![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌমিতা
কেমন আছ তুমি? অনেক দিন পর আজ তোমাকে লিখতে বসলাম। আজ তোমার মৃত্যুবার্ষিকী । আফসোস করি না শুধু চোখের কোণে এক বিন্দু......। জানতে ইচ্ছে করছে তুমি কতটা ভাল আছ আমাকে ছেড়ে? আমি ভাল নেই। আমাকে কি একটু মনে পড়ে না? আমার কিন্তু মনে পড়ে খুব। আমি এখনও অনুভব করি তোমায়। তুমি নেই এ কথা মেনে নিতে পারিনি এখনও। তোমার এই আমি তুমি বিনে রহিবো কেমনে? এই সাত বছর ধরে আকাশের ঠিকানায় সাদা মেঘের ঘামে অনেক চিঠি দিয়েছি। উত্তর দেবেনা জেনেও আজ কালো ঘামে মুড়ে আর একটি চিঠি তোমায় দিলাম। আমার জন্মদিনের শুভেচ্ছা জানাবে এই প্রতিক্ষায় চেয়ে থেকেছি ঐ আকাশপানে। বারবার ফিরেছি খালি হাতে। আজও কি ফিরিয়ে দেবে? অপেক্ষাতে রইলাম থাকবো সারা জীবন।
হিমু
©somewhere in net ltd.