নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

Vitamin T লোভে পাপ, পাপে পল্টি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

২০১৪ সালের ঈদে Vitamin T টেলিফিল্মটি যখন সম্প্রচারিত হয়েছিল তখন সেই সময় এটি আমার দেখা হয়নি। সেদিন ইউটিউবে কি নাটক দেখবো সার্চ করছিলাম। সার্চ করতে করতে দেখলাম Vitamin T টেলিফিল্মটি। দেখে ফেললাম। OMG! অসাধারণ এক টেলিফিল্ম। খুবই ভালো লেগেছে পুরো নাটকটি। নাটকটির সব কিছু ভালো লেগেছে। রাফার গান তুই, আমি আর তোরা ছিল এক কথায় অসাধারণ। যারা কথায় কথায় বলে বেড়ায় যে আমাদের দেশে ভালো মানের নাটক হয়না, আমাদের পাশের দেশ থেকে শেখা উচিত তাদের এই নাটকটি একবার, দুইবার না, হাজারবার দেখা উচিত। শাফায়েত মনসুর রানার চিত্রনাট্য ও পরিচালনায় এই টেলিফিল্মটি নিঃসন্দেহে ১০/১০ পাবার যোগ্যতা রাখে। আপনারা যারা দেখেননি তারা পারলে আজই দেখে ফেলুন এই টেলিফিল্মটি।


মিশু সাব্বিরের অভিনয় দেখে এখন বর্তমানে মিশু সাব্বির আমার সবচেয়ে ফেভারিট অভিনেতা। এছাড়াও টেলিফিল্মটিতে রয়েছে অপর্না, সায়েম সাদাত, যে খুব অল্প বয়সেই মারা গিয়েছে, পিয়া, সালমান মুক্তাদির ও তারিক আনাম।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

নতুন বলেছেন: খুবই ভাল লাগলো... +

২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২

অজন্তা তাজরীন বলেছেন: ok. dekchi kemon bhalo......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.