![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাহমুদুর রহমান আপনার সাথে আমার কখনও দেখা হয়নি।
কথা হয়নি।
আমার দেশ অফিসের সামন দিয়ে হেঁটে গেছি।
ভেতরে ঢুকব কি ঢুকব না ভাবতে ভাবতে পাড় হয়ে গেছি।
একবার প্রচণ্ড বৃষ্টির দিনে কাক ভেজা হয়ে হাঁটছিলাম।
অপরিচিত এক মহিলা গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলেন,
-‘কোথায় যাবেন ভাই?’
-‘যাবো না হাঁটছি।'
মহিলার বিস্মিত চোখকে ভেজা আকাশের মত মনে হল।
মহিলা বিড় বিড় করে বলছিলেন, 'আমার বড় ভাইটাও এমনই ছিল। রক্ষীবাহিনী নিয়ে গেছে।
আর ফেরেনি। ২০ বছর পর দেশে ফিরে একই দৃশ্য দেখছি। হায় খোদা!'
আমার দেশ অফিসের সামনে এলাম।
ভাবলাম বলে যাই কথাটা আপনাকে।
ঢুকলাম না।
পরিচিত এক রিকশাঅলাকে পেলাম।
হুড খোলা রিকশায় ভিজতে ভিজতে বাসায় ফিরলাম।
মাহমুদুর রহমান, আপনি যদি কারাগার থেকে জীবিত বেরিয়ে আসতে পারেন তবে
এ গল্পটা শোনাবার জন্য একদিন আপনার কাছে যাবোই যাবো।
২| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
সুন্দর সমর বলেছেন: অত্যচারীর পরিণাম কখনোই ভাল ছিলনা - সহমত। ধন্যবাদ।
৩| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
কাফের বলেছেন: মাহামুদুর রহমান বিরাট এক প্রতিভা উনি উনার মুখ ও পশ্চাৎদেশ দুই দিক দিয়াই কথা বলতে পারে।
৪| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
সুন্দর সমর বলেছেন: নোংরা মন্তব্য না করলে খুশি হব। তবে আপনার ভাষা আপনার জাতের প্রমাণ দিচ্ছে। ধন্যবাদ।
৫| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আহা!! রে কি আবেগ?? মাহমুদুর রহমান দেখছি পীর ফকির হয়ে পড়েছেন। আহা! কি দুঃখ ভাইজান পীরের পদধুলি নিতে পারলেন না। আহা!! এ দুঃখ রাখি কোথায়??
ধর্মীয় উন্মদনার জন্য তাকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। আমাদের সমাজে আস্তিক-নাস্তিক নতুন করে সৃষ্টি হয়নি। কিন্তু তিনি সম্প্রতি এটা নিয়ে প্রচারণা চালিয়েছেন হীন রাজনৈতিক স্বার্থে। মাওলানাদের ক্ষেপিয়ে তুলেছেন নিতান্তই খামাখা। হালে এসে তিনি ইসলামের ইজারাদার হয়ে পড়েছেন। মাহমুদুর রহমানের মতো লোককে যদি সুবিধা দেওয়া যায় , নগদে তিনি পল্টি মেরে বলবৈন, সৃষ্টিকর্তা আবার কি জিনিস? আর তার গুরু ফরহাদ মাজহার নাস্তিক হিসেবেই স্বীকৃত। আজকাল মোনাফেক আর নাস্তিকেরা পীর হয়ে গেছে দেখছি। এই আবাল জনতাকে যা বোঝানো যায় তাই খায়।
এই মোনাফেকরাই আজকাল ইসলামের ইজারাদার।
ব্লগে কে কি লেখে তা ব্লগাররাই জানে। ব্লগাররা তো আদালতে গিয়ে বলেনি যে, ’আমার অনুভূতিতে অমুক আঘাত দিছে??’ পুরো উস্কানি দিয়ে পৌরানিক যুগের রাজনীতি করতে চেয়েছে এই গোষ্ঠী।
এই ফালতু বিতর্কের জন্য ইসলামের এ্ই ইজারাদারদের সাজা হওয়া উচিত।
শুধু মাহমুদুর রহমান সত্য প্রকাশ করেন?? দেশে আর পত্রিকা বা গণমাধ্যম নেই? বেজায় সত্যওয়ালা।
ওই মিয়া তোমার দাড়ি কই??
মাহমুদুর রহমানেরই তো কোনো দাড়ি নাই
Click This Link
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭
সুন্দর সমর বলেছেন: দাদাদের ঘুঘুগুলি
কি যে কয় বাসি বুলি
পচা বুলি,চেনা সুর
ভাগ বেটা হও দূর!
