নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)প্রিজন সেলে গোলাম আজমকে প্রতিদিন সরকারি খরচে যে খাবার দেয়া হচ্ছে, তার তালিকা:
1. সকাল নয়টায় এক চামচ মধু, এক চামচ অলিভ অয়েল, দুটি বিস্কুট, চিড়া ভাজা বা মুড়ির মোয়া, দুধ, হরলিকস ও দুটি ডিম
2. বেলা ১১টায় দেওয়া হয় খিচুড়ি, সবজি, স্যুপ, আচার ও ফল
3. দুপুর দুইটায় দেওয়া হয় দুই টুকরা মাছ, সবজি, ডাল ও আচার
4. বিকেলে নাশতায় তাঁকে সরবরাহ করা হচ্ছে স্যুপ ও ফল
5. রাত আটটায় দেওয়া হয় ভাত, মুরগির মাংস, সবজি, ডাল, আচার ও ফল
সারা দেশের মানুষ সারা দিন কি কি খায় তার সঙ্গে নিজেরা এবার মিলিয়ে নিন। এই হচ্ছে ৪২ বছরের রাজনীতির অর্জন...
২| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪
রিওমারে বলেছেন: খাবার মেন্যু তো বললেন কিন্তু রাতে সেবা করার জন্য কচি মাল[মেয়ে] সরবরাহ করা হয় কি??
৩| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০০
সাদা মনের মানুষ বলেছেন: ব্যাটা তো দেখছি রাজার হালে আছে।
৪| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১
রাতুল রেজা বলেছেন: বাংলাদেশে ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যুদন্ড দেয়ার পদ্ধতী আনা দরকার। শালা গো আ কে সহজেই পরপারে পাঠানো যেতো এই পদ্ধতীতে।
৫| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
খাটাস বলেছেন: এত মানুষের হাউ কাউ দিয়ে কোন লাভ নাই। বুড়ো শুয়োর টা রাজার হালেই মরবে।
৬| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
রামন বলেছেন:
বঙ্গবন্ধুর গড়া মহান মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগকে শেখ হাসিনা এভাবে কুলষিত না করলেও পারতেন।
ধিক, শেখ হাসিনার আওয়ামী লীগ . ধিক!
৭| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আজ প্রথম আলোতে খাদ্যতালিকাটি দেখে মনে বেজে ওঠলো:
“আবার আসিব ফিরে - মানুষ না হলেও... গোলমালে আযম হয়ে....”
তবে তো যুদ্ধাপরাধীই ভালো....কী বলেন?
৮| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: শুধুই হতাশা !
৯| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৩
রাকি২০১১ বলেছেন:
তবে তো যুদ্ধাপরাধীই ভালো..
ভালো তো, ভালো না?
১০| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮
পাগলামামা বলেছেন: খাবারের তালিকা দেখেতো মনে হয় শ্বশুর বাড়ির নতুন জামাই। আহ! কি মজার সেল।
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
মোঃ তানভির বলেছেন:
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
ভষ্ম মানব বলেছেন: সোর্স কি?
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২
সিউল রায়হান বলেছেন: এই শুয়রের মরণ হবে কবে? দেশের মানুষ খাইতে পারে না আর ৩০ লাখ মানুষ, ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবিদের মারার নির্দেশ দেয়া রাজাকার শিরোমণি এইসব *দায়।
থু থু দেই আওয়ামী লীগরে।