নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
সুশান্ত পালের প্রথম অপরাধ তুই ব্যাটা একজন সংখ্যালঘু!
সুশান্ত পালের দ্বিতীয় অপরাধ তুই ব্যাটা বিসিএস পরীক্ষায় প্রথম হইছোস!
সুশান্ত পালের তৃতীয় অপরাধ তুই ব্যাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন খণ্ডকালীন ছাত্র!
সুশান্ত পালের চতুর্থ অপরাধ তুই ব্যাটা বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা!
সুশান্ত পালের পঞ্চম অপরাধ তুই ব্যাটা অনেক সাহসী!
বাংলাদেশের মত একটি সুসভ্য রাষ্ট্রে এই পঞ্চ দোষে তুই ব্যাটা দুষ্ট!
কত্তোবড় সাহস তোর, এতগুলো দোষ করার পরেও তোরে এই দেশের মানুষ আস্ত রাখছে!
তুই কী জানিস না ব্যাটা, এই দেশে নিজের ভুল স্বীকার করার কোনো মানে নাই!
এই দেশে কেউ কোনো ভুল করে না, তাই ভুল স্বীকার করারও এখানে রেওয়াজ নাই!
তুই ব্যাটা জানিস না এদেশের রাজস্ব বোর্ডের সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো!
অথচ সেই রাজস্ব বোর্ডে তোরে খাতির করে সহকারী কমিশনার বানিয়েছিল আর তুই কিনা ফুটানি মারাস!
এদেশের রাজস্ব বোর্ড জানে কাকে কখন কীভাবে মানসিক চিকিৎসার জন্য কোথায় পাঠাতে হয়!
এদেশের সকল আদেশ জনস্বার্থে করা হয়, এটা তুই না জেনে কীভাবে প্রথম হইছোস ব্যাটা সুশান্ত পাল!
আজ অথবা কাল, এই রাষ্ট্র তোরে পাবনার হেমায়েতপুরে পাঠিয়ে বুঝিয়ে দেবে ঝাল!
.............................
২৯ অক্টোবর ২০১৬
২| ২৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৩
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: সুশান্ত পালের পক্ষে ঘটকালী শুরু করেন...
৩| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৯
বাকশিয়াল বলেছেন: ঘটকবাবুর জোলে কেনো ?
৪| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৩
বাকশিয়াল বলেছেন: ঘটকবাবুর ঘটকালীর ঘটনা কি ?
৫| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৪
নির্ঝরের_স্বপ্ন বলেছেন: রেজা ঘটক, সুশান্ত পালের যেই লুইচ্চামির জন্য এতকিছু, তা কিছুই হইতনা যদি তুমি ওর জন্যে একটা মাইয়ার ব্যবস্থা কইরা দিতা।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২২
রাশেদ ইফতি বলেছেন:
৭| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৫
কানিজ রিনা বলেছেন: একজন অপরাধীত অপরাধীই তার
আবার সংখ্যা লঘু গরীষ্ঠ বুঝিনা।
লঘীষ্ঠ গরীষ্ঠ সব্দ বাদদিন। অপরাধি
সবার কাছেই অপরাধী।
লঘীষ্ঠ গরীষ্ঠ নিয়ে রাজনীতি আর
কতকাল।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪২
মার্কো পোলো বলেছেন:
একজন অপরাধীর ব্যাপারে সাফাই গাইলেই তার দোষ মুক্ত হবে না। সে তার অহংকার, পাপের ফল পাচ্ছে।
সে মিথ্যাচার, কুরুচিপূর্ণ কথা বলে সাহসী হয়ে গেল! বাহ!
সংখ্যালঘু শব্দচয়ন করাটা কতটা যুক্তিসংগত ভেবে দেখুন। প্রশাসন কিন্তু সংখ্যালঘু বিবেচনা করেনি।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অপরাধীতো অপরাধী -- তার আবার জাতপাত কেন !! এখানে সংখ্যা লুঘু শব্দটা আসছে কেন !!! তারা অন্যায় কাজ করলে সংখ্যালুঘুর দোহাই দিয়ে পার পেয়ে যাবে !!!
১০| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৯
রক্তিম ঢাবি বলেছেন: প্রিয় সংখ্যালঘু,
অপরাধ (চামচামি) তো বললেন কিন্তু লুচ্চামীর গুনের কথা তো বললেন না।
১১| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//এদেশের সকল আদেশ জনস্বার্থে করা হয়, এটা তুই না জেনে কীভাবে প্রথম হইছোস ব্যাটা সুশান্ত পাল!//
১২| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জাতীয়তা বাংলাদেশী হলে সংখ্যা লঘু আসে কোথা থেকে?
১৩| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩২
রক্তিম দিগন্ত বলেছেন:
সংখ্যালঘু?
মাথায় ঘিলুলঘু সম্প্রদায়ের ব্যক্তি নাকি আপনি?
কুরুচিপূর্ণ কথা বলাই সাহসীকতার লক্ষণ?
তাহলে যারা সত্যটা জোর গলায় বলে যাচ্ছে - তারা কী? তাদের মাঝে ঐটা কিসের লক্ষণ?
তেল দিচ্ছেন ভাল কথা - শুধু সাবধানে থাকবেন - আমেরিকায় কোন প্রেসিডেন্ট এসে তেলকে কোন দৃষ্টিকোণ থেকে দেখবে - সেটাও একটু ভেবে রাখবেন।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৯
এ কে এম রেজাউল করিম বলেছেন:
তুই ব্যাটা কচু আর ঘেচু!