নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেমি কোলন

সেমি কোলন › বিস্তারিত পোস্টঃ

"দ্বিতীয় পাওয়া...অনন্যা...আদুরে নাম অরিণী"..... .

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫


প্রথমে ফেসবুকে পরিচয়...ছেলেটি মুসলিম অপরদিকে মেয়েটি সনাতন্ ধর্মী।মেয়েটি থাকে ঢাকাতে...আর ছেলেটি থাকে কুমিল্লায়।
অনলাইনে খুব কমই বসত মেয়েটি... আর ছেলেটি প্রায় ১৮ ঘন্টা পার ডে।
মাঝে মধ্যে হাই হেলো খোজ খবর নেয়া ইত্যাদি...দেন ফ্রেন্ডশীপ ...ভালই চলছিল...
রীতিমত অনুযায়ী একদিন কাঠফাটা রোদে টিউশন যাবার পথে ছেলেটি মেয়েটিকে লিখে বসল আমরা কি আরো ক্লোজ বন্ধু হতে পারি?
তখন ও ছেলেটির মধ্যে প্রেমসূল্ভ কিছু জাগেনি।।
ছেলেটির এই প্রশ্ন করার একমাত্র উদ্দেশ্য ছিল মেয়েটির সেল নাম্বার পাওয়া...অলৌকিক ভাবেই হয়ত মেয়েটি তখন বুঝতে পেরেছিল হয়ত ছেলেটি তার সেল নাম্বারটাই চাইছে...
মেয়েটির রিপ্লাই ছিল "দেখো আমার কোন পার্সোনাল মোবাইল নেই,ফোন ইউজ করা বাসা থেকে নিষেধ,আমি তোমাকে বাসার নাম্বার টা দিচ্ছি...
চান্স পেলে আমি কল দেব...তোমার নাম্বার টা দাও..."...
দিলাম...,
তারপর থেকে দুজনের প্রায় সময় কথা হত...
বেশির ভাগ মধ্যরাতে...
একপর্যায়ে দুজন দুজন সম্পর্কে অনেক বেশি জেনে ফেলে...এবং ছেলেটিও তার প্রথম প্রেমে ছ্যাকা খাওয়া প্লাস পরবর্তীতে তার গুটিয়ে যাওয়া...সবকিছু শেয়ার করতে থাকে...
পরবর্তী পর্যায়ে ছেলেটি বলল সিংগেল লাইফ লিড করতে সে খুব বোর ফিল করছে এবং মেয়েটিকে রিকুয়েস্ট করল যেন তার কোন বান্ধবীর সাথে ছেলেটির রিলেশন করিয়ে দেয়...
মেয়েটি কথামত রাজী...
দিন এগুতে থাকে...রীতিমত কথাও চলছে...
এদিকে ছেলেটির আর সইছে না...প্রেম কবে করবে!!!
ও দিক থেকে মেয়েটির উত্তর আসলো "দেখো।।আমার যে বান্ধবীগুলা সিংগেল ,ওরা পড়াশোনা নিয়ে বিজি...ওরা প্রেম করবেনা...
এদিকে ছেলেটির অবস্থা খারাপ...
তাছাড়া ছেলেটি এতটাই হাবা স্বভাবের নিজের এলাকায় রাস্তায় দাঁড়িয়ে কোন মেয়েকে প্রপোজ করবে ,এই সাহসটুকু করতে গেলেই...
হাজার টা চিন্তা মাথায় ঘুরপাক খায়...যদি রিজেক্ট করে...নিজেকে সবসময় অন্যদের জন্য আনপারফেক্ট মনে করত ছেলেটা...
ও দিক থেকে মেয়েটা ছেলেটাকে অভয় দিতে লাগলো ...যাও একদিন সাহস করে পছন্দ করা মেয়েকে মনের কথা বলে দাও...জো হুকুম...
সেই অনুযায়ী ছেলেটা কত কত দিন যে ব্রীজে খড় পোড়ানো রোদে কত যুবতীকে প্রপোজ খাওয়াতে চাইল... তার ইয়ত্তা নেই...
পামেলা...জামেল...রোদেলা।।
আরো কত বেহুলা...
সবাই চলে যায়...কাউকেই ছেলেটি সাহস করে ঢিল মারতে পারেনি...
আশাহত ছেলেটি...সেই ডিউটির শেষ দিনে...আবার কোন এক কাঠফাটা দুপুরে...
সেই এফ বি বন্ধুর ফোন...
তখন ছেলেটি তার এফ বি বন্ধুর নিকট মনোবাসনা ব্যাক্ত করিয়া বলিল...সে আর পারবেনা...
ব্রীজে কলেজ ছুটির টাইমে দাড়ালে নিজেকে বড্ড বখাটে শাকিব খানের মত বেহায়া লাগে...।।
সো সে ডিসিশন নিল...সে আর মেয়েদের চলে যাওয়ার দৃশ্য অবলোকন করিতে চায় না...
ঠিক তখনই সহসা ছেলেটির মাথায় এক উদ্ভট চিন্তার রেশ বয়ে গেল...
ছেলেটি হঠাত করেই মুঠফোনের ও পাশের ঐ মেয়ে বন্ধুটিকে বলে ফেলল...
তুমি ত আছো...তুমি থাকতে আমি কেন মেয়ে খুজতেছি...তোমার সাথে প্রেম করলেই ত পারি...তুমি করবা?
মেয়েটিও অবাক হলনা ছেলেটির দুস্ট আবদার শুনে...
মেয়েটি বলেই ফেলল...প্রপোজ করেই দেখোনা...
এদিকে ছেলেটি খুশিতে দিল এক চিললানি...
ব্রীজের পথচারী প্লাস কলেজ পড়ুয়া মেয়েরা সকলের দৃষ্টি ঐ চিতকার করা ছেলের দিকে...
কিংকর্তব্যবিমূড় ছেলেটি ...লজ্জায় এক দৌড়ে ব্রীজের নীচে...
মেয়েটি কিন্তু ও পাশে ফোনেই আছে...বাট ছেলেটি তাকে কিছুই বুঝতে দেয়নি...
তারপর ঠিক হল ঐদিন রাতে ছেলেটি মেয়েটিকে প্রপোজ করবে...
যেই কথা সেই কাজ।।
মেয়েটি অনায়াসে রাজিও হয়ে গেল...
অতঃপর... ২ বছর ফোনেই কথা...কেউ কাউকে দেখেনি তখনো...
বাকিটা?
বড্ড ক্লান্ত হয়ে পড়েছি...
আরেকদিন বলব...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.