নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন , মনে রেখো যদি কোন মুসলমান কোন অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায় ,তাদের অধিকার খর্ব করে ,তার কোন বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয় তাহলে কেয়ামতের দিন আমি আল্লাহর আদালতে তার বিরূদ্ধে অমুসলিম নাগরিকদের পক্ষ অবলম্বন করব । (আবু

রাজনীতিবীদদের ঘৃণা করি---

রিমন০০৭

লিখতে পারিনা কোনোকিছুই। যদিও একসময় মনে হয়েছিল কবি হতে পারব। জীবন-জীবিকা সেই সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়েছে বহু আগে।কিন্তু বিভিন্ন ব্লগে ব্লগিং করছি প্রায় ৫-৬ বছর।

রিমন০০৭ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইনব্লগ নিয়ে ফেসবুকে অমি রহমান পিয়ালের বক্তব্য কতটা সত্যি এবং আমার কিছু প্রশ্ন কর্তৃপক্ষকে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

আগে পড়ুন:

কয়দিন আগে যখন সোনার বাংলা ব্লগে বিটিআরসির ব্লক পড়লো, সেদিন আন্দোলনের অপারেশন হেডকোয়ার্টারে কয়েকজন ব্লগার নিয়ে হাজির হয়েছিলেন সামহোয়ার ইন ব্লগের মালিক জানা। তারা বলছিলেন সকল ব্লগারদের ঐক্যমঞ্চের কথা। আমি সেদিন স্পষ্ট ভাষায় বলেছিলাম, সামহোয়ারকে ঘোষণা দিতে হবে তারা আর ছাগুদের প্রমোট করবে না। দ্বিতীয় এমন কোনো ব্লগারকে ওই মঞ্চে আনা যাবে না যার স্বাধীনতার চেতনা প্রশ্নবিদ্ধ এবং ছাগুবান্ধব বলে স্বীকৃত। মোটের ওপর আমার সারাজীবনের শ্রম ও পরিশ্রমে যে অর্জন সেটা দিয়ে এমন কা্রো পাশে দাড়িয়ে আমি তাকে বৈধতা দিতে রাজী নই যে আমাদের এই পথচলাকে সবসময় কাটাবিছিয়ে বিঘ্নিত করেছে। যাহোক, সামু সেদিন তাদের ব্যবসা বাচিয়েছিলো। যেই ব্যবসায় ৪০ভাগ লগ্নি যুদ্ধাপরাধী ও কারাগারে বন্দী কামারুজ্জামান পরিবারের।



সেই সামু এখন সেই সোনাব্লগের ব্লগারদের অভয়াশ্রম হওয়ার দায়িত্ব নিয়েছে, পাশাপাশি নিয়েছে আমাদের চরিত্রহানীর নোংরা প্রয়াস। আমার ফটো এলবামে এখনও রয়েছে রাজীব হত্যার পর সামুতে দেওয়া সেই নোংরা পোস্টটির স্ক্রিনশট যেখানে আমাকে খুনী বানানো হয়েছিলো। এখন তারা একটা স্টিকি পোস্ট ঝুলিয়েছে যেখানে লেখা : 'রাতভর যে 'মুক্তিযুদ্ধ গবেষকের' মূল কাজ ইন্টারনেটে চেনা-অচেনা পর্নো ক্লিপ আপলোড করা, রগরগে চটি লেখা - তিনিও এখন বিদগ্ধ ব্লগার সেজে সামহোয়্যারকে একহাত দেখে নেওয়ার চেষ্টায় রাতদিন শ্রম দিয়ে যাচ্ছেন। ' কোনো মানে আছে এর? আর কবে ভালো হবি তোরা? কিভাবে ভালো হবি তোরা?



নীচের ছবিটি একটি পোস্টের স্ক্রিনশট। এটা সামুর মালিক আরিলের একটি পোস্টের উত্তরে লেখা। মুক্তমত প্রচারের প্লাটফর্ম হিসেবে সামহোয়ার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের মঞ্চ হিসেবে কিভাবে দায়িত্ব পালন করছিলো এবং কিভাবে আমরা প্রতিবাদ করে যাচ্ছিলাম তার একটি নমুনা এটা। আমাদের বিতর্কিত ও কলঙ্কিত করার এই সুশীল ষড়যন্ত্র কিন্তু বুমেরাং হয়েই আসবে। তখন দুঃখপ্রকাশ দূরের কথা, প্রায়শ্চিত্ত করার উপায়ও থাকবে না





পোস্টের লিংক:



Click This Link



ফেসবুক:



Post er link





ষেখানে সামুর বর্তমান স্টিকি পোস্টাকেও টার্গেট করা হয়েছে:



সরি, ফিউশন ফাইভের স্টিকি পোস্টটা এখন নেই



আমার প্রশ্ন:



সামহোয়্যারকে নিয়ে নানা জায়গায় যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, ব্লগ কর্তৃপক্ষ কি সাবধানতা অবলম্বন করছেন?



