![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়ার খবর রেখে শান্তি পাই।
গবেষনা চুরির দায়ে অভিযুক্ত সামিয়া রহমান।তার বিরুদ্ধে প্রদত্ত শাস্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন কলিমুল্লাহ এবং তুরিন আফরোজকে নিয়ে।এই দুই জনের কর্মের খতিয়ান-
তুরিন আফরোজের অনৈতিক কর্মকাণ্ডের খতিয়ান তার মা এবং ভাইয়ের জবানে প্রকাশ পেয়েছে।তার মা এবং ভাই তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন।
কলিমুল্লাহর কথা বলা মানেই বাক্য ব্যায়।তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু ১৩০০ দিনের মধ্যে ১০০০ দিনের মত বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত।তিনি এত যোগ্যতা সম্পন্ন মানুষ যে একই সাথে ভিসি,প্রো-ভিসি, তিনটি অনুষদের ডিন, এক বিভাগের প্রধান, ট্রেজারার, ড. ওয়াজেদ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের পরিচালকের পদ আঁকড়ে রেখেছেন।দুই বছরে তিনি ৪২ জন পিএইচডি/এমফিল গবেষকের গবেষণা তত্ববধ্যায়ক হয়েছেন।দুনিয়াতে এমন নজির আর দ্বিতীয়টি নেই।কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হলেও তাঁর মা নিলুফার বেগমকে একাধিক নিয়োগ র্বোডে সদস্য করা হয়েছে।দুই বছরে তিনি আপায়্যন ব্যায় বাবদ বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন প্রায় ৫০ লাখ টাকা।নির্মান কাজে দুর্নীতির অভিযোগ ৭৮ কোটি টাকা।
২| ০২ রা মার্চ, ২০২১ রাত ৮:২৬
ঢাবিয়ান বলেছেন: গবেষনায় চৌর্যবৃত্তির মিথ্যা অভিযোগে নাকি শোকে কাতর হয়ে আইসিউতে চলে গিয়েছিল। সেই নাটক ফেইল করেছে। তাই এখন নতুন নাটক নিয়ে হাজির হইসে ।
৩| ০২ রা মার্চ, ২০২১ রাত ৮:৪৩
রেজওয়ান ইসলাম বলেছেন: যেন ক্ষমতা আছে সেটা প্রমাণের উপায় হয়ে গেছে ক্ষমতার অপব্যবহার করা।
৪| ০২ রা মার্চ, ২০২১ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: কলিমুল্লা !! অরে আঞ্ছে কি কামে ??
৫| ০২ রা মার্চ, ২০২১ রাত ১১:১২
আমি সাজিদ বলেছেন: কলিমুল্লা তো দেখি সেই মাফিয়া
৬| ০২ রা মার্চ, ২০২১ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: সামিয়া কোনো চুরী করে নি। তাকে ফাসানো হচ্ছে।
৭| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ২:৫০
নেওয়াজ আলি বলেছেন: উনি নাকি বলির পাঠা
৮| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৭
রাজীব নুর বলেছেন: সামিয়া ভালো মানুষ।
৯| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৩৫
করুণাধারা বলেছেন: ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০২১ রাত ৮:২১
ঢাবিয়ান বলেছেন:


মন্ত্রীদের মত ঢাবির শিক্ষকেরাও জনগনরে বিনোদন দেয়ার কঠিন শপথ গ্রহন করসে।