![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পারিনা কোনোকিছুই। যদিও একসময় মনে হয়েছিল কবি হতে পারব। জীবন-জীবিকা সেই সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়েছে বহু আগে।কিন্তু বিভিন্ন ব্লগে ব্লগিং করছি প্রায় ৫-৬ বছর।
সামহোয়্যারইনব্লগকে এভাবে প্রমোট করার মানেটা কি?
আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আশাকরি ব্লগ কর্তৃপক্ষ উপযুক্ত জায়গায় প্রতিবাদলিপি পাঠিয়ে দিবেন
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
আশাকরি ব্লগ কর্তৃপক্ষ উপযুক্ত জায়গায় প্রতিবাদলিপি পাঠিয়ে দিবেন
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
হারানো ওয়াছিম বলেছেন: আমি ও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আশাকরি ব্লগ কর্তৃপক্ষ উপযুক্ত জায়গায় প্রতিবাদলিপি পাঠিয়ে দিবেন
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: এই ব্লগে আপনাদের মতের লোক থাকবে আবার জামাতি শিবিরেরকুত্তা দেরও লোক থাকবে।
আপনারা হলেন মুক্তিযুদ্ধ ব্যাবসায়ী আর অই কুকুররা ধর্ম ব্যাবসায়ী ।
আর আমরা হলাম সাধারণ মানুষ । তাই আমাদের নিক ব্যান করা হয়।
আমি জামাতি শিবিরেরকুত্তাদের কাফির বলি তাই আমার লিক ব্যান করা হয়।
আমি মুক্তিযুদ্ধ ব্যাবসায়ীদের হাকিকত ফাঁস করে দেই তাই আমার লিক ব্যান করা হয়।
সব বাটপার। সব বাটপার। সব বাটপার। সব বাটপার।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: এই ব্লগে আপনাদের মতের লোক থাকবে আবার জামাতি শিবিরেরকুত্তা দেরও লোক থাকবে।
আপনারা হলেন মুক্তিযুদ্ধ ব্যাবসায়ী আর অই কুকুররা ধর্ম ব্যাবসায়ী ।
আর আমরা হলাম সাধারণ মানুষ । তাই আমাদের নিক ব্যান করা হয়।
আমি জামাতি শিবিরেরকুত্তাদের কাফির বলি তাই আমার নিক ব্যান করা হয়।
আমি মুক্তিযুদ্ধ ব্যাবসায়ীদের হাকিকত ফাঁস করে দেই তাই আমার নিক ব্যান করা হয়।
সব বাটপার। সব বাটপার। সব বাটপার। সব বাটপার।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
শিপু ভাই বলেছেন: আমি ও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আশাকরি ব্লগ কর্তৃপক্ষ উপযুক্ত জায়গায় প্রতিবাদলিপি পাঠিয়ে দিবেন
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
পলক শাহরিয়ার বলেছেন: প্রতিবাদ জানাই।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
আমিনুর রহমান বলেছেন: নিশ্চুপ শরিফ বলেছেন: আরিফ জেবতিক কে তো ভালো বলেই জানতাম। কিন্তু তার ব্রেইনের সাইজ যে তাঁর একটা বিচির চাইতেও ছোট সেটা জানতাম না।
ভাই আমি জানতাম না
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
হাবিব০৪২০০২ বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
আশাকরি ব্লগ কর্তৃপক্ষ উপযুক্ত জায়গায় প্রতিবাদলিপি পাঠিয়ে দিবেন
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
সািকল খান বলেছেন: তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আশা করছি ব্লগ কর্তৃপক্ষ উপযুক্ত জায়গায় প্রতিবাদলিপি পাঠাবেন।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
