![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
বন্ধুরা,
আমার নির্মিত 'হরিবোল' চলচ্চিত্রের গান শুনতে নিচের লিংকে ক্লিক করুন।
'হরিবোল' চলচ্চিত্রের থিম সঙ: 'বন্ধু এ মনে ভয় কাটে'
'হরিবোল' চলচ্চিত্রের টাইটেল সঙ: 'আমি জানি না তোর বুকের অতল'
'হরিবোল' চলচ্চিত্রের গান: 'চৈতন্য চাঁদের উদয়'
'হরিবোল' চলচ্চিত্রের গান: 'এ কেমন জলতরঙ্গ বুকের ভেতর'
বন্ধুরা, 'হরিবোল' চলচ্চিত্রের গান কেমন লাগলো শুনে জানালে খুশি হব।
২| ২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনার অবস্হা আবার শ্মশান ঠাকুরের মতো হবে না'তো?
৩| ২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
গান ভালো লেগেছে, মুভির খবর কি?
আপনাকে প্রশ্ন করলে, উহার উত্তর পাওয়ার কোন সম্ভাবনা নেই।
২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
রেজা ঘটক বলেছেন: 'হরিবোল' সেন্সর বোর্ডে জমা করেছি ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে। সেন্সর বোর্ড এফডিসি থেকে এনওসি নেওয়ার কথা বলে আটকে রেখেছে। যা সেন্সর আইনের কোথাও নাই। এফডিসি থেকে এনওসি আনতে প্রায় তিন লাখ টাকার মামলা। যে কারণে আমি আর ওদের কথায় সাড়া দেইনি!
৪| ২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনি মুভির সাথে যুক্ত, এফডিসি 'তে আপনার পরিছিত লোকজন নেই?
২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৬
রেজা ঘটক বলেছেন: ওখানে সবাই ধান্ধা নিয়ে ব্যস্ত! তাই যোগাযোগ করি না। অসুস্থ মনে হয় ওদের!
৫| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: গান গুলো শুনলাম। সুন্দর গান।ভালো লাগলো।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৮
মিরোরডডল বলেছেন:
Congratulations ! মুভিটা দেখার ইচ্ছে আছে ।
সবগুলো গান এতো সুন্দর !
বাউল শফি মণ্ডলের গানটা এক কথায় অসাধারণ !
কেনো যে তুই এমন নদী
তুই কি তবে ভালোবাসা
তুই আমি আজ মুখোমুখি
কে যেনো কার গল্প লিখি
শেয়ার করার জন্য অনেক থ্যাংকস !
৭| ২৬ শে জুন, ২০২১ দুপুর ২:১৬
ফড়িং-অনু বলেছেন: আজ সকালে শোনা হলো গান গুলো। গান গুলো চমৎকার।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৫
রানার ব্লগ বলেছেন: শুভকামনা