় যাবজ্জীবন!!!!
রাজাকারের শীর্ষ নেতার জন্য জেল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
একি অগ্রীম ভেট!!! আওয়ামী জামাত জোট গঠনের!!!!
এবং পরবর্তীতে হয়তো তাদের চিরকালের মুক্তিযোদ্ধা বানানোর ঠিকাদারী্ও নিতে পারে
৮|
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২
শাহীন উল্লাহ বলেছেন: এখনও চিনেন নাই ???
Shahin Ullah
৯|
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩
চলতি নিয়ম বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১
ৈতয়ব খান বলেছেন: আমার সোনার ময়না পাখি...........
কোন ঘাটে গেলা উইড়া রে............
দিয়া মোরে ফাঁকি.............
.............অর্থ সুর করে পড়া