নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কঠিনতম ব্যাপার গুলাকে সহজলভ্য করার প্রত্যয়ে এগিয়ে চলার মাঝে পথের দিশা খুজছি

রেজওয়ান হুসাইন

মানুষ হওয়ার চেষ্টায় সংগ্রামরত একজন সাধারন জনতা।

রেজওয়ান হুসাইন › বিস্তারিত পোস্টঃ

অসম সঙ্গার ভালবাসা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬

ভালবাসা স্পর্সকাতর এক টুকরা কাচের মতন,



যখন তখন খতো করে দিতে পারে হৃদয় কে,







ভালবাসা আবার কখনো বা বিশাল পাহাড়,



শত ঝড় সয়েও বুকের চাপা কষ্টকে ঝর্ণাধারা বইয়ে দেয়।







ভালবাসা দূর কুহকের অজানা আহবান,



যা বেদনার নীলে নিলাভ করার মাঝেও সুখ



খোজার অন্তহীন অভিপ্রায়।







ভালবাসা উত্তাল সাগরে আছড়ে পড়া ঢেউ,



অভিমানের ছলে ভাঙ্গাগড়ার খেলায় মত্ততা।







ভালবাসা দুঃসপ্নে পাড়ি দেওয়া কিছু নির্ঘুম রাত্রি,



কিছু বেদনার কাব্য রচনার উৎস।







ভালবাসা প্রিয়ার নরম হাতের ম্রিদু স্পর্স,



কম্পিত চাপা সুরে বলা আমি তোমাকে ভালবাসি,







ভালবাসা তেপান্তরে পাড়ি দিয়েও কাছে টানার ব্যকুলতা,



এক টুকু কাছে আসার চেষ্টায় চাওয়ার তীব্রতা।







ভালবাসা কখনো নির্মম সত্যের মত ধারালো,



শত বাধা পেরিয়ে আকড়ে ধরে পথচলা।







ভালবাসা যে সর্গের পরম পূজ্য



যা পাতালের মানুষ কে দেওয়া বিধাতার অপুর্ব দান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.