![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাচীন মিসরের রাজধানী ছিল পেন্টাটিউক। নীল নদের তীরে এই নগরে বাস করতেন মিসরের ‘ফেরাউন’ রামেসিস। নগরের শেষ প্রান্তে ইহুদিদের বসতি।মিসরের ‘ফেরাউন’ ছিলেন ইহুদিদের প্রতি বিদ্বেষভাবাপন্ন। তার স্ত্রীর নাম ছিল আছিয়া, তাঁর সকল ইচছা আকাংঙ্ক্ষা ছিল আখিরাতের উপর। ফেরাউন এর স্ত্রী আছিয়া কখন কিছু চাহিতেন না এ পৃথিবীতে, তিনি জান্নাতে আল্লাহর সানিদ্ধ্য পাওয়ার জন্য একটা ঘর চেয়েছিলেন।
আমার কোথাও বাড়ী নেওয়ার আগে চিন্তা করি প্রতিবেশী যদি ভাল হয় তাহলে বাড়ী নেওয়া যায়। কিন্তু তিনি জান্নাতে আল্লাহর প্রতিবেশী হতে চেয়েছিলেন। তাঁর আল্লাহর প্রতি গভীর বিশ্বাস থাকার কারণে অত্যাচারী ফেরাউনের বিলাশবহুল বাড়ী থেকে চলে যেতে চেয়েছিল।
©somewhere in net ltd.