![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাঁ , আমি এই প্রজন্মের লোক ,তাই এই প্রজন্মের কথাই বলছি।।
যদি... এমন হত...
সেইন্ট ভ্যলেন্টাইনের মৃত্যু ২১ শে ফেব্রুয়ারিতে কার্যকর করা হত
তাহলে আমার মনে হয় এ দেশের বর্তমান প্রজন্ম
আজকের এই দিনটাকে দুইটি অধ্যায়ে ভাগ করে নিত,
সকাল বেলা খালি পায়ে চোখ মুছতে মুছতে শহীদমিনারে গিয়ে
শোকস্তবক অর্পণ করিত... আর বেলা গড়াতে না গড়াতেই আমাদের রমন
পক্ষরা গিয়ে রমনীদের হাতের তালুতে যৌন স্তবক অর্পণ করিত,
অবশ্য এই ব্যাপারটাও সন্দেহাতীত।।
বলতে বাধ্য হলাম...কারণ ,
ভ্যালেন্টাইন্স অর্থাৎ ১৪ ই ফেব্রুয়ারি এই
দিনটা যে বাংলা ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় ...ক'টা বাঙাল প্রেমিক যুগলই
তা জানে? আর জানলেও ক'জনই বা তা মানে...
মানবে বা জানবে কেমন করে?
বর্তমান মিডিয়া...
আমাদের সামনে তুলে ধরছে ত যৌনাচার? ইতিহাস সমাচার নয়?
আমাদের ত গোড়াতেই ফাটল...
তাছাড়া ১৪ ই ফেব্রুয়ারি...
সেটাতো অনুরাগের দিবস...একজন মানুষ হিসেবে আরেকজন
মানুষের মৃত্যুর জন্য(সেন্ট ভ্যলেন্টাইনের মৃত্যু) আমাদের
অন্তরে অনুরাগ জাগ্রত হওয়ার কথা...
আরে ভাই...
ফুল যদি দিতে হয়...প্রেমিকাকে না দিয়ে,
যার জন্য আমরা এই দিবসটা পালন করছি...তার জন্য
অন্তরে শহীদ মিনার স্থাপন করে সেখানটাতে দিননা...
ভাই... দোষটা আমাদের পূর্বসুরীদের...
আমাদের বাপ চাচাদের...
আমাদের মিডিয়ার...
অর্থাৎ দেশ পরিচালনাকারীদের...
কিন্তু তারপরেও জানতে হবে সঠিক ইতিহাস...
নিজের তাগিদে...
ওরা আমাদের জানাবেনা...
ওরা ওদের পেট পূজায় ব্যস্ত...
চুপ করে ...নীরবে জেনে জান...
সময় আমাদের ও একদিন আসবে...আমরাও বড় হব।।
সেই দিনটার জন্য নিজেকে প্রস্তুত করুন...
©somewhere in net ltd.