নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রিটিক্যাল থিঙ্কিং এবাউট ওয়ার্ল্ড পলিটিক্স্,স্পেশালি মিনা রিজিয়ন। মেইনস্ট্রিম মিডিয়ার কিছুই বিশ্বাস করি না।

মোহাম্মদ মোস্তফা রিপন

দুনিয়ার খবর রেখে শান্তি পাই।

মোহাম্মদ মোস্তফা রিপন › বিস্তারিত পোস্টঃ

হেফাজত-আওয়ামী হানিমুন।

০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৯

উইকিলিকসের ফাঁসকৃত তথ্য মতে বর্তমান প্রধানমন্ত্রী মামুনুলের হকের পিতা আল্লামা আজিজুল হককে পছন্দ করতেন।সেই পছন্দের সুবাদে ওনি আল্লামা আজিজুলের হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিশকে চারদলীয় জোট থেকে বাগিয়ে ২০০৬ সালে আওয়ামীলীগের জোটে নিয়ে গিয়েছিলেন।সেই সময় আব্দুল জলিলের সাথে আসন ভাগাভাগি নিয়ে আল্লামা আজিজুল হকের সাথে একটা সমযোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।অবশ্য আল্লামা আজিজুল হককে লীগের প্রথম টার্মে গ্রেফতার করে অস্র মামলায় ফাঁসানো হয়েছিল।সেই আল্লামা আজিজুলের পুত্র এখন খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব।এখন দেখতেছি মামুনুল হক সাহেবের শশুর একজন আওয়ামীলীগ নেতা।সরকার তার বিয়ে এবং সেই পরিবার নিয়ে ওয়াকিবহাল ছিল অনেক আগে থেকেই।আর মামুন সাহেব বিদ্রুহ করতে চাইলে সরকার এখন এই গুটিটাই খেলবে সেটা পরিষ্কার।শফি সাহেবকে সরকার কাবু করেছিলো তার গুনধর পুত্র আনাসের দুর্নীতি দিয়ে।আর এখন মামুন সাহবকে কাবু করবে হানি ট্র্যাপের মাধ্যমে।অন্য যাদের এই বিষয়টাতে সমস্যা নেই তাদের কাবু করবে ব্যাংক হিসেব দিয়ে।হেফাজত এবং নব্য আহলে হাদিস/সালাফিদের অর্থের বিশাল একটা যোগান আসে দেশের বাইরে থেকে।সেটা সরকার ভালো করেই জানে।বিশেষ করে সৌদিআরব থেকে।সেই অর্থের বিনিময়ে তারা রাজনীতি বিমুখতার ফওয়া দেন।ইতিমধ্যে সরকার বাহাদুর হেফাজত এবং তাদের সাথে ন্যুনতম সংশ্লিষ্টতা আছে এমন সবার ব্যাংক হিসেব তলব করেছেন।হেফাজত নেতাদের সামনে বার্তা পরিষ্কার।চোখ বুঝে সব সহ্য কর,না হয় জেলে যাও।আপনারা যে খিড়কি দিয়ে আকাশ দেখেন সেই খিড়কিটা দেশের প্রতিষ্ঠিত ইসলামি রাজনৈতিক শক্তি অনেক আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে।আল্লাহ কাউকে ছেড়ে দেন না।বিশেষ করে যারা ইসলামে পণ্ডিত তাদেরকে আল্লাহ সবার আগে পাকড়াও করেন তাদের অপকর্মের জন্য।আমার মত অনেকেই আপনাদের কওমি ঘরানার মাদ্রসা এবং শিক্ষার বিরুধী।কিন্তু যখন আপনাদের গায়ে হাত দেওয়া হয়,অপমান করা হয় তখন বুকটা হাহাকার করে উঠে।অনেকেই আপনাদের জন্য ময়দানে নামে এখনো।এটা শুধু আপনাদের জন্য নয়।এটা ঈমানের তাগিদে।আপনারাও ঈমানের তাগিদ দেখান তাহলে হয়তো এ যাত্রায় রক্ষা পাবেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৫

