নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা অ-মানুষের মৃত্যু হয়েছে,এখন শুধু লাশ টা দাফন করা বাকি। সমস্যা নেই দাফন করার মত যদি কেউ না থাকে তবে আমরা আছি। সময় মত দাফন করাবো,পচে যাওয়া পর্যন্ত রেখে দেয়ার মত অ-মানুষ আমরা না।
কিছু নিকৃষ্ট অ-মানুষের জীবন্ত লাশ কখনো দেখেছেন? আমি দেখেছি,সেই জীবন্ত লাশগুলো দেখতে অবিকল ভালো মানুষদের লাশের মত। কিন্তু অ-মানুষ দের লাশ গুলো মানুষ দেখলে কষ্ট পাই আর ভাবি, এই রে কবে যে দাফন টা সম্পন্ন করবে।
নিকৃষ্টদের দাফন করা ও এক প্রকার অভিজ্ঞতা, হয়ত একসময় নিজেকে বলতে পারবো আমি একটা নিকৃষ্ট,অ-মানুষের লাশ দাফন করেছি। হ্যা হয়ত দাফন কার্য সম্পন্ন করার পর নিজেকে খুব গর্বিত মনে করতে পারবো।
অপেক্ষা এখন শুধু একটাই,কবে এই জীবন্ত লাশটার দাফন সম্পন্ন হবে। ভাবতেছি একটা রঙিন কাপনের কাপড় পরিয়ে পুরো শরীরে আতর,গোলাফজল ছিটিয়ে আনন্দ উল্লাস করতে করতে দাফন করবো।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটু বুঝিয়ে বল্লে ভালো হতো।