নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন দেশের স্বাধীনতা প্রিয় মানুষ।

রিদয়ইসলাম

এখন পর্যন্ত একজন ছাত্র হিসেবে বাবার হোটেলে বেকার জীবন অতিবাহীত করছি।

রিদয়ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কখনো এমন করেছো কি ?

০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৪৮


চাঁদনি রাতে হেটেছ কি ?
কারো সাথে নয় একা
চাঁদনি রাতে ভেবেছ কি ?
অন্য করো নয় তার কথা ।
চাঁদনি রাতে দেখেছ কি ?
চাঁদের দিকে নয় ফাকা মাঠে
চাঁদনি রাতে বসেছিলে কি ?
খাটের উপরে নয় ফাকা ঘাটে ।
যদি না করে থাক তবে
আজ এখনি দেখতে আস
সবাই মিলে সবার গ্রামে
বেড়িয়ে পড় নগ্ন পায়ে ঘাসে ।
দেখবে কত চারিদিকে
জোসনা মিশে আছে
আছে কত ভাবনা মিষ্টি সৃত্মি
আর নিরব আঁধারের কাছে ।
আজকে যদি মিস কর তবে
পাবে না এ সুযোগ আর
সবাইকে উয়িশ করে লিখলাম
এই কবিতা জোসনা রাতের ।
!!!!!!!
তোরা কইরে ? আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে। ইচ্ছে করছে নদীর পাড়ে বট গাছের গুড়িতে বসে কারোর সাথে গল্প করতে করতে সারাটা রাত পার করে দিই।
যাদের এমন সুযোগ আছে তারা কিন্তু মিস করোনা। এমন সময় কিন্তু সবসময় আসবেনা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:১০

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান প্রিয় কবি। শুভ কামনা।

২| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:২৬

টুথব্রাস বলেছেন:





বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহ‍ৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়‍ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।

একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধার‍াই বদলে দিয়েছে।

সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুম‍ুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগ‍ালি শুরু করে দিয়েছে।

প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.