নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
যদি জানতেম আমার ভোটের ব্যথা, তোমায় জানাতাম ।
কে যে আমায় কাঁদায়, আমি কী জানি তার নাম ॥
কোথায় যে ভোট পড়ছে মিছে, ফিরি আমি কাদের পিছে–
সব ভোট মোর বিকিয়েছে, পাইনি ভোটের দাম ॥
এই ভোটারের ধন সে কোথায়, ভাবি জনম ধ’রে ।
বাক্স ভরে আছে যেন, পাই নে নিজের করে ।
ভোট কারে কয় সকল জানে, প্রশাসনের কানে কানে–
সারাদিনে ‘পাই নে’ ‘পাই নে’, চরম অবিশ্রাম ॥
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮
রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: আমার কবিতাখানি পড় বৎস ! সকল ব্যথা ভুলিয়া যাইবে।
২০১৬ সাল
রবীন্দ্রনাথ ঠাকুর
আজি হতে শতবর্ষ-পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতুহল ভরে-