![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ববিদ্যালয়ে তখন ভর্তি পরিক্ষা চলছে
একটা এপ্লিক্যান্ট কে ষ্টেশনে ট্রেনে তুলে দিয়ে
হলে ফেরার পথে রাস্তায় একটা মেমোরি কার্ড
পেলাম। তুলে নিয়ে ল্যাপটপে জুড়লাম ভেবে কোন
তথ্য পাওয়া যায় কিনা যা দিয়ে যার কার্ড তাকে
ফেরত দেওয়া যায় কিনা। কিন্তু এমন কিছু পেলাম না,
তবে যা পেলাম তা সত্যিই অমুল্যবান।
কিছু পুরনো গান পেলাম যা আগে কখনো শুনিনি
কিন্তু হৃদয় ছুয়ে যাওয়ার মত।
গান গুলার টাইটেল ছিল ইব্রাহিম চাচা নামে।
কোন এক দিন আমায় তুমি খুজবে, সেই দিন আমার ভালবাসা বুঝবে।
পিরিতির ফল খাওয়াইয়া ঘরের বাহির করিল, দিওয়ানা বানাইয়া বন্ধে পাগল করিল। আমার জীবন যৌবন সব সপিলাম রে, তবু বন্ধুর মন পাইলাম না।
এমন ছিল গান গুলা। বুঝলাম এটা টিপিকাল বাংলা গানের এলব্যাম।
গান গুলি শুনে বুঝতে বাকি রইল না এটা উপেক্ষিত কোন দেশীয় সম্পদ। তারপর যতবার শুনেছি গান গুলি, অজানা একটা আবেদন পেয়েছি।
সত্যিই কি সে লিরিক গুলা আর কি ভাবাবেগ। সব থেকে বড় কথা গান গুলি
লোকটার নিজের লেখা এবং সুর ও নিজের করা।
কণ্ঠ বলে লোকটা অনেক বয়স্ক। ইনস্ট্রুমেন্ট এর যুগে জানি এসব গান শোনার মত রুচি খুব কম মানুষের আছে। কিন্তু সত্যিকারের বাংলা গানের স্রোতারা ঠিকই খুজে নেয় দেশীয় প্রানবন্ত এসব ইউনিক গান গুলি।
তাদের জন্য এ ব্লগ পোস্ট। যারা চিনেন লোকটাকে বা গান শুনেছেন তাদের কথা ভিন্ন। যারা না জানেন তাদের জন্য পরামর্শ রইল
গানগুলি সংকলনের রাখার। আশাকরি গান গুলে শুনে
প্রত্যাশা পূরণ হবে, সমৃদ্ধ হবে বাংলা গানের ভাণ্ডার।
বেচে থাকবে বাংলাদেশের আরও একটি প্রতিভা।
©somewhere in net ltd.