নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলন্ত রিপন

বসে থাকাটা মোটেও পছন্দ করি না। হয় খেলি না হয় পড়ি না হয় কম্পিউটার এ প্রোগ্রামিং করি। আর সব ধরনের কাজ শিখতে ভালবাসি।

জ্বলন্ত রিপন › বিস্তারিত পোস্টঃ

নেপালের মানুষের কিছু নৃশংস কাণ্ড :(

০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৬


আজ থেকে ৭ মাস আগে একই জায়গায় একই সময়ে ৫০০০ মহিশ কে নির্মম ভাবে হত্যা করে নেপালের জনগণ। এটা তাদের ধর্মীয় ঐতিহ্য । প্রতি ৫ বছর পর পর তারা এই রকম পশু হত্যায় মেতে ওঠে। বিশ্ব ব্যাপী পশু পাখি হত্যা নিয়ে অনেক আপত্তি থাকা সত্ত্বেও নেপালে এই পশু হত্যা চলে। ২০০৯ সালে তারা প্রায় ২৫০০০০ প্রাণী নৃশংসভাবে হত্যা করে। তারা তাদের গড কে খুশি করার জন্য এই কাজ টি করে থাকে। তারা দুই দিনে সম্পন্ন করে তাদের এই উৎসব। প্রথম দিন মহিশ হত্যা পরের দিন অন্যোন্য পশুপাখি যেমন ছাগল, শুকর, কবুতর, মুরগি , ইদুর ইত্যাদি ।

হায়রে মানুষ এভাবে পশু গুলো কে মারতে তোদের কষ্ট হয় না !!!!!!

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:২৩

কাবিল বলেছেন: তারা তাদের গড কে খুশি করার জন্য এই কাজ টি করে থাকে।
তাদের গড যে কত খুশি হইছে সেটাতো দেখলামই কদিন আগে।

২| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:২৩

ঢাকাবাসী বলেছেন: ওরা ওদের ধর্ম পালন করছে আপনার অসুবিধাটা কোথায়? আপনি তো মুসলমান তা আপনার বাৎসরিক উৎসবে বাংলাদেশে তো কয়েক লাখ প্রানী কুরবানী দেয়া হয়, অসুবিধাটা কি?

০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

জ্বলন্ত রিপন বলেছেন: একই সাথে এত্ত গুলো পশু মারা এবং পশুদের জবাই করার পদ্ধতি দেখে বিষয় টি আমার কাছে খুবই খারাপ লেগেছে। তাই শেয়ার করেছি।

৩| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:২৯

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: আর মুসলিমরা বাংলাদেশসহ সারাবিশ্বে কয় লাখ বা কোটি পশু নির্মমভাবে হত্যা করে মিস্টার জ্বলন্ত রিপন????

হিন্দুরা তাদের কালীপূজায় কত পশু নির্মমভাবে হত্যা করে মি. জ্বলন্ত রিপন???

সবাই ধর্মের নামে কুরবানী বা হত্যা করে তাইতো????

তা শুধু নেপালেরটা দেখলেন কেন??

০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

জ্বলন্ত রিপন বলেছেন: আপনার এইরকম পশু জবাই করার পদ্ধতি দেখেও যদি এটাকে নরমাল মনে হয়, তাহলে কিছু বলার নাই। আর এই রেকর্ড টি নেপালের তাই নেপালের টাই তুলে ধরেছি।

৪| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৩১

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: আর আপনার দেয়া ছবিগুলো ফটোশপ নয় তো???

০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

জ্বলন্ত রিপন বলেছেন: না ভাই ফটোশপ নয়।

৫| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৭

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: শুধু নেপাল কেন বাংলাদেশেও আমরা যারা মুসলিম তারা কুরবানীর সময় অনেক পশু জবাই করি এতে কি সমস্যা বুঝলাম না। আপনার বক্তব্যটা একটু পরিষ্কার করে বলবেন? এখানে আপনি কাকে উদ্দেশ্য করে পোস্ট দিয়েছেন? নেপালকে না পশু জবাইকে?

০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

জ্বলন্ত রিপন বলেছেন: আমি নির্মমভাবে পশু হত্যা কে তুলে ধরতে চেয়েছি। নেপালের পশু হত্যা রেকর্ড পরিমাণ , তাই নেপালের নাম উল্লেখ করেছি।

৬| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: সারা দুনিয়া জুইড়া যে লাখ লাখ কসাইখানা আছে ওইগুলা বন্ধেও আন্দোলন করেননা ক্যান? ও, তাইলে তো আবার সমস্যা। আমিষ যে খাইতে আবার খুব সুস্বাদু!!

