নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

মিডিয়া সন্ত্রাস...

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪

মিডিয়া বিনা পয়সায় রাজনৈতিক দলগুলো'র প্রপাগাণ্ডা এতো বেশি প্রচার করছে যে, এগুলোকে এখন এক ধরনের ছাগলামী ছাড়া কিছু বলার নেই। সমাবেশ কোথায় হবে শুধু এই নিয়ে মিডিয়া গতকাল যা যা প্রচার করলো, এই অতি উৎসাহী মিডিয়াগুলো'র কি অন্য কোনো কাজকাম নাই? মিডিয়ার উদ্দেশ্য সাম্প্রতিক সময়ে স্পষ্টভাবেই অসৎ। খারাপ খবরের পেছনে তাদের যতোটা আগ্রহ, ভালো খবরের পেছনে তাদের ততোটাই পিছপা। কেন? এই কেন-এর জবাব হল, মিডিয়া নিজেই অসৎভাবে কারো আনুগত্য নিয়েই লাইসেন্স পেয়েছে। সেই অসৎ খাসিলত তো আর এক দিনে বন্ধ হবে না।

রাজনৈতিক দলগুলো নিজেদের থরচে নিজেদের নেতাকর্মীদের খবর দিক, কখন কোথায় তাদের কি ধরনের অনুষ্ঠান। মিডিয়াকে কেন আমরা সেই দায়িত্ব পালন করতে দেখি? তারা কি রাজনৈতিক দলগুলোর প্রচার শাখার অলিখিত দায়িত্ব নিয়ে নিল? যদি তাই হয়, তাহলে এর পেছনে অর্থের কোনো লেনদেন অবশ্যই রয়েছে। কারণ, মিডিয়া বিনা খরচে আপনার কথা, আপনার দলের কথা প্রচার করবে এটা হতেই পারে না।

আপনি একটা নাটক জমা দেন। ওটা দেখাতে গিয়ে তারা বিজ্ঞাপন সন্ত্রাস চালাবে। বলবে খরচ ওঠানোর জন্য বিজ্ঞাপন দিচ্ছি। তাহলে, প্রশ্ন হল, রাজনৈতিক দলগুলো'র প্রপাগান্ডা প্রচার করার জন্য খরচ কি তারা আগেই পকেটস্থ করে?

বর্তমান সময়ে বাংলাদেশ মিডিয়া সন্ত্রাসে আক্রান্ত। স্বাধীন সংবাদপত্র এবং স্বাধীন প্রচার মাধ্যমের সুযোগ নিয়ে মিডিয়া আসলেইমিডিয়া বিনা পয়সায় রাজনৈতিক দলগুলো'র প্রপাগাণ্ডা এতো বেশি প্রচার করছে যে, এগুলোকে এখন এক ধরনের ছাগলামী ছাড়া কিছু বলার নেই। সমাবেশ কোথায় হবে শুধু এই নিয়ে মিডিয়া গতকাল যা যা প্রচার করলো, এই অতি উৎসাহী মিডিয়াগুলো'র কি অন্য কোনো কাজকাম নাই? মিডিয়ার উদ্দেশ্য সাম্প্রতিক সময়ে স্পষ্টভাবেই অসৎ। খারাপ খবরের পেছনে তাদের যতোটা আগ্রহ, ভালো খবরের পেছনে তাদের ততোটাই পিছপা। কেন? এই কেন-এর জবাব হল, মিডিয়া নিজেই অসৎভাবে কারো আনুগত্য নিয়েই লাইসেন্স পেয়েছে। সেই অসৎ খাসিলত তো আর এক দিনে বন্ধ হবে না।

রাজনৈতিক দলগুলো নিজেদের থরচে নিজেদের নেতাকর্মীদের খবর দিক, কখন কোথায় তাদের কি ধরনের অনুষ্ঠান। মিডিয়াকে কেন আমরা সেই দায়িত্ব পালন করতে দেখি? তারা কি রাজনৈতিক দলগুলোর প্রচার শাখার অলিখিত দায়িত্ব নিয়ে নিল? যদি তাই হয়, তাহলে এর পেছনে অর্থের কোনো লেনদেন অবশ্যই রয়েছে। কারণ, মিডিয়া বিনা খরচে আপনার কথা, আপনার দলের কথা প্রচার করবে এটা হতেই পারে না।

আপনি একটা নাটক জমা দেন। ওটা দেখাতে গিয়ে তারা বিজ্ঞাপন সন্ত্রাস চালাবে। বলবে খরচ ওঠানোর জন্য বিজ্ঞাপন দিচ্ছি। তাহলে, প্রশ্ন হল, রাজনৈতিক দলগুলো'র প্রপাগান্ডা প্রচার করার জন্য খরচ কি তারা আগেই পকেটস্থ করে?

বর্তমান সময়ে বাংলাদেশ মিডিয়া সন্ত্রাসে আক্রান্ত। স্বাধীন সংবাদপত্র এবং স্বাধীন প্রচার মাধ্যমের সুযোগ নিয়ে মিডিয়া আসলেই মিডিয়া সন্ত্রাস করছে। এটা হলুদ সাংবাদিকতার অংশ। এটা হলুদ সাংবাদিকতার অংশ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই এরা হলুদ
এবং ছাইমছা + কিছু অর্থ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.