কোনো প্রতিবাদ করেছেন কি?



আগামীতে ধর্ম ব্যবসায়ী উগ্রপন্থী ব্লগার আর ধর্ম অবমাননাকারী ব্লগারেদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে?




আশাকরি কর্তৃপক্ষ উত্তর দিবেন, কারণ আমরা সামহোয়্যারইন ব্লগকে ভালবাসি।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

কানা ফকীর বলেছেন: ">>সামহোয়্যারকে নিয়ে নানা জায়গায় যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, ব্লগ কর্তৃপক্ষ কি সাবধানতা অবলম্বন করছেন?

কোনো প্রতিবাদ করেছেন কি?

আগামীতে ধর্ম ব্যবসায়ী উগ্রপন্থী ব্লগার আর ধর্ম অবমাননাকারী ব্লগারেদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে?

আশাকরি কর্তৃপক্ষ উত্তর দিবেন, কারণ আমরা সামহোয়্যারইন ভালোবাসি।।">>................সহমত।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

জানা বলেছেন:

ওহ!

আমি আপনাদের অনুরোধ করছি, কারোর কোন অপপ্রচারে মন দেবেন না। চোখে পড়লে এড়িয়ে যান। সেটাই বোধ হয় সবচেয়ে ঠিক। আপনারা যারা আমাকে চেনেন/জানেন কিংবা চেনেন না তবুও জানেন। কারণ আমি বিভিন্ন সময় ব্লগারদের পোস্টে কমেন্ট করে থাকি। আমাকে খুব কড়া এমন কি কটু সমালোচনার পোস্টেও আমি যাই অনেক সময় নিয়ে আলোচনায় থাকি, নিজের দায়বদ্ধতা ও সীমাবদ্ধতা স্বীকার করি, এমন কী প্রয়োজনে প্রতিবাদও করি। আমার বিশ্বাস আপনারা আমার বলার ভাষা বা ভঙ্গি, আচরণ বা ব্যবহার (হয়তো খুব পরিশিলীত নয়) সম্পর্কে অনেকেই অবগত। তাই আমাকে দিয়ে কী বলা সম্ভব বা আমি কোন পরিস্থিতিতে কেমন আচরণ করে থাকি তা বুঝতে পারা খুব কঠিন নয়।

আবারও বলছি যে কোন প্রকার অপপ্রচার, নিথ্যাচার এবং নোংরামী এড়িয়ে চলুন।

সবার মঙ্গল হোক।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

রিমন০০৭ বলেছেন: আপু

অমি রহমান কি বলল সেইটা নিয়ে মাথা ব্যাথা নেই। কিন্তু তাকে যারা ফলো করে তাদের কমেন্ট দেখলেতো মাথা গরম হয়ে যায়।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

মাহফুজ লিহান বলেছেন: @[338589489574241:0]

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

যেড ফ্রম এ বলেছেন: এভয়েড এন্ড ফরগেট!! এটাই সবচেয়ে ভালো পন্থা, লেট দেম ডু দেয়ার ওর্ক। আমরা আমাদের কাজ করি।

সামুর সবচেয়ে বড় শক্তি তার সবচেয়ে বড় দূর্বল জায়গাটা , এর অগনিত ব্লগার। এত বড় একটা কমিউনিটিকে ২৪ ঘন্টার জন্য নজরে রাখা আসলেই শক্ত।

তারপরও কতৃপক্ষের এই বিষয়ে আরো প্রফেশনালিজমের পরিচয় দিতে হবে।

সময়ই বিচার করবে, সময় সবচেয়ে বড় বিচারক :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

রিমন০০৭ বলেছেন: কিছু না বলে বসে থাকা মনে হয় ঠিক হবেনা--- আগে ব্লগার মানে ছিল লেখক-কবি-পাঠক। এখন ব্লগার মানে নাস্তিক। ব্লগার হিসেবে পরিচয় দিয়ে অতিরিক্ত বলতে হয় আমি নামাজ পরি, নাস্তিক না। এসব কিন্তু ওদের প্রপাগান্ডারই ফসল। জানিনা কিভাবে ওদের ঠেকানো সম্ভব তবে সবারই প্রতিবাদ করা উচিত।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

জানা বলেছেন:

ফিউশন ফাইভের পোস্টা রয়েছে তবে স্টিকি থেকে সরানো হয়েছে। কেননা ওখানে কিছু বিকৃত মানুষের ফেসবুকের মিথ্যাচার এবং প্রপাগান্গা নিয়ে কয়েকটি লিঙ্ক ছিল যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং নেয়া হচ্ছে। তাই ঐ পোস্টা এখন স্টিকী থাকার দরকার নেই বলে আমরা মনে করেছি।

ধন্যবাদ।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সামু ছাড়া দু'কথা বলার অনলাইনে আর কোন যায়গা আছে?

