নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

২০২০ সালের কয়েকটি সিনেমা নিয়ে কথা।

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:২৯



আজকে কোনো সিনেমা রিভিউ লিখবো না। কারণ যেসব সিনেমা নিয়ে কথা বলবো সেগুলো একটাও এখনো আমি দেখিনি। ২০২০ সালে এই অস্থিরতার মধ্যেও অনেক ভালো ভালো সিনেমা বের হয়েছে সেগুলো নিয়েই আলোচনা করবো। আমার যাছাই করা ছয়টি ছবি নিয়ে কথা বলবো যেগুলো বেশ ভালো সারা জাগিয়েছে। এসব সিনেমার ট্রেইলার লিংক দিলাম আশা করি আপনারা দেখবেন। আমি অবশ্যই দেখবো ও দেখার পর রিভিউ লিখবো।

এখানে যেসব সিনেমার কথা বলছি তার কোনোটারই নাম আমি আগে শুনি নাই। একটি লেখা পড়ছিলাম যেখানে এসব সিনেমা নিয়ে বলা হয়েছে। এখনতো কেউ হলে গিয়ে দেখতে পারছেনা ম্যুভি তাই অনলাইনের বিভিন্ন ধরনের সাইটেই মানুষজন সিনেমা দেখছে। বর্তমানে বিশ্বে যে সংকটাপন্ন অবস্থা তার পরেও এসব সিনেমা বেশ সারা জাগিয়েছে যদিও এসব সিনেমা নিয়ে খুব একটা কথা বলতে দেখা যাইনি।

The Whistlers হলো Romanian comedy crime thriller সিনেমা। একজন পুলিশ অফিসার La Gomera দ্বীপে যায় যেখানের লোকজন El Silbo ভাষায় কথা বলে। El Silbo হলো শীষ দিয়ে কথা বলা একটি ভাষা। শীষ দিয়ে একজনের সাথে আরেকজন কথা বলে। ঐ পুলিশ অফিসার এই ভাষা শিখে একটি স্পেশাল মিশনের জন্য।

The Whistlers


BAD EDUCATION


FIRST COW


Bacurau
এই ছবির approval rating 91%। ছবিটির কাহীনি পড়ে আমার ভালই লেগেছে। সাইন্স ফিকশন টাইপের একটি ওয়েস্টার্ন সিনেমা।



NEVER RARELY SOMETIMES ALWAYS

১৭ বছরের টিনএজার টেস্ট করেজানতে পারে সে প্রেগনেন্ট। কিভাবে এবোর্শন করাবে এবং কি কি ঝামেলার সে সম্মুখীন হয় সেসব নিয়েই গল্প। ট্রইলার দেখে ভালই লেগেছে আমার।




The Assistant সিনেমাটি অনেকের কাছেই ভালো লেগেছে। একটি মেয়ে একটি ফিল্ম প্রোডাকশন কোম্পানীতে এ্যাসিসটেন্ট হিসেবে কাজ শুরু করে। সে জানতে পারে তার বস নারী কেলেঙ্কারির সাথে জড়িত। এভাবেই ঘটনা এগুতে থাকে।

The Assistant


আশা করি আপনারা দেখবেন এসব সিনেমাগুলো।









মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার শেয়ার ।

০৫ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪৮

রিনকু১৯৭৭ বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:৫৯

শাহ আজিজ বলেছেন: ট্রেলার ছাড়া ফুল মুভি দেখা যাবে কি ?

০৫ ই জুলাই, ২০২০ সকাল ৮:৫০

রিনকু১৯৭৭ বলেছেন: এ্যামাজন প্রাইমে দেখা যাবে কিন্তু পয়সা দিয়ে সাব্সক্রাইব করতে হবে।

৩| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:৪৩

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগে না কিছুই। কি জানি কি হয়।

৪| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: ঠিক করেছি মুভি আর দেখব না। বই পড়বো।

০৫ ই জুলাই, ২০২০ সকাল ৮:৫১

রিনকু১৯৭৭ বলেছেন: আমিও চিন্ত করছি সিনেমা দেখার পাশাপাশি বই পড়ি সেসব বই নিয়ে রিভিউ লিখা শুরু করবো।

৫| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ৭:২০

ডি মুন বলেছেন:
নতুন কিছু মুভির নাম জানা হলো।
ধন্যবাদ

০৫ ই জুলাই, ২০২০ সকাল ৮:৫১

রিনকু১৯৭৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: পুরা পরিবার সহ দেখা যায় এরকম কিছু ভালো সিনেমা যা বাচ্চারা পছন্দ করবে এরকম সিনেমা নিয়ে লিখবেন এরপর। আপনি যে গুলির কথা বলেছেন এগুলি সম্পর্কে জানি না তাই বললাম। দেখার সময় কোন বিপদে পরব জানি না।

৭| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১১

হাসান রাজু বলেছেন: আজকে কোনো সিনেমা রিভিউ লিখবো না। কারণ যেসব সিনেমা নিয়ে কথা বলবো সেগুলো একটাও এখনো আমি দেখিনি।

- কতো বড় ফাঁকিবাজি । কিন্তু সরল স্বীকারোক্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.