![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঘের গর্জনে নয় বরং আর্তনাদেই প্রকম্পিত হল পুরো ক্রিকেট বিশ্ব। আফগানদের জন্য যা একটি নতুন আশার ভোরের সূচনা , তা বাংলাদেশের জন্য একটি আত্মবিশ্লেষনের ডাক। যোগ্যতার চাইতে প্রত্যাশার চাপ বেশি হলে এইভাবেই ভেঙে পড়তে হয় তা বুঝবে টেষ্ট ক্রিকেটের নব্যতম সদস্যটি। খোলা মনে খেলতে দেওয়া হোক তাদেরকে, অবশ্যই একদিন উন্নতির শিখর ছোঁবে বাংলাদেশ ক্রিকেট টিম। তবে সেই দিন আসতে এখনো অনেক পথ হাঁটতে হবে তা বুঝিয়ে দিল আফগানিস্তান।
২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: আজকের খেলা দেখে মনে হয়েছে, বাংলাদেশ আফগানিস্তানকে হারালেই বরং সেটা আপসেট হত।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৫
মোমের মানুষ বলেছেন: যোগ্যতার চাইতে প্রত্যাশার চাপ বেশি হলে এইভাবেই ভেঙে পড়তে হয় তা বুঝবে টেষ্ট ক্রিকেটের নব্যতম সদস্যটি