নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলন্ত রিপন

বসে থাকাটা মোটেও পছন্দ করি না। হয় খেলি না হয় পড়ি না হয় কম্পিউটার এ প্রোগ্রামিং করি। আর সব ধরনের কাজ শিখতে ভালবাসি।

জ্বলন্ত রিপন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট প্রসঙ্গ।

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬

বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ ২০১৫ এর ফিকশ্চারঃ
১ম ওয়ানডে----- ১৭ এপ্রিল ২০১৫
২য় ওয়ানডে----- ১৯ এপ্রিল ২০১৫
৩য় ওয়ানডে----- ২২ এপ্রিল ২০১৫

একমাত্র টি২০---- ২৪ এপ্রিল ২০১৫

১ম টেস্ট----- ২৮ এপ্রিল-২ মে ২০১৫,
২য় টেস্ট----- ০৬ মে -১০ মে ২০১৫,

শুধুমাত্র ১ম টেস্ট খুলনা আবু নাসের স্টেডিয়াম এ অনুষ্ঠিত হবে , বাকি সকল ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এ হবে।

ওয়ানডে ম্যাচ গুলো দুপুর ২.৩০ এ , টি২০ ম্যাচ সন্ধ্যা ৬.৩০ এ , টেস্ট ম্যাচ গুলো সকাল ১০.০০ এ অনুষ্ঠিত হবে।
প্রথম ২ ওয়ানডে তে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বি সি বি ।

১) মাশরাফি (ক্যাপ্টেইন)
২) সাকিব আল হাসান (ভাইস ক্যাপ্টেইন)
৩) তামিম ইকবাল
৪) রিয়াদ
৫) রনি তালুকদার
৬) নাসির হোসেন।
৭) রুবেল
৮) আরাফাত সানি
৯) আবুল হাসান রাজু
১০) তাসকিন আহমেদ
১১) মমিনুল
১২) সাব্বির
১৩) সৌম্য সরকার
১৪) মুশফিকুর রহমান

পাকিস্তান স্কোয়াড ঃ

ওয়ানডে স্কোয়াড: সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, শোয়েব মাকসুদ, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, এহসান আদিল ও সোহেল খান।
টি-টোয়েন্টি স্কোয়াড: আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, শোয়েব মাকসুদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, শহীদ আফ্রিদি (অধিনায়ক) , সোহেল তানভীর, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, উমর গুল ও জুনায়েদ খান।

টেস্ট স্কোয়াড: বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, আজহার আলী, ইউনুস খান, হারিস সোহেল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহেল খান এবং রাহাত আলী।

তিন টাইপের ত্রিকেটে তিন অধিনায়ক নিয়ে পাকিস্তান বাংলাদেশের সাথে লড়বে । তিন টাইপের ক্রিকেট তিন অধিনায়কের বিপক্ষে টানা তিন সিরিজ বাংলাদেশে আগে কখনও খেলে নি।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ডাক পেয়েছেন ডানহাতি ওপেনার। জাতীয় লিগে এবার ৫ সেঞ্চুরিতে রেকর্ড ১০২৪ রান করেছেন লিটন।
১৪ সদস্যের এই দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.