![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ডিজাস্টারে ক্যামেরায় আসল চিত্র আসে না। ক্যামেরায় যা আসে না তাই আসল চিত্র।
২. বাংলাদেশে ফায়ার বিগ্রেড উদ্ধার করতে গেলে নিশ্চিতভাবে ধরে নেয়া যায় যে যাকে উদ্ধার করা হচ্ছে তার বাঁচার সম্ভাবনা কম।
৩. মন্ত্রী বা সরকারী লোকজন ডিজাস্টার-স্থলে গিয়ে যা বলবে ধরে নিতে হবে আসল ঘটনা তার উল্টো।
৪. দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের লোকাল নলেজই সবসময় বাঁচিয়েছে অথচ আমাদের সরকারী দুর্যোগ ব্যবস্থাপনায় লোকাল নলেজের কোনো স্থান নাই।
৫. টিভি সাংবাদিক ও ক্যামেরাম্যানদের বহনযোগ্য উঁচু প্লাটফর্ম বা মই নিয়ে যাওয়া উচিত যেনো তারা বেশ দূরত্বে থেকে ভালো ছবি তুলতে পারে। একেবারে কাছে গেলেই যে ক্যামেরায় ভালো ছবি ওঠে না বিষয়টা তাদের বোঝা উচিত।
৬. এমন ডিজাস্টার ঘটলে সংশ্লিষ্ট স্থানের সামগ্রিক উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য একজনকে প্রধান হিসাবে সাথে সাথে নিয়োগ করা – যে ঔখানের পুলিশ, ফায়ারবিগ্রেড, মিডিয়া, পাবলিক, লোকাল নলেজ – সব কিছুর ব্যবস্থাপনা করবে এবং তার নিয়ন্ত্রণে থাকবে।
৭. যেখানে ঘটে সেই জায়গাকে কেন্দ্র করে একটা নিদিষ্ট দূরত্বের সীমারেখা টেনে তার মধ্যে শুধু প্রয়োজনীয় ক্যাটাগরির লোকবলকে জায়গা দেওয়া।
৮. সর্বাধুনিক মেডিকেল কেয়ার ও ইমার্জেন্সী অপারেশন/আইসিউ সুবিধাসম্বলিত অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টার নিকটস্থলে রাখা।
৯. ডিজাস্টার ম্যানেজমেন্টের হ্যান্ডি টুলকিট পুলিশের টহল টিমের সাথে রাখা এবং পুলিশকেও এ বিষয়ে ট্রেনিং দেয়া।
১০. টিভি ক্যামেরার সামনে বাঁদরের মত হাসিমুখে চেহারা দেখানো উৎসুক জনতাকে অন দ্যা স্পট তিনমাসের জেল দেয়া।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
নীল আকাশ ২০১৪ বলেছেন: সোহানী বলেছেন: ১০. টিভি ক্যামেরার সামনে বাঁদরের মত হাসিমুখে চেহারা দেখানো উৎসুক জনতাকে অন দ্যা স্পট তিনমাসের জেল দেয়া।
সহমত..
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬
ইসপাত কঠিন বলেছেন: ১০. টিভি ক্যামেরার সামনে বাঁদরের মত হাসিমুখে চেহারা দেখানো উৎসুক জনতাকে অন দ্যা স্পট তিনমাসের জেল দেয়া
সহমত। এর মধ্যে যারা ক্যামেরা দেখলেই ভি চিহ্ন দেখায়, তাদের পশ্চাৎদেশে একটা লোহার গরম ভি প্রবেশ করানো যেতে পারে।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬
আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন: টিভি ক্যামেরার সামনে বাঁদরের মত হাসিমুখে চেহারা দেখানো উৎসুক জনতাকে অন দ্যা স্পট ৬ মাসের জেল দেয়া।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
ইভেন বলেছেন: 100% সত্যি কথা....
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৪
সোহানী বলেছেন: ১০. টিভি ক্যামেরার সামনে বাঁদরের মত হাসিমুখে চেহারা দেখানো উৎসুক জনতাকে অন দ্যা স্পট তিনমাসের জেল দেয়া।
সহমত..