অভিযোগ থাকলেও তাই সামুকেই ভালোবাসি। জানা আপা আমাকে গালাগালি করলেও।
অপপ্রচার নিপাত যাক।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: :: অদূরদর্শীতা বশত: একবার বাজে একটা স্ক্রিণশট দিয়ে দিয়েছিলাম। জানা আপা এজন্য ফোনে আমাকে ঝাড়ি দিয়েছিলেন। সত্যিই আমি দু:খিত। আমাদের আচরণ কোন কোন ক্ষেত্রে আরো সংযত থাকা উচিত।

ব্লগার হাজার হাজার কিন্তু জানা শুধু একজনই। এটা সবাইকে মনে রাখতে হবে। ব্যক্তি আক্রমণ করার কোন কারণ দেখি না। যারা সামুর বিরুদ্ধে লিখেছে বিশেষ করে হলুদনিউজ২৪.কমে তারা বোধহয় সামু থেকে গলাধাক্কা খেয়েই ওখানে গিয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

রিমন০০৭ বলেছেন: অপ্রাসংগিক কথা না বলায় ভাল

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

সবুজ ভীমরুল বলেছেন: @জানা আপাঃ ব্যাপারটা এখন কিন্তু অমি পিয়াল পর্যন্ত সীমাবদ্ধ নেই। ইন্ডিপেন্ডেন্ট টিভিতে মোজা বাবু পর্যন্ত সামুকে জামাতী ব্লগ বলেছে!! ষড়যন্ত্র তো মনে হয় সবে শুরু!!

আমরা যতই রাগ করি আসলে আমার বিভিন্ন জনপ্রিয়তা বিরোধী মতামত প্রকাশে সামুই আমার মতে একমাত্র ভরসা।

একে রক্ষা করার জন্য কার্যযকর ব্যাবস্থা নিন অতি দ্রুত!

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: @লেখক, অনুগ্রহপূর্বক আমার উপরোক্ত দুটি কমেন্ট মুছে দিন।

ধন্যবাদ।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

সরল মানুষ৭ বলেছেন: সবুজ ভীমরুল বলেছেন: @জানা আপাঃ ব্যাপারটা এখন কিন্তু অমি পিয়াল পর্যন্ত সীমাবদ্ধ নেই। ইন্ডিপেন্ডেন্ট টিভিতে মোজা বাবু পর্যন্ত সামুকে জামাতী ব্লগ বলেছে!! ষড়যন্ত্র তো মনে হয় সবে শুরু!!

আমরা যতই রাগ করি আসলে আমার বিভিন্ন জনপ্রিয়তা বিরোধী মতামত প্রকাশে সামুই আমার মতে একমাত্র ভরসা।

একে রক্ষা করার জন্য কার্যযকর ব্যাবস্থা নিন অতি দ্রুত!

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

জাতি জানতে চায় বলেছেন: অরপির বক্তব্যই প্রমাণ করছে যে, সে সামুকে খুব মিস করে। সমস্যা হচ্ছে, সামু তার ইচ্ছে অনুযায়ী চলে নাই। সামু থেকে সে যেভাবে বিদায় নেয়, তাতে কোন প্রতিদান ছাড়া ফিরে আসাটা তার জন্যে লজ্জ্বার। বেচারা, না পারছে উগরাতে, না পারছে গিলতে।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ রিমন ভাই । ক্ষমা করবেন আমি আপনার পোস্টে জানা আপুকে কিছু কথা বলছি যা একান্তই সামুকে ভালবাসি বলে বলছি,

@ জানা আপু

দুই দিন আগে আমাদের এলাকার এক বড় ভাই তিনি খুব শিক্ষিত একজন মানুষ তবে কম্পিউটার বা ইন্টারনেট জগতের ফেসবুক অথবা ব্লগ সম্পর্কে ধারনা খুব কম। যদিও জানেন ফেসবুক বলে কিছু একটা আছে কিন্তু কখনো একাউনট খোলা হয় নাই এমনিতে নেটে শুধু মেইল আছে উনি নিয়মিত মেইল আদান প্রদান করেন উনি আজ আমাকে ব্লগারের এক চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন। উনি আমাকে বললেন আচ্ছা ব্লগার কি জানি নাকি, আমি বললাম না আমার জানা নাই। তোঁ উনি আমাকে বললেন ব্লগার মানে নাকি নাস্তিক এবং এই ব্লগিং করা নাকি নাস্তিকতা । এর পর উনি মালালা থেকে শুরু করে শেষ পর্যন্ত রাজীব দিয়ে তার বক্তব্য শেষ করলেন। আমি খুব হতবাক হলাম তার কথা শুনে। যে লোক ব্লগ অথবা ফেসবুক বুঝেনা সে কি সুন্দর ব্লগারের সংজ্ঞা দিয়ে দিল। সাথে আমাদের এলাকার চায়ের দোকান মামা একই কথা বলল।

