![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ফের নির্বাসন "
প্রিয়তমা আমি যাচ্ছি,
ফের নির্বাসনে,
যেখানে হিমুদের বসবাস.....
সংগে করে নিয়ে যাচ্ছি এক আকাশ অবহেলা আর উপেক্ষার তরবারি,
তোমার ওষ্ঠের নিষ্ঠুর হাসিকে পূজিঁ করে বুদ হয়ে তবেই আমি ধ্যানস্থ হব।
হলোনা তেমন করে তোমার,
আমার সম্মোহনী চাহনির দিকে তাকানো,
নতুবা সাধ্য কি তোমার?
আমাকে উপেক্ষা করার.....
প্রিয়তমা
ভীত হরিণীর মতই আমাকে প্রত্যাখ্যাত করেছ বারবার,
একটি বার সেই করে তাকালেনা
এই দুঃখী ব্যাঘ্র শ্যাবকের দিকে,
প্রগলভ বাক্যের তীক্ষ্ণ ছুরি চালিয়েছ বারংবার এই বুকে.....
তাই সব অপ্রাপ্তি নিয়েই ফের নির্বাসনে যাচ্ছি আমি, যেখানে নীলেরা নেই, আছে শুধু হলুদেরা.......
২| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ফের নির্বাসনে ?? ফিরে আসুন নির্বাসন থেকে। প্রেমিকার ঠোটে চুমু এঁকে দিন । শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সংগে করে নিয়ে যাচ্ছি এক আকাশ অবহেলা আর উপেক্ষার তরবারি,
তোমার ওষ্ঠের নিষ্ঠুর হাসিকে পূজিঁ করে বুদ হয়ে তবেই আমি ধ্যানস্থ হব
দারুণ হইছে। ভাল লাগা রইল।