নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/
বাক স্বাধীনতা?
বক স্বাধীনতা!
বাক স্বাধীনতা?
ছাগ স্বাধীনতা!
বাক স্বাধীনতা?
খাগ স্বাধীনতা।
বাক স্বাধীনতা?
ভাগ স্বাধীনতা!
আবার বাক স্বাধীনতা?
ধ্যাৎ, রাখ তোর স্বাধীনতা!
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৪
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এটা অভিধানে আছে, বাস্তবে নেই-এমন একটা বস্তু, আপু।
২| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
পিনাকি কিছুদিন আগে বলেছিল -
"আমি এই মাত্র গুম হয়ে গেছি"
যে গুম না হয়েও গুমের ভান করে বক্তব্য দিয়ে এর পরও গলাবাজি চালিয়ে যায় ইহা কোন ফাক স্বাধীনতা?
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৪
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: পিনাকিটা কে ভাই।
৩| ১০ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ হাকা ভাই, মনের কথা আপ্নের কবিতায়!
৪| ১০ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৮
ইসিয়াক বলেছেন: চমৎকার
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৫
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ ভাই ইসিয়াক।
৫| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬
মাহমুদুর রহমান বলেছেন: বেশ
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৫
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ মাহ্মুদুর রহমান!
৬| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: ইয়েস। রাইট।
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: হয় হয় (বরিশাল)।
৭| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৭
করুণাধারা বলেছেন: বাহ্, এত অল্প শব্দে এত কথা বলা হয়ে গেল!
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এর চেয়ে বেশি বলার আর কিছু নেই যে।
৮| ১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৬
শুভ্রনীল শুভ্রা বলেছেন: খুব গভীর কথা বলেছেন আপু !
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: গভীর জলের মাছেরা তাও যদি বুঝতো।
৯| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:৪৭
হাফিজ বিন শামসী বলেছেন: বাক স্বাধীনতা? সে তো অনেক উপর তলার কথা।
আছে কি ক্রন্দন স্বাধীনতা?
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আসলেই। চৌদ্দতলায় তার বাস।
১০| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১:১৩
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মাপ করবেন সকলে, প্রতিউত্তরে কিছু বলার নেই। দোয়া করবেন যেন চোখের ঠুলি, কানের তুলো আর পিঠের কুলো খুব শিগগিরি খুঁজে পাই।
১১| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৫২
মা.হাসান বলেছেন: আপনাকে ভালো মানুষ ভাবিয়াছিলাম। আপনার 'অমানবিক' পোস্ট হতাশ করিয়াছে। এই ভাবে লিখিতে আছে? আমি খুঁজিতেছি- মিউনিখে বুয়েটের কাউকে পাওয়া যায় কি না, পাওয়া গেলে তাহাকে অনুরোধ করিব আপনার সহিত সাক্ষাৎ করিয়া যেন কিছু 'মানবিকতা' শিক্ষা দেয়।
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩০
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি তাকে বুঝিয়ে বলবো। লাগলে চাও ঢেলে দেবো।
১২| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাক স্বাধীনতা?
............................................
বাক শালীনতার ব্যাপারও আছে । অনেক বড় বড় দেশে ও
দেখলাম নিজ স্বার্থে তখন গনতন্ত্র ডাষ্টবিনে ছুঁড়ে মারে ।
.............................................................................
বাক স্বাধীনতার জন্য আরবের সাংবাদিক মারা গেল,
আমেরিকা, চীন, রাশিয়া, ইংল্যান্ড কি করল ?
সবারই অতীত কলন্কময় ।
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: দেশে দেশে যুগে যুগে একই থোড় বড়ি খাড়া, আর খাড়া বড়ি থোড়।
১৩| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
আহমেদ জী এস বলেছেন: রিম সাবরিনা জাহান সরকার,
আমায় বলোনা ফিরিয়ে দিতে
তোমার স্বাধীনতা, আত্মপরিচয়
তুমি বন্দি এক দুর্বৃত্ত সময়ের জালে, ভুলে
গেছো নিজের ঘরবাড়ী, পরিচিত উঠোনে এখন
শ্বাপদ আগাছার বাড়াবাড়ি...........
ধ্যাৎতেরী.... নিজের অপ্রকাশিত কবিতার কিছু লাইন তুলে দেয়া ছাড়া আর যুৎসই মন্তব্য কিছু খুঁজে পেলুম না!
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩৫
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপনার কবিতার হাত বিরল রকমের ভাল। এটা না থামুক। আর ঘটনায় মনটা এতটাই ভেঙ্গে গিয়েছিল যে আর কারো উত্তর দেবার মত ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এখন দেখুন, সব কেমন ঝিমিয়ে গেছে। আমরাও নিয়ম মেনে ভুলে যাচ্ছি, গিয়েছি। যেমনটা আমরা করে থাকি। নইলে সরীসৃপ জীবনটা নিয়ে এগোবো কি করে?
১৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
আহমেদ জী এস বলেছেন: রিম সাবরিনা জাহান সরকার,
মন্তব্যকারী সবাইকে ঢালাও পাস মার্ক দিয়ে গেলেন কিন্তু মন্তব্যের জবাব দিচ্ছেন না কেন ?
কেজিবি নানুর মতো আমরা কেউ চকলেট দেইনি বলে ?
ভেরী ব্যাড........ভেরী ব্যাড...............
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৫৮
আনমোনা বলেছেন: বাক স্বাধীনতা? সেটা আবার কি জিনিস?