![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়মনসিংহ মেডিকেল কলেজ এ ডাঃ মুরাদ হত্যার প্রতিবাদে আজ সকাল ১১ ঘটিকায় এক মানব্বন্ধন অনুষ্ঠিত হয়। এই মানব্বন্ধনে কলেজ প্রিঞ্ছিপাল ডাঃ মোঃ মতিউর রহমান ও হসপিটাল মহাপরিচালক ব্রিগিডিয়ার জেনারেল মোঃ ফশিউর রহমান সহ আরও অনেক ডাক্তার ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানব্বন্ধন শেষে প্রিঞ্ছিপাল ও মহাপরিচালক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রিঞ্ছিপাল বলেন, “ সব পেশাই কোন না কোন ভাবে মানব সেবায় জড়িত, তবে আমরা ডাক্তারেরাই সবচেয়ে কাছে থেকে মানুষের সেবা করি। কিন্তু আমরাই মানুষের দ্বারায় অনেক বেশি অপমানিত হই। সবাই বলে আমরা নাকি মানুষের সঠিকভাবে সেবা দেই না। আমরা আমাদের সাধ্য মতই চেষ্টা করি সেবা দিতে কিন্তু এত বেশি জনগন কে সেবা দেয়ার জন্য যে পরিমান ডাক্তার দরকার টা আমাদের দেশে নাই। তার ফলে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হয়।” প্রিঞ্ছিপাল স্যার ডাঃ মুরাদ প্রসঙ্গে বলেন, “ ডাঃ মুরাদ গণস্বাস্থ্য মেডিকেল হসপিটালের মেডিসিন বিভাগের একজন সহকারী রেজিস্টার। তিনি চিকিৎসা সেবা দানের উদ্দেশে পটুয়াখালী গেলে সেখান থেকে উধাও হন এবং তিন দিন পর তার লাশ পুকুরে পাওয়া যায়। স্যার ডাঃ মুরাদ এর আত্তার শান্তি কামনা করেন ।
©somewhere in net ltd.