০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

জ্বলন্ত রিপন বলেছেন: বাকি কমেন্ট এর উত্তর গুলো দেখলে হয়তো আপনার উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ।

৭| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৫:১২

সাড়াশি বলেছেন: ঢাকাবাসী বলেছেন: ওরা ওদের ধর্ম পালন করছে আপনার অসুবিধাটা কোথায়? আপনি তো মুসলমান তা আপনার বাৎসরিক উৎসবে বাংলাদেশে তো কয়েক লাখ প্রানী কুরবানী দেয়া হয়, অসুবিধাটা কি?

০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

জ্বলন্ত রিপন বলেছেন: একই সাথে এত্ত গুলো পশু মারা এবং পশুদের জবাই করার পদ্ধতি দেখে বিষয় টি আমার কাছে খুবই খারাপ লেগেছে। তাই শেয়ার করেছি।

৮| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৫:৩২

হ্রদয় ৩৩ বলেছেন: ভাই আমি অনেকের কমেন্ট গুলি পরলাম।আসলে যার যার ধর্ম সে পালন করবে এতে কারো মাথা ঘামানোড় দরকার নাই ।যা আমাদের মহা নবী (স) বলেছেন ,আর মুসলমান রা কোরবানী দেয় তা কিন্তু এই রকম ভাবে আঘাত করে হত্য করে না । এখানে যেই ভাবে আঘাত করে হত্য করছে এটা একদম ঠিক না
। এরা পশু হলেও এদের ও তো জীবন আছে নাকি??

০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

জ্বলন্ত রিপন বলেছেন: সহমত

৯| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

সুমন কর বলেছেন: ছবিগুলো বীভৎস !

১০| ০৫ ই মে, ২০১৫ রাত ৯:২৯

শামস 8929 বলেছেন: সমস্যাটা হচ্ছে এই হত্যাকৃত পশুদের মাংস তারা খায় না এবং চামডা বা অন্যান্য কোন অঙ্গ তারা ব্্যবহার করেনা। পশু হত্যার পদ্ধতিটি খুবই নৃশংস।

১১| ০৬ ই মে, ২০১৫ সকাল ৯:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যার যার ধর্ম অবশ্যই সে সে পালন করবে, এটা নিয়ে বলার কিছু নাই। কিন্তু মুসলিমরা যখন কোরবানী করে সেটা নিয়ে অনেক সমালোচনা শুনেছিলাম সচেতন মহলের কাছ থেকে। তাদের সকলের জানার অবগতির জন্য জানাতে চাই যে, কোরবানীর মাংস গরীব মানুষ, আত্মীয় এবং নিজেদের মধ্যে খাবারের জন্য বন্টন করা হয়।

কিন্তু নেপালে এই রীতিতে ঐ পশুগুলোকে হত্যার পর এইভাবেই ফেলে রাখা হয়। খাওয়া হয় না। এতে যেমন বিপুল পরিমান মাংস নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে তেমনি পরিবেশেরও ক্ষতি হচ্ছে।

১২| ০৬ ই মে, ২০১৫ সকাল ১০:৪৭

মামুন ইসলাম বলেছেন: এই হলো আমাদের মূল সমস্যা আমরা চায়ে দেওয়া চিনি আর ভাতে দেওয়া লবনকে এক চোখে কিন্ত খেতে গেলে টের পাই কনটা লবন কোনতা চিনি । যাই হোক হত্যা হত্যাই হত্যার সাথে ত্যাগ বা দোকানে বিক্রি করাকে এক সাথে দেখলে হবে না । ও তরকারী খাওয়া হারাম আর ঝোল খাওয়া হালাল না এই অবস্থা । কনরেভাই হিন্দু ধর্মে নাকি গরু মহিষ খায়না হেরা নাকি এদেরকে মায়ের চোখে দেখে তাইলে আবার সে মায়েরে হর্তা করে কিভাবে ।

১৩| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

জনাব মাহাবুব বলেছেন: গরু তো হিন্দুদের মা লাগে, এই মায়েরে এইভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে? B:-)

ছবি দেখে গা শিউরে উঠলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.