নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলন্ত রিপন

বসে থাকাটা মোটেও পছন্দ করি না। হয় খেলি না হয় পড়ি না হয় কম্পিউটার এ প্রোগ্রামিং করি। আর সব ধরনের কাজ শিখতে ভালবাসি।

জ্বলন্ত রিপন › বিস্তারিত পোস্টঃ

আমি তখনও বলিতে পারি নাই , এখনও তেমন কিছুই শিখি নাই ।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

MBBS ১ম ও ২য় বর্ষে ক্লিনিক্যাল

তেমন কিছু শিখতে পারি না। পালস,

ব্লাড প্রেশার মাপা, হার্ট সাউন্ড

শোনা , থার্মোমিটারের

সাহায্যে দেহের তাপমাত্রা নির্ণয়,

বিভিন্ন জার্ক টেস্ট, রিফ্লেক্স টেস্ট

শেখার মধ্যেই সীমাবদ্ধ

থাকে আমাদের জ্ঞান।

এটা আমরা মেডিকেল স্টুডেন্ট ও

ডাক্তারেরা বুঝলেও বা জানলেও নন

মেডিকেল পারসনেরা কিন্তু জানে না।

আর না জানার জন্যই

আমি বিপদে পরলাম। ১ম প্রফের

রেজাল্ট এখনও বের হয় নি,

এমনকি এখনও ওয়ার্ড শুরু হয় নি।

ছুটিতে বাসায় গেছি। নানার বাসায়

অনুষ্ঠান ছিল তাই আমার নানার

বাসায় যাওয়া ।

খাওয়া দাওয়া হচ্ছিলো, আর খাবার

পরিবেশন করতেছিল অনেকেই। তার

মধ্যে নানীর ছোট ভাইও ছিল

মানে আমার নানা।

উনি হাইপারটেন্সনের রোগী ছিলেন।

তার পরিশ্রম তা একটু বেশিই

হয়েছিলো। আমি আমার খালাত ভাইয়ের

সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ নানার

ঘরে উনি অজ্ঞান হয়ে গেলেন (যদিও

আমি সেখানে ছিলাম না)। তারপর

আমি সেখানে উপস্থিত হলাম । একজন

বললেন, “ এইতো আমাদের ডাক্তার

সাহেব চলে আসছে। দেখতো একটু

কি হয়েছে।” আমি ভেবে পাচ্ছিলাম

না কি বলবো । আমি তখনও

বলিতে পারি নাই , এখনও তেমন কিছুই

শিখি নাই । যাই হোক

খালি হাতে যতটুকু করা যায় ততটুকু

করলাম , মানে পালস চেক করলাম ।

দেখলাম পুরাই নরমাল আছে। তাদের

এতটুকু বললাম যে , “ কিছুই হয় নি , এত

টেনশন করার কিছু নাই । এখন ডাক্তার

কে খবর দিন , আমার কাছে ব্লাড

প্রেশার মাপার যন্ত্র নাই। নানার

প্রেশার তা চেক করা দরকার।

(নানা বাসা গ্রামে হওয়ায়

আসে পাশে কোন ডাক্তার ছিল না, ছিল

কিছু MLF করা গ্রাম্য ডাক্তার) ।

তারপর গ্রাম্য ডাক্তার কে ডাকা হল ।

তিনি আসে ব্লাড প্রেশার চেক

করলেন। তিনি জানালেন ব্লাড

প্রেশার নরমাল আছে। সবচেয়ে আশ্চর্য

জনক কথা হল , তিনিও আমার মত

বললেন , “কিছুই হয় নি, এখনি ঠিক

হয়ে যাবে। ” মনে মনে ভাবতেছিলাম

সম্মান রক্ষা হইছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.