নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

হলুদ সাংবাদিকতা বন্ধ করা উচিত

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

খবরের কাগজে লক্ষ্য করা যাচ্ছে যে তারা বেশ ঢালাওভাবে প্রচার করছে একটি ছোট শিশুর ছবি যে মৃত অবস্থায় রাস্তা পড়ে রয়েছে। হলুদ সাংবাদিকতাও খুব চুড়ান্ত পর্যায়ে পৌছিয়েছে। সাংবাদিকরাও মনে হয় খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন এই ছেলেটির মৃত্য হবে যাতে করে তারা "ইমোশনাল' কথা বার্তা পেপারে লিখতে পারে বা টিভিতে ভিডিও প্রচার করতে পারে। কোন কুলাঙ্গার সাংবাদিক কি ঐ সময় পারিনি ছেলেটিকে হাসপাতালে দিয়ে আসতে?? সবই ঐ একই গোয়ালের গরু। সবাই অপেক্ষা করছিল কখন ছেলেটিকে নিয়ে নিউজ বানানো যাবে। হলুদ সাংবাদিক দেশে এখন এতো টিকটিকির মতো বেড়ে গিয়েছে যে কোন খবর সত্য আর কোনটা মিথ্যে তা বোঝা মুশকিল। যে বা যেসব হলুদ সাংবাদিক ঐ ছেলেটার ছবি তুললো তাদের প্রথমেই উচিত ছিল ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

অগ্রজ বলেছেন: বাংলাদেশে সন্ত্রাসবাদকে উসকে দেওয়ার জন্য কিছু মিডিয়া উঠে পড়ে লেগেছে। মারা যাচ্ছে শিবির জামাত আর হেডিং হচ্ছে 'জামাত-শিবিরের তান্ডব' এরই নাম সেকুলারিস্ট। আসলে সেকুলারই সবচেয়ে বড় সন্ত্রাসী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.