৬| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩
গোয়েন্দাপ্রধান বলেছেন: @ মধ্যবিত্ত না জেনে কথা কেন কেন?দেশের আইনের প্রতি আপনাদের শ্রদ্ধা নাই...
আদালত ২০১২ এর মার্চে এইসব কুলাঙ্গার ব্লগারগুলো কে গ্রেপ্তার ও বিতর্কিত ব্লগ বন্ধের আদেশ দিয়ে রুল জারি করেছিল
ত আপনার কথা বলতে চাই মাহমুদ সাহেব লিখছে তার ইচ্ছা হইছে লিখছে তার বাক স্বাধিনতা (!!!) কি নাই।
পাবলিকে উনার পত্রিকা পড়ে ক্ষেপছে ত উনার কি করার আছে???
এক মুখে দুই ধরণের কথা বলল্বেন না।
শিক্ষামুলক গল্পঃ
নাস্তিকঃ আমরা কোনো দেবতা দেখিনি, বিধাতা দেখিনি, যদিও এদের কথা দিনরাত শুনতে পাই। আমাদের যুক্তিশূন্য ঈশ্বর নামেই শুধু সর্বক্ষমতাবান, বাস্তবে..................।
মোল্লাঃ আরে, এ তো সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করে না। পুরাই "কাফের" (Disbeliever) ।
এই কথা শুনে নাস্তিকঃ হুজুর এইসব কি কন, জানেন না হাদিস শরীফে বলা আছে "না জাইনা কাঊরে কাফের কইলে সে কাফের না হইলে যে বলবে সেই কাফের"। আপনের তো ঈমান ঠিক নাই। আপনি ধর্ম নিয়া মানুষরে হাই-কোর্ট দেহাইতেসেন। বাংলার দা-মাল পোলারা আপনাগো মত ধর্ম-ব্যাবসায়ীরে মধ্যযুগের আস্তাকুড়ে নিক্ষিপ্ত করপে। এহন দেশ প্রেমিকদের হাতে মাইর খাওয়ার আগেই চম্পট দেন।
সারমর্মঃ মাইকার চিপায় পড়লে নাস্তিকেরা একেক জন আল্লামা, শায়খ, মাওলানা, মুহাদ্দিস ইত্যাদি ডিগ্রীধারী হুজুরে পরিণত হয়।
(প্রথমে উল্লেখিত নাস্তিকের বচনখানি "আল্লামা আসিফ মহিউদ্দীন মাইনকাপুরী" এর ব্লগ হেডিং হতে সংগৃহীত) (by ek chhoto vai)
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
সুন্দর সমর বলেছেন: রঙ বদলের খেলায় পাকা ভেকধারী ওই মানুষগুলো!
৭| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭
গোয়েন্দাপ্রধান বলেছেন: @ মধ্যবিত্ত না জেনে কথা কেন কেন?দেশের আইনের প্রতি আপনাদের শ্রদ্ধা নাই...
আদালত ২০১২ এর মার্চে এইসব কুলাঙ্গার ব্লগারগুলো কে গ্রেপ্তার ও বিতর্কিত ব্লগ বন্ধের আদেশ দিয়ে রুল জারি করেছিল
ত আপনার কথা বলতে চাই মাহমুদ সাহেব লিখছে তার ইচ্ছা হইছে লিখছে তার বাক স্বাধিনতা (!!!) কি নাই।
পাবলিকে উনার পত্রিকা পড়ে ক্ষেপছে ত উনার কি করার আছে???(এই যুক্তি টা ব্যাবহার করলাম কারণ এই ইসলামদ্বেষীদের শিরোমনি হু আজাদ তার বিরুদ্ধে মামলায় এভাবেই বলেছিলেন আমি বই লিখছি মানুষের তা পড়ে আহত হওয়ার দরকার কি?)
এক মুখে দুই ধরণের কথা বলল্বেন না।
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯
সুন্দর সমর বলেছেন: উহাদের এক নাক
নিতে চায় দুই শ্বাস
একই সাথে নিতে চায়
গরম ও শীতল বাতাস!
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: রক্ষী বাহিনীকি রক্ষা করতে পেরেছিল সময়ের বিপরীতে চলা অহংকার, মোহ আর লালসাকে????
পারেনি পারবেও না।
মধ্যখানের কিছুটা সময় নিরন্তর জনতার কষ্টের!
অত্যচারীর পরিণাম কখনোই ভাল ছিলনা।