আমি শুধু উনাকে বললাম ভাই আপনি আমাকে কখনো দেখেছেন আমার ভিতর নাস্তিকতা বলে কিছু আছে উনি বললেন না ভাই আপনি নাস্তিক কেন হবেন আপনাকে প্রায় দেখি নামাজ পড়তে মসজিদে আমি তখন বললাম ভাই যদি আমাকে আপনি নাস্তিক মনে না করেন তাহলে বলছি আমি কিন্তু একজন ব্লগার এবং আমি সামুতে ব্লগিং করি এই নিন সামুর ঠিকানা তাহলে হয়ত আপনার ভুল ভেঙে যাবে ব্লগ সম্পর্কে। উনি দুই দিন পর আমার কাছে সরি বলেছেন সামু দেখে।

তাই আমিও জানা আপু আপনার সাথে সহমত পোষণ করে বলতে চাই আমাদের কারো দ্বারা যেন আর ব্লগ এবং সামু নিয়ে কোন আজেবাজে কথা না ছড়াতে পারে আমরা সবাই যেন সেই ব্যাপারে সচেষ্ট হই এবং যে কোন প্রকার অপপ্রচার, নিথ্যাচার এবং নোংরামী এড়িয়ে চলি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

রিমন০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে। সবার মনের কথাটায় বলেছেন

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

শিপন মোল্লা বলেছেন: কিছু মুনাফা লুভি ও সুযোগ সন্দানির কুচক্রীর অপচারের কারনে যদি সামুর কোন ক্ষতি হয় বা আমাদের সকলের প্রিয় আস্থার জায়গাটা আঘাত পাপ্ত হয়। আশা করি আরেকটা শাহবাগ সামু মঞ্চ গঠিত হবে সেখানে কোন রাজনীতি ভেদা ভেদ থাকবে না।

তাই সাব্দান কুচক্রী খবর আছে।

সামু সামু অভিযোগ থাকলেও এই সামুকেই ভালোবাসি।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

সরোজ রিক্ত বলেছেন: আগামীতে ধর্ম ব্যবসায়ী উগ্রপন্থী ব্লগার আর ধর্ম অবমাননাকারী ব্লগারেদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে?

আশাকরি কর্তৃপক্ষ উত্তর দিবেন, কারণ আমরা সামহোয়্যারইন ব্লগকে ভালবাসি।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: সামুর বিরু্দ্ধে বৈলা মুখে ফেনা তুললেও লাভ নাই।আমরা জানি সামু কি।সামুর জনপ্রিয়তা অনেকের ই সহ্য হয়না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

রিমন০০৭ বলেছেন: জানি। তবে এখন অবস্হা ভিন্ন----

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

বিডি আইডল বলেছেন: জানা আফারে কিছু পরামর্শ দেই...এইটা আপদকালীন ব্যবস্হা হিসাবে হাতে রাখেন

ব্লগ নিয়া যে ষড়যন্ত্র চলতাছে এইটার আল্টিমেট রুপ হইতে পারে এইটা বাংলাদেশে ব্লক কইরা দেয়া...পিলিজ মেক সিউর এইটার সার্ভার বাংলাদেশে নাই (থাকলেও এটলিস্ট ক্লাউডে একটা ব্যাক আপ কইরা রাখেন)।

ভালো একটা ল'ইয়ার ফার্ম ধইরা এইটারে কর্পোরেশন টাইপের একটা বিজনেস এনটিটি দ্যান। মামলা করলে আপনাদের দু'ইজনরে যেন কিছু না করতে পারে।

ব্লগ সাইট বিটিআরসি বন্ধ করলে ডোমেইন রি-ডাইরেক্টর টাইপের কিছু আগেই তৈরি কইরা রাখেন...পাবলিক যাতে সেইগুলা দিয়ে ঢুকতে পারে। বিকল্প কিছু ডোমেইনও নিয়া রাখতে পারেন।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০

নয়ামুখ বলেছেন: 'চটি অমি' বলে সামু ছাগুদের প্রমোট করছে আর ছাগুরা বলে সামু নাস্তিকদের প্রমোট করছে। এটাই সামুর সব চেয়ে বড় কৃতিত্ব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.