নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হইচই, হট্টগোল এড়িয়ে চুপচাপ, নিরিবিলিতে লুকিয়ে থাকতে ভাল লাগে।

রিম সাবরিনা জাহান সরকার

যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/

রিম সাবরিনা জাহান সরকার › বিস্তারিত পোস্টঃ

সৈনিকের দুঃস্বপ্ন

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১

গ্রেনেডশূন্য হাতটা কাঁপছে
দূরের মানুষগুলোর আর্তনাদে আকাশ বাতাস ভারী
মুহূর্ত আগের উন্মত্ততা ভুলে স্নায়ু অবশ হয়ে আসে আমার

আজকে রাতে এই মানুষেরা সার বেঁধে আসবে দুঃস্বপ্নের ঘোরে
কারো পা উড়ে গেছে, কারো বুক এফোঁড় ওফোঁড়
কারো বা খুলির ফুটো দিয়ে বেরিয়ে আসবে গলিত মগজ

সবাই মিলে নেড়ে চেড়ে দেখবে
আমার মাথার কাছের রকেট লঞ্চার
কিংবা ঘুমন্ত হাতের সজাগ স্পর্শে রাখা এ.কে.ফর্টি সেভেনটাকে

চোখহীন কোটর থেকে চুঁইয়ে রক্ত বের হওয়া শিশুটা
সে আমাকে ঠেলে ওঠাবে ঘুম থেকে
জানতে চাইবে তার বাম চোখ কোথাও দেখেছি কিনা

প্রতিদিন বেয়োনেটে খুঁচিয়ে মারি ওদের
মর্টারের নির্মম আঘাতে থামিয়ে দেই হৃতকম্প
যেমনটা আমাকে বলে দেয়া আছে

তবুও দিনের আলো মরে গেলে
মরাগুলো ঠিকই উঠে আসবে মৃত্যুপুরী থেকে
সৈনিকের দুঃস্বপ্নের ঘোরে
হিসেব নিয়ে যাবে খোয়া যাওয়া অঙ্গপ্রত্যঙ্গের।।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: কঠিন ভাষার একখান কবিতা ,ভাল লাগল

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কষ্ট করে পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চোখহীন কোটর থেকে চুঁইয়ে রক্ত বের হওয়া শিশুটা
সে আমাকে ঠেলে ওঠাবে ঘুম থেকে
জানতে চাইবে তার বাম চোখ কোথাও দেখেছি কিনা


এ অংশটা খুব করুণ ও নির্মমতার চিত্র।

একটা যুদ্ধক্ষেত্রে বর্ণনা মনে হচ্ছে। ১৯৭১?

গ্রেনেডশূন্য হাতটা কাঁপছে কেন? ভয়ে? নিরস্ত্র, সেজন্য?

খুব ভালো লিখেছেন?

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এটা মানব সভ্যতার অনুষঙ্গ হিসেবে যুগে যুগে ঘটে চলা সমস্ত অনর্থক যুদ্ধের গ্লানি বয়ে চলা যোদ্ধাদের কথা বলতে পারেন।

৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:০০

স্রাঞ্জি সে বলেছেন:

মর্মাহত।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সময় নিয়ে পড়েছেন, তাই ধন্যবাদ।

৪| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: মনে হলো বিদেশী কবিতার অনুবাদ পড়লাম।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ২:২০

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এই কথা শোনার পর আমারো মনে হচ্ছে কোন বিদেশী কবিতার বাংলা কপি-পেস্ট। খুব মুশকিল তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.