![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণত আমি রাতে দেখা স্বপ্ন ভোরের
আলো ফুটতে না ফুটতেই মেমোরি তাকে ধরে
রাখতে পারেনা.....
কিন্তু গত রাতের স্বপ্নটা আমার নিউরন সেলে
প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে.....
স্বপ্নটি হল...
"আমি স্বপ্নে মোটরসাইকেলে করে আমার এক বন্ধুর
পেছনে পিচঢালা রাজপথে চলছি.....
হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে একটা ট্রাক এসে সামনাসামনি
ধাক্কা দিল.....
তারপরে নিজের সেন্স আসার পর নিজেকে অক্ষত
অবস্থায় রাস্তার পাশে ক্ষেতে পাই। তারপর উঠার পর পরিচিত একটা লোককে পেলাম, উনাকে জিজ্ঞেস করলাম
আমার পেছনে কোন কাটাছিড়া আছে কিনা?
উনি আমাকে বললেন একটু সামনে এসো,
গেলাম... সেখানে যাওয়ার পর,
কিছু জনতার ভীড়ে নিজের রক্তমাখা নিথর দেহখানা
আবিষ্কার করলাম.....
তার মানে যে আমি দেখছি....সে আমি হচ্ছি আত্না।
আর যে আমাকে ওইখানে নিয়ে গেল সে ব্যাতীত
আমি যাকেই কিছু জিজ্ঞেস করছি কেউ কর্ণপাত,
দৃশ্যপাত করছেনা।
তার মানে ওই ব্যাক্তিটাও আত্না।।।
সেই যে ঘুম ভাঙল, এখন অবধি চোখের পাতা
এক করতে পারলাম না।।
©somewhere in net ltd.