![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীটা আজ কোথায়?
সত্যি মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে।
মনে হয় আমরা কাকের গায়ে রং
মেখে কোকিল হওয়ার চেষ্টা করছি।
আমরা স্মার্ট হওয়ার নাম করে বেজাতীয়
সংস্কৃতিকে ( খারাপ দিকটা ) নিজের করে পেতে চাইছি।
কেন আমরা আধুনিকতার ভাল দিকটা নিতে চাইছিনা?
খুব ছোট বেলায় আমার চাচা আমার জন্মদিনে
বাংলাপিডিয়া ক-ম বইটা আমাকে গিফট করেছিল,
বইটি পড়ে মনে হয়েছিল আমি বিশ্বকে জয় করে
ফেলেছি কারন সেখানে ক থেকে ম দিয়ে যেকোন
শব্দের বিস্তারিত জানতে পারছি।
মনে হয়েছিল আমি যেন আলাদিনের
জাদুর প্রদীপ টাইপের কিছু একটা
হাতে পেয়েছি। অতঃপর অজান্তে মনের
ভেতরে ভাবনা চলে আসে ইস এমন যদি
হত আমি যে বিষয় স্বমন্ধে জানতে চাইব
সব কিছুর উত্তর পাব। একটা সময় জানতে
পারি হ্যা এমন কিছু আছে যার নাম বিশ্বকোষ
কিন্তু তা অনেক বড় এবং ব্যায়বহুল, ভুলে যাই
বিশ্বকোষের স্বপ্ন। এরপর যখন ইন্টারনেট
বুঝি দেখি আমার স্বপ্ন অক্ষরে অক্ষরে পুরন
হয়েছে। আজ আমি আলাদিনের যাদুর প্রদিপ
হাতে পেয়েছি যেখানে আমার তথ্যপিপাসু
মন যখন তখন মুহূর্তের মধ্যে এক চাপে
পেয়ে যাচ্ছে অজানা সব তথ্যের স্বাদ।
আজ আমার সবথেকে খুশি হওয়ার কথা
কিন্তু এক বড় শঙ্কা আমার খুসিকে মুহূর্তে
দুশ্চিন্তার আড়ালে ফেলে দিচ্ছে। এখন এই
আলাদিনের যাদুর প্রদীপ আমার প্রজন্মকে
ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে। তথ্য অনুসন্ধানের
সহজলভ্যতার আড়ালে বয়ে যাচ্ছে অপব্যবহারের হিড়িক।
একদিকে যেমন অবুঝপ্রায় বালক বালিকারা
আসক্ত হয়ে যাচ্ছে পর্ণ জগতের দিকে।
অন্যদিকে বেড়ে যাচ্ছে ধর্ষণ যার একমাত্র
কারন এই আলাদিনের যাদুর প্রদীপ।
যখন তখন যেখানে সেখানে শোনা যাচ্ছে
স্কান্ডালের কাহিনী। সবথেকে আশ্চর্য
ব্যাপার এখন পশ্চিমাদের দেখানো পথে
সেক্স স্কান্ডাল যেন কোন ক্রেডিটের ব্যাপার
হয়ে দাঁড়িয়েছে। প্রেম করাটা যেন কিশোর
কিশোরীদের জন্য অপরিহার্য একটা ব্যাপার
হয়ে দাঁড়িয়েছে, সেক্স যেন সেখানে সত্যিকারের
প্রেমের বহিঃপ্রকাশ।
আজ আবার আলাদিনের দৈত্য টাকে
খুব বলতে ইচ্ছে করছে হে দৈত্য,
আমি চাইনা এ তথ্য রাজ্যের বিশাল সমাহার
আমি চাই একটা সুস্থ বাংলাদেশ
যে দেশের ছিল একটা সুস্থ সংস্কৃতি
যে সংস্কৃতিতে বছরের পর বছর প্রেম
করেও ছেলে মেয়ে একে অপরের হাতে
হাত স্পর্শ করার সাহসটুকু পেতোনা
যে সংস্কৃতিতে বছরের পর বছর অপেক্ষা
করতে হত বিয়ের জন্য শুধু মাত্র বাবা মায়ের
একটা মৌখিক সম্মতির জন্য।
আসুন আমরা যার যার জায়গা থেকে
আমাদের সরলপ্রাণ কিশোর কিশোরীদের
সাথে এ বিষয়টি নিয়ে খোলামনে আলোচনা
করে তাদের অন্ধকার থেকে আলোর পথে
ফিরিয়ে আনার শপথ করি।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ দুপুর ১:১০
রেজওয়ান হুসাইন বলেছেন: Wasadharan