নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলন্ত রিপন

বসে থাকাটা মোটেও পছন্দ করি না। হয় খেলি না হয় পড়ি না হয় কম্পিউটার এ প্রোগ্রামিং করি। আর সব ধরনের কাজ শিখতে ভালবাসি।

জ্বলন্ত রিপন › বিস্তারিত পোস্টঃ

নিজেকে ডাক্তার ডাক্তার মনে হচ্ছিলো।

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

৬ নং ওয়ার্ড এ প্লেসমেন্ট। একটা swelling রুগী দরকার, স্যার পড়াবেন এই বিষয়ে। কিন্তু ওয়ার্ড এই রুগী নেই । তাই স্যার ৭ এবং ৮ নং ওয়ার্ড এ পাঠালেন রুগী আনতে । আমি গেলাম ৭ নং ওয়ার্ড এ । সবার স্লিপ (যে কাগজ দিয়ে রূগীকে ভর্তি করা হয় ) দেখা শুরু করলাম। এক বেড থেকে আরেক বেড। সবাই আগে থেকেই তাদের স্লিপ রেডি করতেছিল। আমি একটি রুগীর স্লিপ দেখতেছিলাম, পাশে আরেক বেড এ বুড়ো রুগী ও তার এক আত্মীয় ঘুমাচ্ছিলো, আমি ভাবলাম তাদের বিরক্ত করব না । তারা ঘুমিয়ে থাকুক, তাদের ডাকবো না। কিন্তু আমি যখন ঐ রুগীটার স্লিপ দেখা শেষ করলাম ,তখন উনি পাশের রুগির আত্মীয় বললেন, " উঠুইন , ডাক্তর আইছে( মানে হল ওঠেন , ডাক্তার আসছে)।" তখন নিজেকে ডাক্তার মনে হচ্ছিলো আর তখন আমাকে এত ভাল লাগতেছিল যে তা বলে বোঝাতে পারব না। আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে আমি বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.