![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনে পরীক্ষা। আগে থেকে পড়াশুনা না করলে যা হয়। প্রতি বার পরীক্ষা সময় এই একই অবস্থা। বইতো কখন কেনা হয় না শুধু মানুষের নোট ফটোকপির উপর দিয়ে পরীক্ষা দেয়া। এ জন্য ফটোকপি দোকানে মালিকের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় তার উপর আবার আমার নামের সাথে ফটোকপি দোকানে মালিকের নামের কোন পার্থক্য ছিল না।
কককক ডিপার্টমেন্টের দুই তিনটা মেয়ে শুধু ছেলেদের মদন বানানো চেষ্টা করতো এবং তারা ক্লাশে বলতো ছেলেরা আমাদেরকে প্রেমের প্রস্তাব দিবে, আমাদের কথা স্মরণ করবে, আমাদের পেছনে ঘুরবে এটাই আমাদের স্বার্থকতা। মনে হচ্ছিল তারা এমনি তে মজা করছে আসলে ব্যাপাটা সত্য। তাদের ক্লাশে অনেক ছেলেকে প্রথমে প্রেমের অভিনয় করে পারে ছেলারা যখন প্রেমের প্রস্তাব দেয় তখন তারা ঘুরে বসে।
আমি ঘটনাটা তাদের ক্লাসের এক ছেলের নিকট থেকে শুনেছিলাম। আমার সাথের তাদের কোন বিরোধ নাই কিন্তু আমি জানি না কেমন করে যেন তারা আমাকে জানে। হঠাৎ একদিন আমি ফটোকপি করার জন্য দোকানের কাছে বসে আছি তাদের তিন জনেরে মধ্য থেকে একজন্ আমার দিকে এসে বলল করিম ভাই কেমন আছেন? আমি তখন কথা বলব বলব ভাব, তখন সে ফটোকপি দোকানে মালিকের দিকে তাকিয়ে বলল, করিম ভাই এটা ফটোকপি করে দেন। পরে ঐ মেয়েগুলি অন্য দিকে গিয়ে হাসতেছে। কারণ তারা আমাকে মদন বানাল।
আমি চেষ্টা করলাম তাদেরকে মদন বানানোর। কিন্তু আমিতো তাদের সাথে কথা বলিনা তাহলে মদন বানাব কিভাব। হঠাৎ
একটা বুদ্ধি মাথায় আসলো তাদের যদি মো্বাইল নাম্বার সংগ্রহ করা যায় তাহলে মদন বানানো যাবে। এই মনে করে তাদের বন্ধুর নিকট থেকে মোবাইল নাম্বারটা নিয়ে কল করলাম। প্রথমে আমাকে বলছে আপনি কে আমি বললাম তোমার এক বন্ধু একটু হিনটস দেয় তুমি বলেছিলে ছেলেরা আমাদের পেছনে ঘুরবে, আমাদেরকে প্রেমের প্রস্তাব দিবে, আমাদের কথা স্মরণ করবে এটাই আমাদের স্বার্থকতা তুমি স্বার্থক আমি তোমাকে ভালবাসি এখন তুমি আমাকে স্বার্থক কর।
তারপর থেকে তারা আমাকে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু পায় নি।
এক মাস পরে আমি আবার কল দিয়ে বলি আসলে তোমার সাথে আমার প্রেম হওয়া সম্ভাবনা ০% কারণ আমি এক ফটোকপির দোকানে কাজ করি আর তুমি রোজ ঐ ফটোকপির দোকানে আসতে আর আমি তখনই তোমার প্রেমে পড়ে যাই। তারপর থেকে তারা আমাকে চিনতে পারে এবং তারা বুঝতে পারে তারা যেটা করে সেটা ঠিক না।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৫৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: নতুন ব্লগার ? স্বাগতম আপনাকে।
ভালো ভালো লেখা আশা করছি।