সত্য কথায় যত দোষ ! বলেছেন: সামহ্যোয়ারইন ব্লগ কোনোদিনই যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দেয়নি বরং যুদ্ধাপরাধীদের বিচার প্রত্যাশায়, ইভ টিজিং এর বিরুদ্ধে বাংলাদেশের যেকোনো মিডিয়া প্রচার মাধ্যমের মধ্যে সর্ব ক্ষেত্রে এগিয়ে। কাজেই সামহ্যোয়ারইন ব্লগের বিরুদ্ধে এমন অপপ্রচারণার তীব্র নিন্দা জানাই।
অন্যদিকে “অপর বাস্তব” বই নিয়ে বলতে দ্বিধা নেই-ঐ বইয়ের লেখা কোনো বছরই লেখকদের লেখার গুণগন মান দেখে নির্বাচিত লেখা নির্বাচিত হয়নি। অপর বাস্তবে লেখা সিলেকশন হয় ব্লগারদের মুখ চিনে-কাজেই অপর বাস্তব বর্জন সমর্থন করি।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
সত্য কথায় যত দোষ ! বলেছেন: পোস্ট দাতার কাছে বিনীত আরজ- পোস্টের শিরোনাম থেকে "প্রমোট" শব্দটা বদলিয়ে "অপপ্রচার" লিখলে যথার্থ হতো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
রিমন০০৭ বলেছেন: ঠিক করে দিয়েছি
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: দিনের পর দিন এমন মিথ্যাচার চলছে যা সামুর ইমেজের জন্য মোটেও কল্যানকর নয়।আমার মনে হয় এখন সময় এসেছে আইনি পদক্ষেপ নেওয়ার।সামনে কি বোর্ড পাইলেই যারা হুমড়ি খেয়ে পড়ে তাদের শিক্ষা দেওয়ার যথেষ্ঠ প্রয়োজন রয়েছে বৈকি ।
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
শায়মা বলেছেন: সামুকে ভালোবাসি!
আরিফ জেবতিকভাইয়াকে যখন টিভিতে দেখি গর্ব লাগে এই ভাইয়াটাকেও আমি সামুতেই দেখেছি ২০০৮/২০০৯ এর দিকে। মনে হয় এই ভাইয়াটাকে চিনি আমি আমাদের সামুর ব্লগার ছিলো একসময়।
এখন এসব আবার কি হলো বুঝলাম না।
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: Click This Link
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
রাফা বলেছেন: এতেই প্রমাণ হয় সামু নিজে তার একটি অবস্থান তৈরি করেছে।সামু ব্লগের মহিরুহু, কাজেই সামুকে নিয়েই বলবে সবাই।
সচলায়তন,আমার ব্লগ কিংবা প্রথম আলো ব্লগ নিয়ে কোন আলোচনা নেই কাজেই তারাতো চেস্টা করবেই সামুকে বিতর্কিত করতে।
জয় বাংলা।
১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
দায়িত্ববান নাগরিক বলেছেন: শুদ্ধস্বর থেকেই কি অপরবাস্তব প্রকাশিত হতো? খুব খারাপ লাগলো।
১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: অমি পিয়াল , আরিফ জেবতিক সহ banglanews24.com এর বিরুদ্ধে সামুর আইনি পদক্ষেপ নেওয়ার সময় হয়ে গেছে
১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
স্পাইসিস্পাই001 বলেছেন: শিপু ভাই বলেছেন: আমি ও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আশাকরি ব্লগ কর্তৃপক্ষ উপযুক্ত জায়গায় প্রতিবাদলিপি পাঠিয়ে দিবেন
২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
খুব সাধারন একজন বলেছেন: সামুরে যে জামাতি কইব ওইটার দাঁত ভাইঙা দেন।
বলতে কষ্ট হচ্ছে এই সময়ে আওয়ামীর বিরুদ্ধে কথা, কিন্তু খারাপগুলার স্বভাবই এমন, ভাল কাজের সাথে সাথে সুযোগ পেলেই ওল্ড রাইভালকেও সেঁধিয়ে দিতে হবে!
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
নিশ্চুপ শরিফ বলেছেন: আরিফ জেবতিক কে তো ভালো বলেই জানতাম। কিন্তু তার ব্রেইনের সাইজ যে তাঁর একটা বিচির চাইতেও ছোট সেটা জানতাম না। সে এই পিক লাইক মাড়ছে। তারা যে ব্লগে ব্লগান সেই ব্লগে স্টিকি পোস্ট যেটা করতে পারে সামু ব্লগের একটা নির্বাচিত পোস্ট তাঁর চেয়ে বেশি করে।