![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা আমজনতা নানা কারণে বিব্রত হই। প্রতিবাদ করার আগে বোধ হয় আরও বেশী ভাবা দরকার, যার জন্য পথে নামছি, সে তার যোগ্য কি না? শ্যামল কান্তি ভক্ত সেচ্ছায় বা প্রাণের ভয়ে কানে ধরে আমজনতাকে যেমন আবেগ তাড়িত করেছিল, সেলিম ওসমানকে 'ভগবান' বলে বা মন্ত্রীর পায়ে ধরে বুঝিয়ে দিলো সম্মান রাখার যোগ্যতা সবার থাকেনা। সেদিন তাকে কান ধরিয়ে সেলিম ওসমান যে অপরাধ করেছিল, আজ সেও একই অপরাধে অপরাধী। সমস্ত শিক্ষক সমাজ এবং তার জন্য যারা কান ধরে প্রতিবাদ করল তাদের লজ্জার দায় শ্যামল কান্তিকে নিতে হবে।
২| ২৩ শে মে, ২০১৬ সকাল ৯:০৪
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: কি আর বলব বলার ভাষা নাই।
আগে শুনতাম রাজনীতিবিদরা জ্ঞারী ব্যক্তিদের পায়ের কাছে বসে থাকত, আর এখন দেখি জ্ঞনী ব্যক্তিরা রাজনীতিবিদের পায়ের বাছে বসে থাবে।
৩| ২৩ শে মে, ২০১৬ সকাল ৯:১৮
চলতি নিয়ম বলেছেন: পেরথম ছবি কার ??
৪| ২৩ শে মে, ২০১৬ সকাল ৯:৫৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: সব ই চেতনার ঠেলা ভাই.,,,
৫| ২৩ শে মে, ২০১৬ সকাল ১০:০৪
অভদ্র চিন্তাবিদ বলেছেন: অস্থির মননের একজন শিক্ষাবীদের জন্য এত জড় তোলার পিছনে মুল কারনটা কি ছিল তা আজ জাতির সামনে স্পষ্ট।
৬| ২৩ শে মে, ২০১৬ সকাল ১০:১৯
সোজোন বাদিয়া বলেছেন: "সমস্ত শিক্ষক সমাজ এবং তার জন্য যারা কান ধরে প্রতিবাদ করল তাদের লজ্জার দায় শ্যামল কান্তিকে নিতে হবে। " - সম্পূর্ণ সহমত। তবে, প্রহসন হলো এই যে শ্যামল কান্তি ভক্তকে যারা লাঞ্ছনা করেছে তারাও 'জয় বাংলা' স্লোগান দিয়ে করেছে; জাতীয় পার্টির সাংসদ হলেও নাসিম ওসমান এবং তাদের বংশ শেখ হাসিনার কতটা প্রিয়ভাজন তাও সকলের জানা। আবার এই হতভাগা শিক্ষককে রক্ষা করতে এগিয়ে আসছে তারাই। আপনি-আমি তাকে লাঞ্ছিত করবনা ঠিক, তবে তাকে রক্ষা করার ক্ষমতাও তো আমাদের নেই। ও বেচারা এদের পায়ে না পড়ে কীই বা আর করতে পারে?
২৩ শে মে, ২০১৬ সকাল ১০:৩৫
শেখ রিয়াছাত বলেছেন: তার অবস্থানে দাড়ালে পরিস্থিতি সত্যিই কঠিন, তবে এতটা নিচে না নামলেই ভাল হত।
৭| ২৩ শে মে, ২০১৬ সকাল ১১:১৮
হাফিজ বিন শামসী বলেছেন: দেশের ঘাসগুলোকেও যখন রাজনৈতিক পরিচয়ে বড় হতে হয়।শ্যামল কান্তি ভক্ত বাবুদের এ সবে আর দোষ কী বলুন? বেচে থাকার তাগিদে কার পায়ে মাথা ঠুকবে আর কার ঘাড়ে চড়বে ঠিক বুঝে উঠতে পারেনা।
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:০৬
শেখ রিয়াছাত বলেছেন: জীবন বড় নিষ্ঠুর!!
৮| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:১৬
আধুনিক হিটলার বলেছেন: আমরা হইলাম হজুগে জাতি
ক্ষরা রাইতে গান গাই
কান্ধে লইয়া ছাতি ।।
কান্তি সাহেবের কান ধরা ছবি যেইনা প্রকাশ হলো ব্যস আমরাও শুরু করলাম কান ধরা, একবারও ভাবলাম না যার জন্য কান ধরছি সে আমাদের ন্যাংটা করে ছারবে,
ধিক্কার জানাচ্ছি সেই স্যারদের যারা
কান্তির কান ধরাতে কান ধরে এখন কাঁনছে
৯| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:২৭
কৌশিক মোদক বলেছেন: শ্যামল কান্তি বাঁচতে চায়, ছবি বলে সে কতটা অসহায়,
সে ভাল করেই জানে আল্লার নামে শপথ নিয়ে তার কল্লার জন্য বাংলাদেশে কোথাও না কোথাও চাপাতি তে সান দেওয়া হচ্ছে। আপনারও চান অর কল্লাটা রাস্তায় পড়ে গড়াগড়ি খাক, শুনতে চান মালাউন কতলের পর উল্লাস, তুমি কাফের, তমার কান ধরব, তোমার বাড়ি ভাঙ্গব, এটা ইসলামের উম্মত, ধিক বাংলাদেশ--
চাপাতিবাজ রা নাস্তিক রা তাও ভাল সোজা কথা সোজা ভাবে বলে, ভয় হয় আপনাদের মত দু মুখো মদারেত দের নিয়ে।
২৩ শে মে, ২০১৬ দুপুর ১:১৫
শেখ রিয়াছাত বলেছেন: আপনার আমার কথায় এই পশুগুলো মানুষের কল্লা ফেলানো বন্ধ করবেনা। আমরা এই ধর্মান্ধ জাতির কাছ থেকে মুক্তি চাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৬ সকাল ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: নারায়গঞ্জে ওসমানীয় শাসনের পতন হোক।