নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন , মনে রেখো যদি কোন মুসলমান কোন অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায় ,তাদের অধিকার খর্ব করে ,তার কোন বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয় তাহলে কেয়ামতের দিন আমি আল্লাহর আদালতে তার বিরূদ্ধে অমুসলিম নাগরিকদের পক্ষ অবলম্বন করব । (আবু

রাজনীতিবীদদের ঘৃণা করি---

রিমন০০৭

লিখতে পারিনা কোনোকিছুই। যদিও একসময় মনে হয়েছিল কবি হতে পারব। জীবন-জীবিকা সেই সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়েছে বহু আগে।কিন্তু বিভিন্ন ব্লগে ব্লগিং করছি প্রায় ৫-৬ বছর।

রিমন০০৭ › বিস্তারিত পোস্টঃ

১ জন অবিবেচক ব্যাংক ম্যানেজারের কাণ্ড

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

আমার বোন পূবালী ব্যাংকে চাকুরী করে। মিরপুরের কোনো ১টা শাখায়। ব্রাঞ্চের ম্যানেজার তাকে মতিঝিল পাঠাবে ট্রেনিংয়ে। বোনের শত অনুরোধেও তিনি মত পাল্টাননি। আমার কথা হল: এই হরতাল পরিস্হিতিতে মিরপুর থেকে মতিঝিল ১টা মেয়ে কিভাবে যাবে? তার সিকিউরিটি কে দিবে? সন্ধ্যা ৭টা পর্যন্ত ট্রেনিং। এরপর সে কিভাবে মিরপুর আসবে? তার যদি কিছু হয় তাহলে তার দায়-দায়িত্ব কে নিবে?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

আহলান বলেছেন: দুঃখ জনক ....

২| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: ম্যানেজারের ফোন নাম্বারটা খালি দেন হালারে একটু ডিসটার্ব করি।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

রিমন০০৭ বলেছেন: ঐটাতো আমিও পারি, তাইলেতো বোনের চাকরি নিয়া টানাটানি :-(

৩| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

সাদা রং- বলেছেন: কিছু অমানুষ আছে সব জায়গায়।

৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

সোহানী বলেছেন: টানা ৩দিনের হরতালের ফাদে আমরা সাথারন মানুষ। কি করবো আমরা...আমিও আজ আমার ২ জন স্টাফকে মতিঝিলে ব্যাংকে পাঠিয়েছি ..অফিসের কাজতো আর হরতাল মানে না? সেটাও দেখতে হবে।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০১

রিমন০০৭ বলেছেন: পুরুষ মানুষ হরতালে কোনো সমস্যা হলে দৌড়িয়ে নিরাপদ স্হানে যেতে পারে, ১টা মেয়ে কি তা পারে? আর কাজের চাইতে জীবন নিশ্চয় বড় নয়

৫| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

রবিউল ৮১ বলেছেন: ব্যাংক কতৃপক্ষ হেড অফিসে এ ট্রেনিং এর আয়োজন করছে আর ব্রাঞ্চ থেকে ম্যনেজার বেচারা লোক পাঠাইলে দোষ হবে কেন?হেড অফিসে এ হরতালের সমস্যা দেখাইয়া ট্রেনিং এর আয়োজনটা বন্ধ করলেই তো আর লোক পাঠাই তে হয় না।হেড অফিস তো এইতা করলো না সো ব্রাঞ্চ ম্যনেজার এর দোষ দিয়া কি লাভ?উনার জায়গায় আপনে থাকলে আপনেও এই কাজই করতেন।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০২

রিমন০০৭ বলেছেন: মেয়ে না পাঠিয়ে ১টা ছেলে পাঠালে কি দুনিয়া উল্টায় যাইত?

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

রিমন০০৭ বলেছেন: আর ুপরে লেখা আছে "অবিবেচক"-- "দোষী" নয়

৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০১

বোকা_ছেলে বলেছেন: দেশের আইন শ্রেঙ্খলা পরিস্থিতি সম্পুর্ন নিওন্ত্রনে । ম খা আলমগীর্।

গন জাগরন মঞ্চ এর আহবান সবাই সাভাবিক কাজ করুন । এই মঞ্চের আদেশ শিরোধার্য।

প্রধান প্রধান সংবাদ মাধ্যম ঢিলে ঢালা হরতাল চলছে। জীবন যাত্রা সাভাবিক।

আর কি কমু

৭| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০২

বোকা_ছেলে বলেছেন: দেশের আইন শ্রেঙ্খলা পরিস্থিতি সম্পুর্ন নিওন্ত্রনে । ম খা আলমগীর্।

গন জাগরন মঞ্চ এর আহবান সবাই সাভাবিক কাজ করুন । এই মঞ্চের আদেশ শিরোধার্য।

প্রধান প্রধান সংবাদ মাধ্যম ঢিলে ঢালা হরতাল চলছে। জীবন যাত্রা সাভাবিক।

আর কি কমু

৮| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

মন যাযাবর বলেছেন: পরের মাথায় কাঁঠাল ভেঙ্গে সবাই খেতে ভালবাসে।
এখন ধরুন ম্যানেজার আপনার ভাষায় "বিবেচক" হয়ে ট্রেনিং এ অফিসার পাঠাল না; তখন তিনি হয়ে যাবেন রাজাকার ম্যানেজার, আবার হরতালে হেড অফিস বিবেচক হয়ে ট্রেনিং বন্ধ করে দিল; তখন প্রজন্ম চত্বর থেকে পুবালী ব্যাংক কে রাজাকার ব্যাংক বলে লিস্ট এ উঠে যাবে।
বিচার আপনার কাছেই দিলাম।
বিচার করুন।

৯| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

অপ্রকািশত বলেছেন: শালায় রাজাকার মনে হয়। আপনার বোনের জন্য শুভ কামনা।

১০| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

তিক্তভাষী বলেছেন: ব্যাংক ম্যানেজারের কাজে প্রমান হয়-

১। তিনি হরতাল সমর্থন করেন না।

২। তিনি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমমর্যাদায় বিশ্বাসী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.