| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতীয়ত আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত তোমাকে চাই
নিঝুম অন্ধকারে তোমাকে চাই
রাত ভোর হলে আমি তোমাকে চাই
সকালের কৈশরে তোমাকে চাই
সন্ধের অবকাশে তোমাকে চাই
বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই
শ্রাবনে শ্রাবণে আমি তোমাকে চাই
অকাল বোধনে আমি তোমাকে চাই
কবেকার কোলকাতা শহরের পথে
পুরোনে নতুন মুখ ঘরে ইমারতে
অগনতি মানুষের ক্লান্তি মিছিলে
অচেনা ছুটির ছোয়া তুমি এনে দিলে
নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই
একফোটা শান্তিতে তোমাকে চাই
বহুদুর হেটে এসে তোমাকে চাই
এজীবন ভালবেসে তোমাকে চাই
চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে
শহরে গঞ্জে গায় এখানে ওখানে
স্টেসন টারমিনাল হাটে বন্দরে
অচেনা গহিন রুপ চেনা অন্দরে
বালিশ তোষক কাথা পুরোনে চাদরে
ঠান্ডা শীতের রাতে এদের আদরে
কড়িকাঠি চৌকাঠে মাদুরে পাপসে
হাসি রাগ অভিমান ঝগড়া আপসে
তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই
এককাপ চায় আমি তোমাকে চাই
ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই
দেখা না দেখায় আমি তোমাকে চাই
না বলা কথায় আমি তোমাকে চাই
শীর সেন্দু্ কোন নতুন আবেলে
হঠাৎ
শীর সেন্দু কোন নতুন আবেলে
হঠাৎ পড়তে বসা আবোল তাবোলে
অজস্র কবিতায় ধুমরী খেয়ালে
শ্লোগানে শ্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে
সলীল চৌধুরির ফেলে আসা গানে
চৌরাখী আর বাশি মুখরিত প্রাণে
ভুলে যাওয়া হীমাংসু দত্তের সুরে
সেই কবেকার অনুরোধের আসরে
তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই
অনুরোধে মিনতিতে তোমাকে চাই
বেদনার আরতিতে তোমাকে চাই
দাবিদাওয়া চাহি তাই তোমাকে চাই
লজ্জা বিধায় আমি তোমাকে চাই
অধিকার বুঝে নেয়ার প্রখর দাবিতে
সারারাত জেগে আকা লরাকু ছবিতে
ছিপছিপে কবিতা ছন্দে ভাসায়
সত্যের যুক্তিতে বাচার আসায়
প্রেমহীন সমাজের চির বাসনায়
দিন বদলের ক্ষিদে ভরা কৃপনায়
দ্বিধা দন্দের দিন ঘোচার স্বপ্নে
সাম্যবাদের ডাক দুরে জাগরনে
বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই
ভীষন অসম্ভবে তোমাকে চাই
শান্তি অশান্তিতে তোমাকে চাই
এই বিভ্রান্তিতে তোমাকে চাই
প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতীয়ত আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত তোমাকে চাই
©somewhere in net ltd.