![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনই ভাবি নি এরকম বিপাকে পড়তে হবে। প্রথম বর্ষের ৫ মাস ক্লাস শেষ এমন সময় গেলাম প্রিঞ্ছিপাল স্যারের সাথে দেখা করতে । আগেই বলে নেই, আমি আতেল ছাত্রদের পর্যায়ে পড়ি না। তাই ক্লাসে মোটামটি অনিয়মিত ছিলাম। অ্যানাটমি এর অনেক স্যারকেই আমি ভালভাবে চিনতাম না।যাই হোক আসল কথায় আসি । প্রিঞ্ছিপাল স্যার এর রুম এ গেলাম। স্যার রুম এ দুইটা সাব রুম ছিল। এক রুম এ স্যার থাকতো, আরেক রুম এ স্যার এর অফিস সহকারী । অফিস সহকারী কে বললাম, " মামা, স্যার কি রুম এ আছে??? " উনি আমার মুখের দিকে তাকিয়ে আবার ওনার কাজ শুরু করলেন। আমি অবাক হলাম। তারপর আবার জিজ্ঞেস করলাম, "মামা, স্যার কি রুম এ আছে????" এবার উনি আমাকে জিজ্ঞেস করলেন, "তুমি কোন ইয়ারে পড়???"
আমি তখনও বুঝিতে পারি নাই । শুধু উত্তর দিলাম, " ১ম বর্ষ ।"
"কোন ব্যাচ?" আমি বললাম, " সি " । ওখানে আরেকজন ভদ্রলোক দাড়িয়ে ছিলেন, ওনাকে স্যার বললেন, " দেখছেন, এরা দাড়ি দেখলেই সবাইকে মামা ভাবে।" তিনি আমাকে সেদিন কিছু বলেন নি কারণ, তিনি আমার কোন ক্লাস নেন নি। এখন বুঝিতে পারি তিনি কে ছিলেন।
©somewhere in net ltd.