নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলন্ত রিপন

বসে থাকাটা মোটেও পছন্দ করি না। হয় খেলি না হয় পড়ি না হয় কম্পিউটার এ প্রোগ্রামিং করি। আর সব ধরনের কাজ শিখতে ভালবাসি।

জ্বলন্ত রিপন › বিস্তারিত পোস্টঃ

মানুষের অহংকার এত বেশি হয় কেন???????

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

কথায় কথায় ভাব নেয়া লোকদের আমি খুব অপছন্দ করি। কিন্তু তবুও অনেক সময় তাদের সাথে ভাল ভাবে মিশে চলতে হয়। এমন একজনের কথা বলছি এখন। আমার এক বন্ধু নাম আলী , ছোট বেলায় সে খুব ভাল ছাত্র ছিল এমনকি খেলাধুলায়ও সে অনেক ভাল ছিল । আমিও দুই বিষয়ে খুব ভাল ছিলাম কিন্ত তার তুলনায় কম । যাই হোক আসল কথায় আসি, আমরা দুজন ক্লাস ৯ এ উঠলাম। আমরা খুব নিন্ম মানের একটি গ্রামের স্কুলে পড়াশুনা করতাম । তাই সে শহরের ভাল একটা স্কুল এ চলে গেল। আমি ঐ স্কুল এ যেতে চাইলে স্কুল এর স্যারেরা মানা করল। তাই গেলাম না যদিও তাকেও মানা করেছিল । SSC তে A+ পেলাম দুজনেই। অবশ্য আমি ওর চেয়ে ভাল করলাম। ও রসায়নে A-ও ইংলিশ এ A পেল। তখন পর্যন্ত আমরা খুব ভাল বন্ধু ছিলাম। তারপর একই কলেজ এ ভর্তি হলাম। HSC তেও আমি ওর চেয়ে ভাল করলাম। এরপর শুরু হল আরেক নতুন জীবন যুদ্ধ। মেডিকেল ভর্তি কোচিং এ কোচিং শুরু করলাম। সেও তাই করল । আমি মেডিকেল (MMC) এ চান্স পেলাম । কিন্তু আলী পেল না। এমন কি সে কোন সরকারী বিশ্ববিদ্যালয়েও চান্স পেল না । অবশেষে সে একটা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। সে এখন কোন খেলাই ভাল খেলতে পারে না। আমি যখন তার সাথে থাকি, অন্য কেউ আমি কোথায় পড়ি তা জানতে চাইলে সে অন্য একটা প্রসঙ্গ নিয়ে আসে। আর বিরক্তিকর কিছু উক্তি উপস্থাপন করে । যেমনঃ “ আমি ছোট বেলায় অনেক ভাল ছাত্র ছিলাম, আমার জন্য অমুক ক্লাসে ৩ তা মেয়ে পাগল ছিল, আমি এক ওভারে ৫ টি ছয় মারতাম, পরীক্ষায় ৯৯ পেতাম, অমুক ক্লাসে ১ম হয়েছিলাম। ” সে কখনই বর্তমানের কথা ভাবত না। এখন কেউ যদি তাকে বলে রিপন তো মেডিকেল এ চান্স পাইল তুমি কি করলা?? সে এর উত্তরে বলল , “ মেডিকেল এ পড়ে কি হবে, আমি থাকি ঢাকায় আর রিপন থাকে ময়মনসিংহে । ঢাকায় না থাকলে কিছু করা যায় না। ” তার প্রতিটা কথার মধ্যে অহংকারী একটা ভাব থাকে। আজব একটা চরিত্র । । তাকে আমি কখনও বুঝতে দেই না যে আমি তার এসব কথা পছন্দ করি না । এখন তার সাথে যোগাযোগ খুব একটা করি না । তবে মাঝে মাঝে একসাথে ঘুরি হাজার হলেও সে স্কুল থেকে আমার বন্ধু।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুত্ব একটি রত্ন
যদি থাকে খাটি
নয়ত ছলাকলা
সব কিছুই মাটি ।।

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০

ডরোথী সুমী বলেছেন: অহঙ্কারির পতন হয়। হয়েছেও তাই। সব ফ্রেন্ড সার্কেলেই দুই একজন এমন থাকে। আপনি এর ফল দেখেছেন। শুভ কামনা।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

বিপরীত বাক বলেছেন: লাত্থি মেরে সম্পর্ক ছুটিয়ে দেন।
না হলে পরবর্তীতে আরও বড় কোন ক্ষতির শিকার হবেন।

এসব লোকজনকে ধারেকাছেও ভিড়তে দেবেন না। কথা বলারও প্রয়োজন নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.