দ্বিতীয় প্রহর বলেছেন: আমোদ প্রমোদ করার জন্য দিনে ১০ হাজার টাকা ব্যয় করার সামর্থ্য কয়জন হুজুরের আছে? হুজুরের ব্যাংক হিসাব তলব করলে অনেক কিছুই বের হবে।

২| ০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৫

আমি সাজিদ বলেছেন: টান টান থ্রিলার পড়ছি। মোসাদ - ইজিপশিয়ান ইন্টেলিজেন্স বা এফবিআই সিআইএ - কেজিবির স্পাইদের কথা মনে পড়ে যাচ্ছে। হানি ট্র‍্যাপ দিয়ে মামুনুল সাহেবকে কিভাবেই কাবু করলো, মামুনুল সাহেবও কেমন দুধের বাচ্চা, গন্দম ফল টুপ করে গিলে ফেললেন। স্বর্গ থেকে সোনারগাঁওয়ে পতন হলো তার। কি লজ্জা।

৩| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার বাবার ইমেজ ওলামাদের কাছে অনেক উঁচুতে ছিল। রাজনীতি করতেন বলে বিভিন্ন সময় সমস্যায় পড়েছেন।

মমিনুল হক পৈত্রিক সুত্রে নেতা হয়েছেন বলে ওনার মধ্যে পরিপক্বতার অভাব আছে বলে আমার মনে হয়। দ্বিতীয় বিবাহ (যদি সত্যি ঐ মহিলা তার স্ত্রী হয়ে থাকে) উনি যে পদ্ধতিতে করেছেন বলে বোঝাতে চাচ্ছেন তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ইসলামের নামে রাজনীতি করতে হলে উন্নত নৈতিক ও চারিত্রিক গুণাবলী থাকতে হবে। অনেক সাবধানে জীবন যাপন করতে হবে যেন কেউ অপবাদ দিতে না পারে। তা না হলে সমাজে এদের কোন গ্রহণযোগ্যতা নাই। সেকুলার রাজনীতি যারা করেন তাদের চরিত্র নিয়ে মানুষের তেমন মাথা ব্যথা নেই। কারণ এদের সিংহ ভাগেরই চরিত্র ও নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং মানুষ বাধ্য হয়ে মোটামুটি মেনে নিয়েছে। কিন্তু কেউ যখন ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে যাবে তাকে অবশ্যই চরিত্রবান হিসাবে প্রমান দিতে হবে।

তবে নোংরামিতে এই ধর্মীয় রাজনীতিবিদরা কখনই প্রচলিত রাজনীতিবিদদের হারাতে পারবে না। আমাদের দেশে প্রচলিত রাজনীতি সম্পর্কে ওলামাদের অভিজ্ঞতা/ জ্ঞানের অভাব আছে। ফলে তারা সামনে আরও বিপদে পড়তে পারে।

৪| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৯

নেওয়াজ আলি বলেছেন: পলিট্রিক্সের এই খেলায় জিতবে লীগ ও হেফাজত । হারবে ধর্ম, দেশ, সভ্যতা, মানবতা ও নিরহ জনতা ।

৫| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: মামুনুল হোক, তার পিতাসহ সমস্ত হেফাজত দুষ্টলোক। এরা দেশের জন্য হুমকিস্বরুপ।

৬| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩০

জিকোব্লগ বলেছেন:



এটা কোনো বিয়েই ছিল না। জানোয়ার
মামুনুল পরকীয়া করতো।

নিচের ভিডিও দেখুন :
মামুনুলের গোমর ফাঁস করল কথিত দ্বিতীয়
স্ত্রী জান্নাত আরা জান্নাত ওরফে ঝর্ণার ছেলে


৭| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: মামুনুলের ক্যারিয়ার শেষ । একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছিল মি হক ।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১০

মোহাম্মদ মোস্তফা রিপন বলেছেন: প্রোপাগান্ডা।

৮| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৭

সোনালি কাবিন বলেছেন: :(

৯| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ২:০৪

আমি রাছেল খান বলেছেন: এসব আজগুবি লেখা বন্ধ করেন। আর সব জায়গায় রাজনীতি খুজবেন না। বাংলাদেশে বুদ্ধিবীচীর অভাব নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.